হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ ‘মরা ছড়া’। শত বছরের পুরোনো এই ছড়াটির একটি অংশ দখল করে এক যুবলীগ নেতা সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোনো কার্যকর নিচ্ছে না।
তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বাধা ছাড়াই প্রাচীর নির্মাণ করছেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তবে ভয়ে তাঁদের কেউই নাম প্রকাশ করতে চাননি। তাঁরা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন।
ওই ওয়ার্ডের নন্দিরহাটের পশ্চিম দিক দিয়ে ডুলুনিয়া ডালা সড়ক ধরে বয়ে গেছে ছড়াটি। স্থানীয় ‘মরা ছড়া’ নামে পরিচিত এই নালা দিয়ে বর্ষাকালে মাহমুদাবাদ এলাকার পাহাড়ি ঢল গিয়ে হালদা নদীতে পড়ে। সপ্তাহখানেক ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি ছড়াটির মাটি কেটে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সরেজমিনে গত বৃহস্পতিবারও সেখানে নির্মাণকাজ চলতে দেখা যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে মোহাম্মদ শফি দম্ভের সঙ্গে বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি। কারও অনুমতির নেওয়ার প্রয়োজন নাই।’
শফি আরও বলেন, ‘আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কী করতে পারেন-তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম মোবাইল ফোনে বলেন, ‘নন্দির হাট এলাকায় ছড়া দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই।’ তবে তিনি শিগগিরই করপোরেশনের লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ ‘মরা ছড়া’। শত বছরের পুরোনো এই ছড়াটির একটি অংশ দখল করে এক যুবলীগ নেতা সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোনো কার্যকর নিচ্ছে না।
তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বাধা ছাড়াই প্রাচীর নির্মাণ করছেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তবে ভয়ে তাঁদের কেউই নাম প্রকাশ করতে চাননি। তাঁরা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন।
ওই ওয়ার্ডের নন্দিরহাটের পশ্চিম দিক দিয়ে ডুলুনিয়া ডালা সড়ক ধরে বয়ে গেছে ছড়াটি। স্থানীয় ‘মরা ছড়া’ নামে পরিচিত এই নালা দিয়ে বর্ষাকালে মাহমুদাবাদ এলাকার পাহাড়ি ঢল গিয়ে হালদা নদীতে পড়ে। সপ্তাহখানেক ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি ছড়াটির মাটি কেটে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সরেজমিনে গত বৃহস্পতিবারও সেখানে নির্মাণকাজ চলতে দেখা যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে মোহাম্মদ শফি দম্ভের সঙ্গে বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি। কারও অনুমতির নেওয়ার প্রয়োজন নাই।’
শফি আরও বলেন, ‘আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কী করতে পারেন-তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম মোবাইল ফোনে বলেন, ‘নন্দির হাট এলাকায় ছড়া দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই।’ তবে তিনি শিগগিরই করপোরেশনের লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে