লালমোহন (ভোলা) প্রতিনিধি
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ছে ভোলার লালমোহন উপজেলার লঞ্চঘাটগুলোতে। লঞ্চে উঠতে যাত্রীরা প্রতিযোগিতা করছেন। লঞ্চের স্টাফরা যাত্রীদের উঠতে বাধা দিলেও কাজ হচ্ছে না। এতে বাধ্য হয়ে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে ঘাট ছাড়তে হচ্ছে লঞ্চগুলোকে।
লঞ্চঘাট কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাপ কয়েক দিনের তুলনায় কমেছে। প্রতিদিনই কমতে থাকবে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী যাতে উঠতে না পারে, তার জন্য নিয়মিত তদারক করা হচ্ছে।
গতকাল রোববার উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাট, নাজিরপুর লঞ্চঘাট, লালমোহনের নতুন লঞ্চঘাট, গজারিয়া খালপাড় লঞ্চঘাট ও কচুয়াখালী লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীদের বেশির ভাগ কারখানার শ্রমিক ও দিনমজুর।
এ সময় ফারহান ও কর্ণফুলী ও তাফসির লঞ্চে দেখা গেছে, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী উঠেছে।
আগামী দু-তিন দিনের মধ্যে যাত্রীদের চাপ কমে যাবে বলে জানিয়েছেন লঞ্চের স্টাফরা।
পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন। ঢাকার একটি সেমাই কারখানায় চাকরি করেন তিনি। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ফিরছেন কর্মস্থলে। তিনি বলেন, ‘রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রাতদিন কারখানা কাজ করেছি। ঈদে সেমাই একটু বেশি চলে। এ কারণে চাপ বেশি ছিল। ঈদের পর কারখানায় চাপ কম। তাই মালিক ছুটি বেশি দিন দিয়েছেন। এখন কারখানা খুলছে। তাই আবার কর্মস্থলে ফিরছি।’
শুধু সালাউদ্দিন নন, তাঁর মতো অনেকেই ফিরছেন কর্মস্থলে।
মঙ্গলসিকদার ঘাটে কথা হয় যাত্রী অসীম আকরাম বাবুর সঙ্গে। তিনি বলেন, ‘আমি নিউমার্কেটে একটি কাপড়ের দোকানের ম্যানেজার। ঈদের আগের দিনও সারা রাত বেচাকেনা করতে হয়েছে। তাই ঈদের দিন বাড়ি ফিরতে হয়। পরিবারের সঙ্গে দেখা করে এখন চলে যেতে হচ্ছে। এখন দোকানপাট খোলা শুরু করছে। এ কারণে চলে যাচ্ছি।’
বাবুর মতো আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই ঢাকা বিভিন্ন দোকানে চাকরি করেন।
আরেক যাত্রী মো. রফিক বলেন, ‘আমি ঢাকায় রিকশা চালাই। তাই আমার কোনো ছুটি নাই। বাড়ি কয়দিন বেশি ছিলাম, এখন চলে যাচ্ছি।’
ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘নৌযানগুলো যাতে অতিরিক্ত যাত্রী তুলতে না পারে, সে জন্য তদারক করা হচ্ছে। তবে যাত্রীদের চাপ কমেছে। আগামী দু-এক দিন পর আরও কমে যাবে।’
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ছে ভোলার লালমোহন উপজেলার লঞ্চঘাটগুলোতে। লঞ্চে উঠতে যাত্রীরা প্রতিযোগিতা করছেন। লঞ্চের স্টাফরা যাত্রীদের উঠতে বাধা দিলেও কাজ হচ্ছে না। এতে বাধ্য হয়ে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে ঘাট ছাড়তে হচ্ছে লঞ্চগুলোকে।
লঞ্চঘাট কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাপ কয়েক দিনের তুলনায় কমেছে। প্রতিদিনই কমতে থাকবে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী যাতে উঠতে না পারে, তার জন্য নিয়মিত তদারক করা হচ্ছে।
গতকাল রোববার উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাট, নাজিরপুর লঞ্চঘাট, লালমোহনের নতুন লঞ্চঘাট, গজারিয়া খালপাড় লঞ্চঘাট ও কচুয়াখালী লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীদের বেশির ভাগ কারখানার শ্রমিক ও দিনমজুর।
এ সময় ফারহান ও কর্ণফুলী ও তাফসির লঞ্চে দেখা গেছে, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী উঠেছে।
আগামী দু-তিন দিনের মধ্যে যাত্রীদের চাপ কমে যাবে বলে জানিয়েছেন লঞ্চের স্টাফরা।
পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন। ঢাকার একটি সেমাই কারখানায় চাকরি করেন তিনি। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ফিরছেন কর্মস্থলে। তিনি বলেন, ‘রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রাতদিন কারখানা কাজ করেছি। ঈদে সেমাই একটু বেশি চলে। এ কারণে চাপ বেশি ছিল। ঈদের পর কারখানায় চাপ কম। তাই মালিক ছুটি বেশি দিন দিয়েছেন। এখন কারখানা খুলছে। তাই আবার কর্মস্থলে ফিরছি।’
শুধু সালাউদ্দিন নন, তাঁর মতো অনেকেই ফিরছেন কর্মস্থলে।
মঙ্গলসিকদার ঘাটে কথা হয় যাত্রী অসীম আকরাম বাবুর সঙ্গে। তিনি বলেন, ‘আমি নিউমার্কেটে একটি কাপড়ের দোকানের ম্যানেজার। ঈদের আগের দিনও সারা রাত বেচাকেনা করতে হয়েছে। তাই ঈদের দিন বাড়ি ফিরতে হয়। পরিবারের সঙ্গে দেখা করে এখন চলে যেতে হচ্ছে। এখন দোকানপাট খোলা শুরু করছে। এ কারণে চলে যাচ্ছি।’
বাবুর মতো আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই ঢাকা বিভিন্ন দোকানে চাকরি করেন।
আরেক যাত্রী মো. রফিক বলেন, ‘আমি ঢাকায় রিকশা চালাই। তাই আমার কোনো ছুটি নাই। বাড়ি কয়দিন বেশি ছিলাম, এখন চলে যাচ্ছি।’
ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘নৌযানগুলো যাতে অতিরিক্ত যাত্রী তুলতে না পারে, সে জন্য তদারক করা হচ্ছে। তবে যাত্রীদের চাপ কমেছে। আগামী দু-এক দিন পর আরও কমে যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে