নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রুতার জেরে ২ একর ৪১ শতক জমির ধানের বীজতলা, কলাগাছ ও সরিষার খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে গ্রামের নুরুন্নবী ও আবদুল লতিফের ওই জমির ৩০টি ইউক্যালিপটাস গাছ, বোরোর বীজতলা, কলাগাছ ও সরিষার খেত আবদুর রাজ্জাক, শরিফ, লুৎফর রহমান, মোতালেবসহ আরও ২০-২৫ জন নষ্ট করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ বলেন, ‘নুরুন্নবী ও আবদুল লতিফের জমিতে এ ধরনের ঘটনা ঘটবে তা চিন্তা করতে পারিনি। এ ঘটনায় তাঁদের বড় ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’
ভুক্তভোগী জমির মালিক নুরুন্নবী বলেন, ‘১৯৬৩ সালে জমিটি নিয়ে মামলা শুরু হয়। ১৯৯৩ সালে কোর্টের রায়ে জমি আমাদের বুঝে দেয়। কিন্তু হঠাৎ করে এ কেমন শত্রুতা, তা বুঝে উঠতে পারলাম না। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’
অভিযুক্ত আবদুর রাজ্জাক বলেন, একটা সময় পাড়ার সবাই ওই জমিতে খেলাধুলা করত। এখন পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই জমির সবকিছু কেটে ফেলা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রুতার জেরে ২ একর ৪১ শতক জমির ধানের বীজতলা, কলাগাছ ও সরিষার খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে গ্রামের নুরুন্নবী ও আবদুল লতিফের ওই জমির ৩০টি ইউক্যালিপটাস গাছ, বোরোর বীজতলা, কলাগাছ ও সরিষার খেত আবদুর রাজ্জাক, শরিফ, লুৎফর রহমান, মোতালেবসহ আরও ২০-২৫ জন নষ্ট করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ বলেন, ‘নুরুন্নবী ও আবদুল লতিফের জমিতে এ ধরনের ঘটনা ঘটবে তা চিন্তা করতে পারিনি। এ ঘটনায় তাঁদের বড় ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’
ভুক্তভোগী জমির মালিক নুরুন্নবী বলেন, ‘১৯৬৩ সালে জমিটি নিয়ে মামলা শুরু হয়। ১৯৯৩ সালে কোর্টের রায়ে জমি আমাদের বুঝে দেয়। কিন্তু হঠাৎ করে এ কেমন শত্রুতা, তা বুঝে উঠতে পারলাম না। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’
অভিযুক্ত আবদুর রাজ্জাক বলেন, একটা সময় পাড়ার সবাই ওই জমিতে খেলাধুলা করত। এখন পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই জমির সবকিছু কেটে ফেলা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে