নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বড় ক্ষতিই হয়ে গেল। প্রতিটি ম্যাচে গড়ে দুজন করে চোটে পড়েছে’—গতকাল বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর হতাশ কণ্ঠে এমনটাই বলেছিলেন এক নির্বাচক। সর্বশেষ দুই সফরে চোটে পড়েছেন বাংলাদেশ দলের সাত-আট ক্রিকেটার। এরই মধ্যে এশিয়া কাপ শেষ তিন খেলোয়াড়ের।
বড় টুর্নামেন্টের আগে দলের নিয়মিত ক্রিকেটারদের এমন চোটাঘাত চিন্তা বাড়াচ্ছে বিসিবির। গতকাল এশিয়া কাপের দল ঘোষণার কথা থাকলেও এখন সেটি আগামীকাল দুপুরে করার চিন্তাভাবনা বোর্ডের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু হাতে থাকা একটি কাগজ তুলে ধরে বলেছিলেন, ‘চোটের তালিকা এত বড় হয়েছে যে সেটা পড়ার জন্য হলেও পরশু (আগামীকাল) আপনাদের সামনে (সাংবাদিকদের) আসতে হবে।’
গত দুই সফরে চোটে পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। তাঁদের মধ্যে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন, সোহান ও রাব্বির। বাকিরা চোট থেকে সেরে ওঠায় তাঁদের ঘিরে আপাতত সংশয় নেই। তবে নিয়মিত ক্রিকেটারদের চোটাঘাতের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকজনের ছন্দ হারিয়ে ফেলা। আর তাতেই বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
গত বৃহস্পতিবার বোর্ড সভায় এশিয়া কাপের জন্য একটি দল তৈরি করে উপস্থাপন করেছিলেন নির্বাচকেরা। দুই দিন না যেতেই দলে একের পর এক চোটাঘাত আর ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সে নতুন করে দল নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবুয়েতেও রান না পাওয়ায় এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখার পক্ষে নন বিসিবির বেশির ভাগ কর্মকর্তা। লিটন-সোহান ছিটকে যাওয়ায় এখন সৌম্য সরকার ও সাব্বির রহমানকেও বিবেচনায় রাখার পরামর্শ তাঁদের। তবে উইন্ডিজে ‘এ’ দলের হয়ে নিজেদের প্রমাণ করতে হবে সৌম্য-সাব্বিরকে। গতকাল ওয়ানডে দলে যোগ দিতে উইন্ডিজে রওনাও দিয়েছেন দুজন।
৮ আগস্ট এশিয়া কাপের দল দেওয়ার কথা ছিল। সময় বাড়িয়ে ১১ আগস্ট দেওয়ার কথা জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গতকালও দল চূড়ান্ত না হওয়ায় ১৩ আগস্ট আনুষ্ঠানিক দল ঘোষণার কথা বলেছেন নির্বাচকেরা। দল ঘোষণা, অধিনায়ক নির্বাচন ও বোর্ডের কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গতকাল ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসেছিলেন বোর্ড পরিচালক ও নির্বাচকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘এশিয়া কাপ বড় ব্যাপার। দল গোছানো বড় ইস্যু ছিল।’
দল গোছানোর কাজটা দ্রুতই শেষ করতে হচ্ছে বিসিবিকে। আজ বিকেল ৫টায় দেশে ফিরবেন জিম্বাবুয়ে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা। গতকাল রাতে দেশে ফেরার বিমান ধরেছেন তাঁরা। ওয়ানডে দলের খেলোয়াড় হলেও তাঁদের কয়েকজন আছেন এশিয়া কাপের দলেও। দেশে ফিরে সপ্তাহখানেক ছুটি পাবেন তাঁরা। টুর্নামেন্ট শুরুর চার-পাঁচ দিন আগেই আমিরাতে চলে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
এবার এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গত চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। বর্তমান রানার্সআপও তারা। সাকিবের বিতর্কিত চুক্তি নিয়ে হইচই, দলে চোটের মিছিল, অধিনায়ক নির্বাচন, ছন্দ হারিয়ে ফেলা, জিম্বাবুয়ের কাছে টানা দুটি সিরিজ হারের হতাশা আর টুর্নামেন্টের কঠিন গ্রুপ—আরেকটি এশিয়া কাপ শুরুর আগেই অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।
‘ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বড় ক্ষতিই হয়ে গেল। প্রতিটি ম্যাচে গড়ে দুজন করে চোটে পড়েছে’—গতকাল বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর হতাশ কণ্ঠে এমনটাই বলেছিলেন এক নির্বাচক। সর্বশেষ দুই সফরে চোটে পড়েছেন বাংলাদেশ দলের সাত-আট ক্রিকেটার। এরই মধ্যে এশিয়া কাপ শেষ তিন খেলোয়াড়ের।
বড় টুর্নামেন্টের আগে দলের নিয়মিত ক্রিকেটারদের এমন চোটাঘাত চিন্তা বাড়াচ্ছে বিসিবির। গতকাল এশিয়া কাপের দল ঘোষণার কথা থাকলেও এখন সেটি আগামীকাল দুপুরে করার চিন্তাভাবনা বোর্ডের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু হাতে থাকা একটি কাগজ তুলে ধরে বলেছিলেন, ‘চোটের তালিকা এত বড় হয়েছে যে সেটা পড়ার জন্য হলেও পরশু (আগামীকাল) আপনাদের সামনে (সাংবাদিকদের) আসতে হবে।’
গত দুই সফরে চোটে পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। তাঁদের মধ্যে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন, সোহান ও রাব্বির। বাকিরা চোট থেকে সেরে ওঠায় তাঁদের ঘিরে আপাতত সংশয় নেই। তবে নিয়মিত ক্রিকেটারদের চোটাঘাতের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকজনের ছন্দ হারিয়ে ফেলা। আর তাতেই বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
গত বৃহস্পতিবার বোর্ড সভায় এশিয়া কাপের জন্য একটি দল তৈরি করে উপস্থাপন করেছিলেন নির্বাচকেরা। দুই দিন না যেতেই দলে একের পর এক চোটাঘাত আর ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সে নতুন করে দল নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবুয়েতেও রান না পাওয়ায় এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখার পক্ষে নন বিসিবির বেশির ভাগ কর্মকর্তা। লিটন-সোহান ছিটকে যাওয়ায় এখন সৌম্য সরকার ও সাব্বির রহমানকেও বিবেচনায় রাখার পরামর্শ তাঁদের। তবে উইন্ডিজে ‘এ’ দলের হয়ে নিজেদের প্রমাণ করতে হবে সৌম্য-সাব্বিরকে। গতকাল ওয়ানডে দলে যোগ দিতে উইন্ডিজে রওনাও দিয়েছেন দুজন।
৮ আগস্ট এশিয়া কাপের দল দেওয়ার কথা ছিল। সময় বাড়িয়ে ১১ আগস্ট দেওয়ার কথা জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গতকালও দল চূড়ান্ত না হওয়ায় ১৩ আগস্ট আনুষ্ঠানিক দল ঘোষণার কথা বলেছেন নির্বাচকেরা। দল ঘোষণা, অধিনায়ক নির্বাচন ও বোর্ডের কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গতকাল ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসেছিলেন বোর্ড পরিচালক ও নির্বাচকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘এশিয়া কাপ বড় ব্যাপার। দল গোছানো বড় ইস্যু ছিল।’
দল গোছানোর কাজটা দ্রুতই শেষ করতে হচ্ছে বিসিবিকে। আজ বিকেল ৫টায় দেশে ফিরবেন জিম্বাবুয়ে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা। গতকাল রাতে দেশে ফেরার বিমান ধরেছেন তাঁরা। ওয়ানডে দলের খেলোয়াড় হলেও তাঁদের কয়েকজন আছেন এশিয়া কাপের দলেও। দেশে ফিরে সপ্তাহখানেক ছুটি পাবেন তাঁরা। টুর্নামেন্ট শুরুর চার-পাঁচ দিন আগেই আমিরাতে চলে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
এবার এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গত চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। বর্তমান রানার্সআপও তারা। সাকিবের বিতর্কিত চুক্তি নিয়ে হইচই, দলে চোটের মিছিল, অধিনায়ক নির্বাচন, ছন্দ হারিয়ে ফেলা, জিম্বাবুয়ের কাছে টানা দুটি সিরিজ হারের হতাশা আর টুর্নামেন্টের কঠিন গ্রুপ—আরেকটি এশিয়া কাপ শুরুর আগেই অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে