কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর ক্লিনিকের সংস্কারকাজ শেষ হতে না হতেই টাইলস উঠে গেছে। অন্যান্য কাজও নিম্নমানের হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে ক্লিনিক কর্তৃপক্ষ।
সরেজমিনে হেলাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হেলাপুর কমিউনিটি ক্লিনিকটি পুনঃসংস্কারে সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কাজ শুরু করে। কাজের মধ্যে ছিল ক্লিনিক ভবনের রং করা, ইলেকট্রিক, স্যানিটারি, ফ্লোর, দেয়াল ও বাথরুম টাইলস, দরজা-জানালা মেরামত, ভবনের ছাদে নেট ফেডেন স্টোনসহ পুরো ক্লিনিককে ব্যবহার উপযোগী করা।
ক্লিনিকের দায়িত্বরত হেলথ প্রোভাইডার তাহমিনা ওয়াহিদ বলেন, ফলস ছাদে যে পরিমাণ ফিটনেস দেওয়ার কথা ছিল, তা পরিমাণমতো দেওয়া হয়নি। ভবনের রং ঠিকমতো করা হয়নি। পুরোনো ভবনের রং করা দেয়াল থেকে রং না ছাড়িয়ে কোনো ধরনের ক্লিপিং ছাড়াই সামান্য সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি দিয়ে টাইলস লাগানো হয়। ফলে এক মাসের মাথায় মেঝে ও দেয়ালের টাইলস উঠে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ক্লিনিকের সংস্কারকাজের মান খুবই খারাপ। পরিমাণমতো সিমেন্ট না দিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করে টাইলস লাগানোর কারণে তা উঠে গেছে। এ কারণে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।
কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সঠিকভাবে কাজ করেছি। কেউ যদি ইচ্ছে করে টাইলস তুলে নেয়, তাহলে আমি কী করব? কাজের জন্য আমার এক বছরের সিকিউরিটি জমা আছে। অনিয়ম হলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি দেখবে। কোনো অনিয়ম হলে আমি অবশ্যই তা মেরামত করে দেব।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস আক্তার বলেন, ‘পুনঃসংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতাও পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘কাজ বন্ধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে। সরেজমিনে ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজে কোনো অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর ক্লিনিকের সংস্কারকাজ শেষ হতে না হতেই টাইলস উঠে গেছে। অন্যান্য কাজও নিম্নমানের হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে ক্লিনিক কর্তৃপক্ষ।
সরেজমিনে হেলাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হেলাপুর কমিউনিটি ক্লিনিকটি পুনঃসংস্কারে সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কাজ শুরু করে। কাজের মধ্যে ছিল ক্লিনিক ভবনের রং করা, ইলেকট্রিক, স্যানিটারি, ফ্লোর, দেয়াল ও বাথরুম টাইলস, দরজা-জানালা মেরামত, ভবনের ছাদে নেট ফেডেন স্টোনসহ পুরো ক্লিনিককে ব্যবহার উপযোগী করা।
ক্লিনিকের দায়িত্বরত হেলথ প্রোভাইডার তাহমিনা ওয়াহিদ বলেন, ফলস ছাদে যে পরিমাণ ফিটনেস দেওয়ার কথা ছিল, তা পরিমাণমতো দেওয়া হয়নি। ভবনের রং ঠিকমতো করা হয়নি। পুরোনো ভবনের রং করা দেয়াল থেকে রং না ছাড়িয়ে কোনো ধরনের ক্লিপিং ছাড়াই সামান্য সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি দিয়ে টাইলস লাগানো হয়। ফলে এক মাসের মাথায় মেঝে ও দেয়ালের টাইলস উঠে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ক্লিনিকের সংস্কারকাজের মান খুবই খারাপ। পরিমাণমতো সিমেন্ট না দিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করে টাইলস লাগানোর কারণে তা উঠে গেছে। এ কারণে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।
কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সঠিকভাবে কাজ করেছি। কেউ যদি ইচ্ছে করে টাইলস তুলে নেয়, তাহলে আমি কী করব? কাজের জন্য আমার এক বছরের সিকিউরিটি জমা আছে। অনিয়ম হলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি দেখবে। কোনো অনিয়ম হলে আমি অবশ্যই তা মেরামত করে দেব।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস আক্তার বলেন, ‘পুনঃসংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতাও পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘কাজ বন্ধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে। সরেজমিনে ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজে কোনো অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে