নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সময়টা ২০২০ সালের মাঝামাঝি। মহামারি করোনার প্রকোপ তখন চূড়ায়। হঠাৎ জীবনের সঙ্গে জুড়ে যাওয়া লকডাউনে সবার ঠাঁই হয়েছে ঘরের চৌহদ্দিতে। ঘরবন্দী থাকতে থাকতে একঘেয়ে হয়ে ওঠা সেই সময়ে ‘কিছু একটা করা’র ভূত চাপে আইনজীবী নূরজাহান ইসলামের মাথায়। মন দেন প্রিয় মিষ্টান্ন বানানোর দিকে। কদিন পর হাত দেন মসলা তৈরিতেও। তিতাস পাড়ের এই মেয়ে ‘তিতাস কন্যা’ নামে অনলাইনে পেজ খুলে শুরু করেন এসব দেশীয় খাবার ও মসলা বিক্রি।
শখের বসে প্রায় দুই বছর আগে শুরু করা নূরজাহানের সেই উদ্যোগ পেয়েছে বেশ সাড়া। তবে মনের ভেতর একটা খেদ রয়েই গিয়েছিল। সেটি হলো অনলাইনে বিক্রি বলে ক্রেতাদের সঙ্গে দেখা না হওয়া। সেই ‘দূরত্ব’ ঘোচাতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন নূরজাহানসহ পাঁচ নারী উদ্যোক্তা। ঈদ সামনে রেখে ‘বৈঠক’ নামে আয়োজন করেছেন দুই দিনের এক প্রদর্শনী। চট্টগ্রাম নগরীর খুলশীর শেখ রেসিডেন্স নামের এক ভবনের নিচতলায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে গতকাল শনিবার।
নূরজাহানের তিতাস কন্যার কথা তো আগেই বলা হলো। প্রদর্শনীতে অংশ নেওয়া বাকি চার অনলাইন প্রতিষ্ঠান হলো পোশাক নিয়ে ‘মৌরিতা’, গয়না নিয়ে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’, বিভিন্ন দেশীয় খাবার নিয়ে ‘হুমা’স কিচেন’। বাকি চার নারীরও উদ্যোক্তা হওয়া করোনার এই সময়ে।
গতকাল দুপুরে প্রদর্শনীস্থলে গিয়ে দেখা যায়, ২০ বাই ২০ ফুটের একটি কক্ষ। সেই কক্ষের ভেতরের চারপাশে নানা স্টল। কোনো স্টলে দেশীয় খাবার। কোনোটিতে শোভা পাচ্ছে নানা পদের গয়না। কোথাও রং-বেরঙের আলপনার পোশাক। মাঝখানে মাদুর বিছিয়ে চলছে গল্প-আড্ডা। সঙ্গে বিকিকিনি।
এই পাঁচ নারী উদ্যোক্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় ব্যস্ত। তাঁদেরই একজন মেহের নিগার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অবসরে কাজ করেন পোশাকের ডিজাইন নিয়ে। পোশাকের গায়ে আঁকেন নানা আলপনাও।
এমন ভিন্ন আয়োজনের কারণ জানতে চাইলে মেহের নিগার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করি, তাই ক্রেতার সঙ্গে সরাসরি কথা হয় না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাতের জন্যই এই আয়োজন।’
পুঁতির মালা গেঁথে গেঁথে নানা রকমের গয়না বানান তাজমিন ঝুমুর। তিনি বলেন, ‘কাঁচামাল কিনে নিজেই গয়না বানাই। বেশ সাড়া পাচ্ছি।’
ঘরোয়া পরিবেশে মেলা আয়োজনের পেছনের গল্প শোনান উদ্যোক্তারা। তাঁরা বলেন, ‘শুধু দেশীয় পণ্য নিয়ে কোনো মেলা চট্টগ্রামে হয়নি। আমরাই শুরু করলাম। সে জন্য চেয়েছি সেটি ঘরোয়া আমেজে করতে। কেননা তাতে আন্তরিকতা থাকবে।’
প্রদর্শনীতে পণ্য কিনতে নগরীর টেক্সটাইল এলাকা থেকে এসেছিলেন মাফরুহা জামান। এমন প্রদর্শনী দেখে বেশ উচ্ছ্বসিত এই নারী বলেন, ‘দেশীয় সব জিনিস নিয়ে এমন ভিন্নধর্মী মেলা আগে কখনো দেখিনি। শুধু দেশীয় বলে না। এখানকার সব পণ্যই ইউনিক।’
সময়টা ২০২০ সালের মাঝামাঝি। মহামারি করোনার প্রকোপ তখন চূড়ায়। হঠাৎ জীবনের সঙ্গে জুড়ে যাওয়া লকডাউনে সবার ঠাঁই হয়েছে ঘরের চৌহদ্দিতে। ঘরবন্দী থাকতে থাকতে একঘেয়ে হয়ে ওঠা সেই সময়ে ‘কিছু একটা করা’র ভূত চাপে আইনজীবী নূরজাহান ইসলামের মাথায়। মন দেন প্রিয় মিষ্টান্ন বানানোর দিকে। কদিন পর হাত দেন মসলা তৈরিতেও। তিতাস পাড়ের এই মেয়ে ‘তিতাস কন্যা’ নামে অনলাইনে পেজ খুলে শুরু করেন এসব দেশীয় খাবার ও মসলা বিক্রি।
শখের বসে প্রায় দুই বছর আগে শুরু করা নূরজাহানের সেই উদ্যোগ পেয়েছে বেশ সাড়া। তবে মনের ভেতর একটা খেদ রয়েই গিয়েছিল। সেটি হলো অনলাইনে বিক্রি বলে ক্রেতাদের সঙ্গে দেখা না হওয়া। সেই ‘দূরত্ব’ ঘোচাতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন নূরজাহানসহ পাঁচ নারী উদ্যোক্তা। ঈদ সামনে রেখে ‘বৈঠক’ নামে আয়োজন করেছেন দুই দিনের এক প্রদর্শনী। চট্টগ্রাম নগরীর খুলশীর শেখ রেসিডেন্স নামের এক ভবনের নিচতলায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে গতকাল শনিবার।
নূরজাহানের তিতাস কন্যার কথা তো আগেই বলা হলো। প্রদর্শনীতে অংশ নেওয়া বাকি চার অনলাইন প্রতিষ্ঠান হলো পোশাক নিয়ে ‘মৌরিতা’, গয়না নিয়ে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’, বিভিন্ন দেশীয় খাবার নিয়ে ‘হুমা’স কিচেন’। বাকি চার নারীরও উদ্যোক্তা হওয়া করোনার এই সময়ে।
গতকাল দুপুরে প্রদর্শনীস্থলে গিয়ে দেখা যায়, ২০ বাই ২০ ফুটের একটি কক্ষ। সেই কক্ষের ভেতরের চারপাশে নানা স্টল। কোনো স্টলে দেশীয় খাবার। কোনোটিতে শোভা পাচ্ছে নানা পদের গয়না। কোথাও রং-বেরঙের আলপনার পোশাক। মাঝখানে মাদুর বিছিয়ে চলছে গল্প-আড্ডা। সঙ্গে বিকিকিনি।
এই পাঁচ নারী উদ্যোক্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় ব্যস্ত। তাঁদেরই একজন মেহের নিগার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অবসরে কাজ করেন পোশাকের ডিজাইন নিয়ে। পোশাকের গায়ে আঁকেন নানা আলপনাও।
এমন ভিন্ন আয়োজনের কারণ জানতে চাইলে মেহের নিগার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করি, তাই ক্রেতার সঙ্গে সরাসরি কথা হয় না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাতের জন্যই এই আয়োজন।’
পুঁতির মালা গেঁথে গেঁথে নানা রকমের গয়না বানান তাজমিন ঝুমুর। তিনি বলেন, ‘কাঁচামাল কিনে নিজেই গয়না বানাই। বেশ সাড়া পাচ্ছি।’
ঘরোয়া পরিবেশে মেলা আয়োজনের পেছনের গল্প শোনান উদ্যোক্তারা। তাঁরা বলেন, ‘শুধু দেশীয় পণ্য নিয়ে কোনো মেলা চট্টগ্রামে হয়নি। আমরাই শুরু করলাম। সে জন্য চেয়েছি সেটি ঘরোয়া আমেজে করতে। কেননা তাতে আন্তরিকতা থাকবে।’
প্রদর্শনীতে পণ্য কিনতে নগরীর টেক্সটাইল এলাকা থেকে এসেছিলেন মাফরুহা জামান। এমন প্রদর্শনী দেখে বেশ উচ্ছ্বসিত এই নারী বলেন, ‘দেশীয় সব জিনিস নিয়ে এমন ভিন্নধর্মী মেলা আগে কখনো দেখিনি। শুধু দেশীয় বলে না। এখানকার সব পণ্যই ইউনিক।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে