মাদারীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু রাখার দাবিতে মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করা হয়।
ব্যানার-ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন। এতে শেখ হাসিনা মহাসড়কের একটি অংশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এ সময় পরীক্ষা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। স্লোগানে তাঁরা বলেন, ‘এক দেশে দুই নীতি চলবে না, চলবে না। আমাদের দাবি একটাই—পরীক্ষা চাই, পরীক্ষা চাই। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই, দাবি মোদের একটাই—পরীক্ষা চাই, পরীক্ষা চাই। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না।’
মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সাদি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহর জন্য বন্ধ করা হয়েছে।
এর আগে দুই সপ্তাহের কথা বলে দুই বছর বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ বাড়ার কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও গণপরিবহন, নির্বাচন, বাণিজ্য মেলা, সবকিছু চলছে। আমরা এটার জবাব চাই। এভাবে চলতে থাকায় আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হচ্ছি।’ এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা মন্ডল বলেন, ‘আমরা একটাই দাবি জানাচ্ছি, সেশন জট এড়াতে স্বাস্থ্যবিধি মেনে বাকি পরীক্ষাগুলো নেওয়া হোক। শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তা হলে কেন টিকা দেওয়া হলো? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা এক বছর পিছিয়ে গেছি। আরও পিছিয়ে পড়ি, তা চাই না।’
মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মুন্সী বলেন, ‘ওমিক্রনের দোহাই দিয়ে আমাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বাণিজ্য মেলা চালু রাখা হয়েছে। বিপিএল খেলাও চলছে। শুধু সমস্যা শিক্ষার্থীদের পরীক্ষায়। আজ সারা দেশে শিক্ষার্থীদের মানববন্ধন চলছে। সরকার যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তা হলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ মমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতি আক্তার, মেহেদী হাসান, ইংরেজী বিভাগের লামিয়া আক্তারসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু রাখার দাবিতে মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করা হয়।
ব্যানার-ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন। এতে শেখ হাসিনা মহাসড়কের একটি অংশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এ সময় পরীক্ষা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। স্লোগানে তাঁরা বলেন, ‘এক দেশে দুই নীতি চলবে না, চলবে না। আমাদের দাবি একটাই—পরীক্ষা চাই, পরীক্ষা চাই। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই, দাবি মোদের একটাই—পরীক্ষা চাই, পরীক্ষা চাই। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না।’
মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সাদি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহর জন্য বন্ধ করা হয়েছে।
এর আগে দুই সপ্তাহের কথা বলে দুই বছর বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ বাড়ার কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও গণপরিবহন, নির্বাচন, বাণিজ্য মেলা, সবকিছু চলছে। আমরা এটার জবাব চাই। এভাবে চলতে থাকায় আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হচ্ছি।’ এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা মন্ডল বলেন, ‘আমরা একটাই দাবি জানাচ্ছি, সেশন জট এড়াতে স্বাস্থ্যবিধি মেনে বাকি পরীক্ষাগুলো নেওয়া হোক। শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তা হলে কেন টিকা দেওয়া হলো? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা এক বছর পিছিয়ে গেছি। আরও পিছিয়ে পড়ি, তা চাই না।’
মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মুন্সী বলেন, ‘ওমিক্রনের দোহাই দিয়ে আমাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বাণিজ্য মেলা চালু রাখা হয়েছে। বিপিএল খেলাও চলছে। শুধু সমস্যা শিক্ষার্থীদের পরীক্ষায়। আজ সারা দেশে শিক্ষার্থীদের মানববন্ধন চলছে। সরকার যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তা হলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ মমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতি আক্তার, মেহেদী হাসান, ইংরেজী বিভাগের লামিয়া আক্তারসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে