জসিম উদ্দিন, নীলফামারী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) ভরাডুবি হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর এবার দ্বাদশ সংসদ নির্বাচনে জেলার সব কটি আসন হাতছাড়া হলো জাপার। এর মধ্যে এবার নীলফামারী-২ আসনে জাপার মনোনীত প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এমন ভরাডুবির জন্য সরকারের লেজুড়বৃত্তি, দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন এবং নির্বাচিত হয়ে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ না রাখায় এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন রাজনীতিসংশ্লিষ্টরা।
জাতীয় পার্টির একটি সূত্রে জানা গেছে, একসময় জেলার রাজনীতিতে জাতীয় পার্টির প্রভাব ছিল। এরশাদের পতনের পরও ১৯৯৬ সালের নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে তিনটিই ছিল জাপার দখলে। ২০০১ সালের নির্বাচনে হাতছাড়া হয়ে যায় সব কটি আসন। এরপর ২০০৮ সালে দুটি, ২০১৪ সালে একটি এবং ২০১৮ সালের নির্বাচনে দুটি আসনে নির্বাচিত হন লাঙ্গলের প্রার্থী।
জাতীয় পার্টির ভরাডুবির নেপথ্যে: জেলার চারটি আসনেই জাতীয় পাটির ভরাডুবির কারণ হিসেবে স্থানীয় নেতা-কর্মীরা বলেন, এসব আসন থেকে এর আগে যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাঁরা দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। এ ছাড়া নির্বাচিত হওয়ার পর এলাকায় না আসা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় সাধারণ ভোটাররা মুখ ফিরে নিয়েছেন। সর্বোপরি দলটি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে থাকার কারণে গৃহপালিত দলের উপাধি পাওয়ায় জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করেছে।
সৈয়দপুর শহরে বসবাসরত কলেজশিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এরশাদ মারা যাওয়ার পর দলটির প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। সরকারের লেজুড়বৃত্তি রাজনীতি ও দালালি করায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছেও দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে এবারের নির্বাচনে জেলার চারটি আসনে ভরাডুবি হয়েছে।’
নীলফামারী জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আব্দুল হান্নান বলেন, ‘জাতীয় পার্টি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সঙ্গে জোট করার কারণে অনেকে মনে করেন জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত দল। যাঁরা সংসদ সদস্য ছিলেন তাঁরা এলাকায় কম এসেছেন এবং দলীয় কোন্দল আমাদের ফল বিপর্যয়ের মূল কারণ।’
তবে জাপার প্রার্থীদের ভরাডুবি হয়েছে এমনটি বলতে নারাজ জাপার জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, ‘আমাদের প্রার্থীরা সম্মানজনক ভোট পেয়েছেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) ভরাডুবি হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর এবার দ্বাদশ সংসদ নির্বাচনে জেলার সব কটি আসন হাতছাড়া হলো জাপার। এর মধ্যে এবার নীলফামারী-২ আসনে জাপার মনোনীত প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এমন ভরাডুবির জন্য সরকারের লেজুড়বৃত্তি, দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন এবং নির্বাচিত হয়ে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ না রাখায় এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন রাজনীতিসংশ্লিষ্টরা।
জাতীয় পার্টির একটি সূত্রে জানা গেছে, একসময় জেলার রাজনীতিতে জাতীয় পার্টির প্রভাব ছিল। এরশাদের পতনের পরও ১৯৯৬ সালের নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে তিনটিই ছিল জাপার দখলে। ২০০১ সালের নির্বাচনে হাতছাড়া হয়ে যায় সব কটি আসন। এরপর ২০০৮ সালে দুটি, ২০১৪ সালে একটি এবং ২০১৮ সালের নির্বাচনে দুটি আসনে নির্বাচিত হন লাঙ্গলের প্রার্থী।
জাতীয় পার্টির ভরাডুবির নেপথ্যে: জেলার চারটি আসনেই জাতীয় পাটির ভরাডুবির কারণ হিসেবে স্থানীয় নেতা-কর্মীরা বলেন, এসব আসন থেকে এর আগে যাঁরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাঁরা দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। এ ছাড়া নির্বাচিত হওয়ার পর এলাকায় না আসা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় সাধারণ ভোটাররা মুখ ফিরে নিয়েছেন। সর্বোপরি দলটি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে থাকার কারণে গৃহপালিত দলের উপাধি পাওয়ায় জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করেছে।
সৈয়দপুর শহরে বসবাসরত কলেজশিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এরশাদ মারা যাওয়ার পর দলটির প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। সরকারের লেজুড়বৃত্তি রাজনীতি ও দালালি করায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছেও দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে এবারের নির্বাচনে জেলার চারটি আসনে ভরাডুবি হয়েছে।’
নীলফামারী জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আব্দুল হান্নান বলেন, ‘জাতীয় পার্টি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সঙ্গে জোট করার কারণে অনেকে মনে করেন জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত দল। যাঁরা সংসদ সদস্য ছিলেন তাঁরা এলাকায় কম এসেছেন এবং দলীয় কোন্দল আমাদের ফল বিপর্যয়ের মূল কারণ।’
তবে জাপার প্রার্থীদের ভরাডুবি হয়েছে এমনটি বলতে নারাজ জাপার জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, ‘আমাদের প্রার্থীরা সম্মানজনক ভোট পেয়েছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে