আনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর)
অনলাইন তালিকা প্রস্তুত না হওয়ায় যশোরের মনিরামপুরে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল পাননি খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত প্রায় সাড়ে ছয় হাজার কার্ডধারী। চলতি মাসেও তাঁদের চাল পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা খাদ্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে দুস্থ এসব ব্যক্তি চাল পাননি।
তবে এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহার দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরোধের কারণে সঠিক সময়ে তালিকা প্রস্তুতে সমস্যা হয়েছে।
উপজেলা খাদ্য দপ্তরের তথ্যমতে, উপজেলার ১৭ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ হাজার ৪১৯ জন উপকারভোগী রয়েছেন। খাদ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ভুয়া, মৃত, সচ্ছল ও প্রবাসী কার্ডধারীদের নাম বাদ দিয়ে নতুন নাম যুক্ত করতে গত এপ্রিলে একটি নির্দেশনা আসে। এরপর সভা করে চেয়ারম্যানদের তালিকা সংশোধনের জন্য বলা হয়। সভায় মোট তালিকার ১০ শতাংশ সংশোধনের জন্য বলা হলেও কোনো কোনো ইউনিয়নের চেয়ারম্যান অর্ধেক নাম বাদ দিয়ে নতুন নাম ঢুকিয়ে তালিকা জমা দিয়েছেন, যা উপজেলা কমিটির অনুমোদন পায়নি।
জানা গেছে, কয়েকজন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে প্রকৃত দুস্থদের নাম বাদ দিয়ে নিজের অনুসারীদের নাম তালিকাভুক্ত করেছেন। কিছু ইউপিতে আবার সদস্যদের বাদ রেখে চেয়ারম্যান নিজের মতো অনুসারীদের নাম তালিকাভুক্ত করেছেন। এসব নিয়ে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ফলে তালিকা প্রস্তুতে দেরি হয়েছে।
মামুদকাটি গ্রামের খলিলুর রহমান বলেন, ‘আমি নৈশপ্রহরীর কাজ করি। আমার কার্ড রয়েছে। গত দুই মাস আমি চাল পাইনি। পরিবেশক বলেছেন, তালিকায় আমার নাম নেই।’ খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘কিছু কার্ড বাদ পড়েছে। তা সংশোধন করে গত সপ্তাহে উপজেলায় জমা দিয়েছি। খলিলুর রহমান আঙুলের ছাপ দিতে পরিষদে আসেননি। এ জন্য তাঁর নাম বাদ পড়তে পারে। তিনি যোগ্য হলে তাঁকে অন্যভাবে সহায়তা করা হবে।’
খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘ভাতাভোগীদের যে তালিকা আছে, তা উদ্যোক্তাদের দিয়ে যাচাই করে চেয়ারম্যানরা আমাদের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু অনেক চেয়ারম্যান নিয়মনীতি না মেনে ইচ্ছেমতো তালিকা সংশোধন করে জমা দিয়েছেন, যা সভায় অনুমোদন পায়নি। পরে আবার তাঁদের কাছে সংশোধনী তালিকা চাওয়া হয়েছে। সে তালিকা সময়মতো না পাওয়ায় অনেকে চাল পাননি।’ ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, ‘আমরা সেপ্টেম্বরে ১৬ হাজার ১৯ জনকে এবং অক্টোবর ১৬ হাজার ৯৪৯ জনকে চাল দিয়েছি। নানা কারণে ৬ হাজার ৪৭০টি কার্ড বাতিল করা হয়েছে। এ কার্ডের পরিবর্তে নতুন নাম দেওয়ার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে।’
ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, ‘গতকাল দুপুর পর্যন্ত ছয়টি ইউনিয়নের সংশোধিত তালিকা পেয়েছি। বাকিদের তাগিদ দেওয়া হচ্ছে। আগামী ১৫ তারিখের মধ্যে শতভাগ কার্ডধারীকে চাল দিতে পারব বলে আশা করছি।’
এদিকে তালিকা সংশোধনের জটিলতায় উপজেলার কাশিমনগর ইউনিয়নে এক হাজার উপকারভোগীর কেউ সেপ্টেম্বর মাসের চাল পাননি।
অনলাইন তালিকা প্রস্তুত না হওয়ায় যশোরের মনিরামপুরে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল পাননি খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত প্রায় সাড়ে ছয় হাজার কার্ডধারী। চলতি মাসেও তাঁদের চাল পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা খাদ্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে দুস্থ এসব ব্যক্তি চাল পাননি।
তবে এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহার দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরোধের কারণে সঠিক সময়ে তালিকা প্রস্তুতে সমস্যা হয়েছে।
উপজেলা খাদ্য দপ্তরের তথ্যমতে, উপজেলার ১৭ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ হাজার ৪১৯ জন উপকারভোগী রয়েছেন। খাদ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ভুয়া, মৃত, সচ্ছল ও প্রবাসী কার্ডধারীদের নাম বাদ দিয়ে নতুন নাম যুক্ত করতে গত এপ্রিলে একটি নির্দেশনা আসে। এরপর সভা করে চেয়ারম্যানদের তালিকা সংশোধনের জন্য বলা হয়। সভায় মোট তালিকার ১০ শতাংশ সংশোধনের জন্য বলা হলেও কোনো কোনো ইউনিয়নের চেয়ারম্যান অর্ধেক নাম বাদ দিয়ে নতুন নাম ঢুকিয়ে তালিকা জমা দিয়েছেন, যা উপজেলা কমিটির অনুমোদন পায়নি।
জানা গেছে, কয়েকজন নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে প্রকৃত দুস্থদের নাম বাদ দিয়ে নিজের অনুসারীদের নাম তালিকাভুক্ত করেছেন। কিছু ইউপিতে আবার সদস্যদের বাদ রেখে চেয়ারম্যান নিজের মতো অনুসারীদের নাম তালিকাভুক্ত করেছেন। এসব নিয়ে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ফলে তালিকা প্রস্তুতে দেরি হয়েছে।
মামুদকাটি গ্রামের খলিলুর রহমান বলেন, ‘আমি নৈশপ্রহরীর কাজ করি। আমার কার্ড রয়েছে। গত দুই মাস আমি চাল পাইনি। পরিবেশক বলেছেন, তালিকায় আমার নাম নেই।’ খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘কিছু কার্ড বাদ পড়েছে। তা সংশোধন করে গত সপ্তাহে উপজেলায় জমা দিয়েছি। খলিলুর রহমান আঙুলের ছাপ দিতে পরিষদে আসেননি। এ জন্য তাঁর নাম বাদ পড়তে পারে। তিনি যোগ্য হলে তাঁকে অন্যভাবে সহায়তা করা হবে।’
খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘ভাতাভোগীদের যে তালিকা আছে, তা উদ্যোক্তাদের দিয়ে যাচাই করে চেয়ারম্যানরা আমাদের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু অনেক চেয়ারম্যান নিয়মনীতি না মেনে ইচ্ছেমতো তালিকা সংশোধন করে জমা দিয়েছেন, যা সভায় অনুমোদন পায়নি। পরে আবার তাঁদের কাছে সংশোধনী তালিকা চাওয়া হয়েছে। সে তালিকা সময়মতো না পাওয়ায় অনেকে চাল পাননি।’ ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, ‘আমরা সেপ্টেম্বরে ১৬ হাজার ১৯ জনকে এবং অক্টোবর ১৬ হাজার ৯৪৯ জনকে চাল দিয়েছি। নানা কারণে ৬ হাজার ৪৭০টি কার্ড বাতিল করা হয়েছে। এ কার্ডের পরিবর্তে নতুন নাম দেওয়ার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে।’
ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, ‘গতকাল দুপুর পর্যন্ত ছয়টি ইউনিয়নের সংশোধিত তালিকা পেয়েছি। বাকিদের তাগিদ দেওয়া হচ্ছে। আগামী ১৫ তারিখের মধ্যে শতভাগ কার্ডধারীকে চাল দিতে পারব বলে আশা করছি।’
এদিকে তালিকা সংশোধনের জটিলতায় উপজেলার কাশিমনগর ইউনিয়নে এক হাজার উপকারভোগীর কেউ সেপ্টেম্বর মাসের চাল পাননি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে