নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে পুকুর, জলাশয় ও দিঘি ভরাট এবং জবরদখলের হিড়িক পড়েছে। এবার দখলদারের তালিকায় নাম উঠেছে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের। অভিযোগ রয়েছে, তিনি টানা চার রাত লোক দিয়ে ট্রাক ভরে বালু এনে নগরের ব্রাউন কম্পাউন্ডে একটি পুকুর ভরাট করেছেন।
শুধু শিরিনই নন, নগরীর কয়েকটি স্থানে সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতারা বালু ফেলে জলাশয় ভরাট করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে পুকুর ভরাটের বিষয়টি জানাজানি হলে শিরিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাঁর দল। গতকাল তাঁর দলীয় পদ স্থগিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টাদশ শতাব্দীতে বরিশালে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন পর্তুগিজ নাগরিক এমটি ব্রাউন। একসময় ওই এলাকার নাম হয় ব্রাউন কম্পাউন্ড। সেখানকার তিনটি পুকুর জনসাধারণের ব্যবহারের জন্য দান করে যান তাঁর স্ত্রী মিসেস ব্রাউন। এর পর থেকেই পুকুরগুলো ব্যবহার করে আসছেন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দারা।
সরেজমিনে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ডে ঘুরে দেখা গেছে, বালু ফেলার কারণে পুকুরটির এখন আর অস্তিত্ব নেই। সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে বিএনপি নেত্রী শিরিনের ১০ জন ওয়ারিশের নাম লেখা রয়েছে।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও তাঁর পরিবার পুকুরটি ভরাটের পাঁয়তারা চালান। যে কারণে ভরাট বন্ধে সিটি করপোরেশন সেখানে সাইনবোর্ডও সাঁটিয়ে দেয়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ৫ আগস্ট রাতে শিরিন ও তাঁর ভাই শহিদুল ইসলাম শামিম বালু ফেলে ভরাট শুরু করেন।
স্থানীয় বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক হুমায়ুন কবির বলেন, ওই এলাকায় এখন প্রতি শতাংশ জমির মূল্য ৫০ লাখ হলে পুকুরটির দাম হতে পারে প্রায় ১২ কোটি টাকা।
এ বিষয়ে জানতে শিরিনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘সাংগঠনিক টিমের সঙ্গে আছি। পরে কথা বলি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পরিবর্তনের সুযোগে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ভূমি অফিসের সামনে শতবর্ষী শীতারাম বসুর দিঘি, নথুল্লাবাদ এলাকার চৌহুতপুর দিঘি, ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুরের মুন্সিবাড়ি পুকুর, একই ওয়ার্ডের মাতব্বর বাড়ির দিঘি ভরাট চলছে।
বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, ‘এই অবস্থায় কী করি। পুলিশ নেই, ম্যাজিস্ট্রেট নেই। কী করে অভিযান করি। তারপরও ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিয়েছি।’
দলীয় পদ স্থগিত
এ ঘটনায় শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে পুকুর, জলাশয় ও দিঘি ভরাট এবং জবরদখলের হিড়িক পড়েছে। এবার দখলদারের তালিকায় নাম উঠেছে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের। অভিযোগ রয়েছে, তিনি টানা চার রাত লোক দিয়ে ট্রাক ভরে বালু এনে নগরের ব্রাউন কম্পাউন্ডে একটি পুকুর ভরাট করেছেন।
শুধু শিরিনই নন, নগরীর কয়েকটি স্থানে সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতারা বালু ফেলে জলাশয় ভরাট করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে পুকুর ভরাটের বিষয়টি জানাজানি হলে শিরিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাঁর দল। গতকাল তাঁর দলীয় পদ স্থগিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টাদশ শতাব্দীতে বরিশালে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন পর্তুগিজ নাগরিক এমটি ব্রাউন। একসময় ওই এলাকার নাম হয় ব্রাউন কম্পাউন্ড। সেখানকার তিনটি পুকুর জনসাধারণের ব্যবহারের জন্য দান করে যান তাঁর স্ত্রী মিসেস ব্রাউন। এর পর থেকেই পুকুরগুলো ব্যবহার করে আসছেন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দারা।
সরেজমিনে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ডে ঘুরে দেখা গেছে, বালু ফেলার কারণে পুকুরটির এখন আর অস্তিত্ব নেই। সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে বিএনপি নেত্রী শিরিনের ১০ জন ওয়ারিশের নাম লেখা রয়েছে।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও তাঁর পরিবার পুকুরটি ভরাটের পাঁয়তারা চালান। যে কারণে ভরাট বন্ধে সিটি করপোরেশন সেখানে সাইনবোর্ডও সাঁটিয়ে দেয়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ৫ আগস্ট রাতে শিরিন ও তাঁর ভাই শহিদুল ইসলাম শামিম বালু ফেলে ভরাট শুরু করেন।
স্থানীয় বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক হুমায়ুন কবির বলেন, ওই এলাকায় এখন প্রতি শতাংশ জমির মূল্য ৫০ লাখ হলে পুকুরটির দাম হতে পারে প্রায় ১২ কোটি টাকা।
এ বিষয়ে জানতে শিরিনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘সাংগঠনিক টিমের সঙ্গে আছি। পরে কথা বলি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পরিবর্তনের সুযোগে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ভূমি অফিসের সামনে শতবর্ষী শীতারাম বসুর দিঘি, নথুল্লাবাদ এলাকার চৌহুতপুর দিঘি, ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুরের মুন্সিবাড়ি পুকুর, একই ওয়ার্ডের মাতব্বর বাড়ির দিঘি ভরাট চলছে।
বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, ‘এই অবস্থায় কী করি। পুলিশ নেই, ম্যাজিস্ট্রেট নেই। কী করে অভিযান করি। তারপরও ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিয়েছি।’
দলীয় পদ স্থগিত
এ ঘটনায় শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে