ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিজেলের দাম বাড়ায় বেড়েছে ফসল আবাদের খরচ। এতে আমন মৌসুমে ধান রোপণের শুরুতেই বাড়তি খরচের বোঝা চেপেছে কৃষকের কাঁধে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, শ্রাবণের শেষের দিকে এসেও জমিতে সেচ দিয়ে অনেকে ধানের চারা রোপণ করছেন। কেউ কেউ রোপণ শেষ করলেও শুকিয়ে যাওয়া জমিতে বাড়তি খরচ করে সেচ দিচ্ছেন।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্ৰামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘পানির অভাবে সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে। কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও মজুরি চড়া। প্রতি বিঘা জমিতে চারা রোপণের জন্য শ্রমিকদের দেড় হাজার টাকা দিতে হচ্ছে। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে পাওয়ারটিলার মালিকেরা জমি চাষের টাকা বেশি নিচ্ছেন। এবারে প্রতি বিঘা জমিতে চারা রোপণ পর্যন্ত প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে।’
পশ্চিম ধনিরাম গ্ৰামের কৃষক মোকছেদুল হক বলেন, ‘পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে এক বিঘা জমিতে ধান চাষ করছি। বৃষ্টি নাই। জমিতে হালচাষে খরচ বেশি। শ্রমিকেরা মজুরি বেশি টাকা চাচ্ছে। তাই নিজের জমিতে নিজেই চারা রোপণ করছি।’
চন্দ্রখানা গ্রামের বাদশা সরকার বলেন, ‘আমি এবার তিন বিঘা জমিতে আমন চাষাবাদ করেছি। বৃষ্টির অভাবে খেতে নিয়মিত সেচ দিতে হচ্ছে। খেতের অবস্থা আপাতত ভালো। দু-এক দিনের মধ্যে জমিতে সার ও নিড়ানি দিতে হবে। শ্রমিক খরচ ও সারেরও দাম বেশি। এভাবে বেশি টাকা ব্যয় করে চাষাবাদ করলে লোকসান হতে পারে।’
উপজেলার শাহবাজার এলাকার পাওয়ারটিলার মালিক শাহ জালাল মিয়া ও বাদল সরকার বলেন, ‘বর্তমানে পাওয়ারটিলারের সব ধরনের যন্ত্রপাতির দাম বেড়েছে। তেল-মবিলের দামও অনেক বেশি। পাওয়ারটিলার চালকদের বেশি মজুরি দেওয়া লাগে। খুব খাটাখাটুনি করেও আমরা লাভের মুখ দেখতে পারি না।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, অনাবৃষ্টির কারণে সেচ দিয়ে চারা রোপণ করায় কৃষকদের বাড়তি খরচ হচ্ছে। তবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ, সুষম মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করলে এবং প্রাকৃতিক উপায়ে খেতের ফসল উৎপাদন করলে খরচ অনেকাংশে কমিয়ে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, ‘আমন মৌসুমে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। চাষাবাদের জন্য কৃষকদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের নিয়ে সভা করা হয়েছে। পাশাপাশি বাজার তদারকি করা হচ্ছে।’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিজেলের দাম বাড়ায় বেড়েছে ফসল আবাদের খরচ। এতে আমন মৌসুমে ধান রোপণের শুরুতেই বাড়তি খরচের বোঝা চেপেছে কৃষকের কাঁধে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, শ্রাবণের শেষের দিকে এসেও জমিতে সেচ দিয়ে অনেকে ধানের চারা রোপণ করছেন। কেউ কেউ রোপণ শেষ করলেও শুকিয়ে যাওয়া জমিতে বাড়তি খরচ করে সেচ দিচ্ছেন।
উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্ৰামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘পানির অভাবে সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে। কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও মজুরি চড়া। প্রতি বিঘা জমিতে চারা রোপণের জন্য শ্রমিকদের দেড় হাজার টাকা দিতে হচ্ছে। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে পাওয়ারটিলার মালিকেরা জমি চাষের টাকা বেশি নিচ্ছেন। এবারে প্রতি বিঘা জমিতে চারা রোপণ পর্যন্ত প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে।’
পশ্চিম ধনিরাম গ্ৰামের কৃষক মোকছেদুল হক বলেন, ‘পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে এক বিঘা জমিতে ধান চাষ করছি। বৃষ্টি নাই। জমিতে হালচাষে খরচ বেশি। শ্রমিকেরা মজুরি বেশি টাকা চাচ্ছে। তাই নিজের জমিতে নিজেই চারা রোপণ করছি।’
চন্দ্রখানা গ্রামের বাদশা সরকার বলেন, ‘আমি এবার তিন বিঘা জমিতে আমন চাষাবাদ করেছি। বৃষ্টির অভাবে খেতে নিয়মিত সেচ দিতে হচ্ছে। খেতের অবস্থা আপাতত ভালো। দু-এক দিনের মধ্যে জমিতে সার ও নিড়ানি দিতে হবে। শ্রমিক খরচ ও সারেরও দাম বেশি। এভাবে বেশি টাকা ব্যয় করে চাষাবাদ করলে লোকসান হতে পারে।’
উপজেলার শাহবাজার এলাকার পাওয়ারটিলার মালিক শাহ জালাল মিয়া ও বাদল সরকার বলেন, ‘বর্তমানে পাওয়ারটিলারের সব ধরনের যন্ত্রপাতির দাম বেড়েছে। তেল-মবিলের দামও অনেক বেশি। পাওয়ারটিলার চালকদের বেশি মজুরি দেওয়া লাগে। খুব খাটাখাটুনি করেও আমরা লাভের মুখ দেখতে পারি না।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, অনাবৃষ্টির কারণে সেচ দিয়ে চারা রোপণ করায় কৃষকদের বাড়তি খরচ হচ্ছে। তবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ, সুষম মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করলে এবং প্রাকৃতিক উপায়ে খেতের ফসল উৎপাদন করলে খরচ অনেকাংশে কমিয়ে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, ‘আমন মৌসুমে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। চাষাবাদের জন্য কৃষকদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের নিয়ে সভা করা হয়েছে। পাশাপাশি বাজার তদারকি করা হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে