হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে রাসেল নামের এক যুবকের বিরুদ্ধে। এ ছাড়া ছাত্রীর পরিবারের দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি ও বসতঘরে অগ্নিসংযোগ করেছেন রাসেল। এসব ঘটনায় প্রতিকার না পেয়ে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রীর পরিবার।
ভুক্তভোগী ছাত্রীর বাবা ৬ মার্চ রাসেল ও আরেকজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। ৫ মার্চ মধ্যরাতে ওই ছাত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম বেজগ্রামের রাসেল ও আরিফ।
জানা গেছে, ওই ছাত্রীকে রাসেল এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছেন। বিদ্যালয়ে, প্রাইভেটে যাওয়া ও আসার পথে রাসেল উত্ত্যক্ত করেন। এমনকি ছাত্রীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। এর একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন, এতে রাজি হয় না ছাত্রীর পরিবার। পরে রাসেল ছাত্রীর বাবাকে ফোনে নানা ধরনের হুমকি দেন। এরই মধ্যে ৫ মার্চ রাতে রাসেল ওই শিক্ষার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করে রাসেল। পরে বিয়ের প্রস্তাব দিলে না করে দেওয়া হয়। ফলে সে নানা ধরনের হুমকি-ধমকি দেয়। কিন্তু এ নিয়ে জনপ্রতিনিধি ও থানায় লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাইনি।’
এ বিষয়ে জানতে রাসেলের মোবাইলে ফোন কল করা হলে রিসিভ করে বলেন, ‘রাসেল নাই।’ এরপর আর কোনো কথা বলেননি। আবারও কল করা হলে রিসিভ করে রেখে দেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
লালমনিরহাটের হাতীবান্ধায় নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে রাসেল নামের এক যুবকের বিরুদ্ধে। এ ছাড়া ছাত্রীর পরিবারের দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি ও বসতঘরে অগ্নিসংযোগ করেছেন রাসেল। এসব ঘটনায় প্রতিকার না পেয়ে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ওই ছাত্রীর পরিবার।
ভুক্তভোগী ছাত্রীর বাবা ৬ মার্চ রাসেল ও আরেকজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। ৫ মার্চ মধ্যরাতে ওই ছাত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম বেজগ্রামের রাসেল ও আরিফ।
জানা গেছে, ওই ছাত্রীকে রাসেল এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছেন। বিদ্যালয়ে, প্রাইভেটে যাওয়া ও আসার পথে রাসেল উত্ত্যক্ত করেন। এমনকি ছাত্রীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। এর একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন, এতে রাজি হয় না ছাত্রীর পরিবার। পরে রাসেল ছাত্রীর বাবাকে ফোনে নানা ধরনের হুমকি দেন। এরই মধ্যে ৫ মার্চ রাতে রাসেল ওই শিক্ষার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সংবাদ সম্মেলনে ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করে রাসেল। পরে বিয়ের প্রস্তাব দিলে না করে দেওয়া হয়। ফলে সে নানা ধরনের হুমকি-ধমকি দেয়। কিন্তু এ নিয়ে জনপ্রতিনিধি ও থানায় লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাইনি।’
এ বিষয়ে জানতে রাসেলের মোবাইলে ফোন কল করা হলে রিসিভ করে বলেন, ‘রাসেল নাই।’ এরপর আর কোনো কথা বলেননি। আবারও কল করা হলে রিসিভ করে রেখে দেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে