মো. ফরিদ রায়হান, ইটনা থেকে ফিরে
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের উপজেলা ইটনার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও ছিল উৎসবের আমেজ। সকাল থেকে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। কোনো অভিযোগ ছাড়াই সকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
গতকাল সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ ও সদস্যপদে ২৭০ জনসহ ৪১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা সদর, এলেংজুরী ও জয়সিদ্দি ইউনিয়ন সরেজমিন দেখা যায় সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি। প্রার্থীদের মাঝেও সৌন্দর্যপূর্ণ আচরণ চোখে পড়ে। ভালোভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সংখ্যা ছিল বেশি। ছিল না কোনো অভিযোগ ও সংঘর্ষের ঘটনা।
একাধিক প্রার্থী জানান, দলীয় প্রতীক বরাদ্দ না করায় মানুষ ইচ্ছেমতো পছন্দের প্রার্থী নির্বাচন করতে পেরেছেন। এতে ভোটার ও প্রার্থী সবাই খুশি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণে ভোট চারজন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
ইটনা সদর নুরপুর ডিডি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম মোবাইল ফোনে বলেন, অভিযোগবিহীন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসমুখর ছিল নির্বাচন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের উপজেলা ইটনার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও ছিল উৎসবের আমেজ। সকাল থেকে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। কোনো অভিযোগ ছাড়াই সকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
গতকাল সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ ও সদস্যপদে ২৭০ জনসহ ৪১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা সদর, এলেংজুরী ও জয়সিদ্দি ইউনিয়ন সরেজমিন দেখা যায় সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি। প্রার্থীদের মাঝেও সৌন্দর্যপূর্ণ আচরণ চোখে পড়ে। ভালোভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সংখ্যা ছিল বেশি। ছিল না কোনো অভিযোগ ও সংঘর্ষের ঘটনা।
একাধিক প্রার্থী জানান, দলীয় প্রতীক বরাদ্দ না করায় মানুষ ইচ্ছেমতো পছন্দের প্রার্থী নির্বাচন করতে পেরেছেন। এতে ভোটার ও প্রার্থী সবাই খুশি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণে ভোট চারজন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
ইটনা সদর নুরপুর ডিডি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম মোবাইল ফোনে বলেন, অভিযোগবিহীন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসমুখর ছিল নির্বাচন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে