বিনোদন প্রতিবেদক, ঢাকা
চঞ্চল চৌধুরীর প্রিয় জায়গা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। তাঁর মতে, ভালো গল্প, বড় বাজেট, নির্মাণে নতুনত্ব এখানেই বেশি মেলে। এমন মত এখন প্রায় সব পরিচালক অভিনয়শিল্পীরই। ‘কন্ট্রাক্ট’, ‘মুন্সিগিরি’, ‘বলি’, ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’ ওয়েব কনটেন্টে অভিনয় করে সারা বছর চঞ্চল ছিলেন আলোচনায়। বছর শেষেও ব্যস্ত ওয়েব সিরিজ নিয়েই।
হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন নির্মাণ করছেন ওয়েব সিরিজ। সিরিজটি প্রচার করবে চরকি। এতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করবেন চঞ্চল। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন চলতি বছরেই ওটিটিতে নাম লিখিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে দারুণ অভিনয় করেছেন তিনি। জি ফাইভের ওয়েব সিরিজটি দুই বাংলাতেই প্রশংসিত হয়েছে। তবে দুই বাংলায় এই বছর সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটিতে মোশাররফ করিমের প্রশংসা দুই বাংলায় মিলেছে সমানে। পরিচালককে ফোন করে ভূয়সী প্রশংসা করেছেন ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
হইচইয়ের জন্য নিপুণের নির্মাণ ‘কষ্টনীড়’ নিয়েও বলতে হয় আলাদাভাবে। ওয়েব সিরিজ মানেই গালাগালি, বোল্ড—এই ধারণা বদলে যায় পারিবারিক গল্পের কষ্টনীড় দেখলে। এ বছর এপার বাংলা ওপার বাংলা ওয়েব কনটেন্ট নির্মাণ করেছে হাতে হাত ধরে। হইচই, জি ফাইভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটা বড় টার্গেট অডিয়েন্স এখন বাংলাদেশে। ওপার বাংলা থেকে এই বাংলাতেও আলোচনা ফেলেছে ‘মন্দার’, ‘একেন বাবু’, ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘বিরহী’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজগুলো। সৃজিত মুখার্জি ভরসা পাচ্ছেন এপার বাংলার বাঁধনদের ওপর। প্লাটফর্মগুলোর আরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশি অভিনয়শিল্পী-পরিচালকদের নিয়ে।
কলকাতার সঙ্গে এই বাংলা থেকে লড়াইটা যেন একাই লড়ছে প্ল্যাটফর্ম ‘চরকি’। নিয়মিত কনটেন্ট প্রচার করছে, যেটা সবচেয়ে সাধুবাদের জায়গা। এই বাংলায় এখন পর্যন্ত এমন নিয়ম করে ওটিটি কনটেন্ট কেউ নির্মাণ করেনি। ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আয়রন ম্যান’-এর মতো প্রশংসিত ওয়েব কনটেন্ট উপহার দিয়েছে এই প্ল্যাটফর্ম। চরকির সুবাদে সারা বছর দেখা মিলেছে অভিনেতা ইন্তেখাব দিনারের নতুন নতুন রূপ। যদি ওয়েব কনটেন্টে অভিনেতাদের হিসেব করা হয় তাহলে তিনি নানারূপে চমক দেখিয়েছেন। শ্যামল মাওলাও ওটিটির গুরুত্বপূর্ণ অভিনেতা।
টেলিভিশন-ইউটিউবে তুমুল জনপ্রিয় আফরান নিশো ও অপূর্বকেও পাওয়া গেছে ওটিটিতে। অপূর্ব আলোচনায় ছিলেন ‘যদি কিন্তু তবুও’, ‘ট্রল’-এর জন্য। আফরান নিশো আলোচিত ‘মরীচিকা’র জন্য। বাংলাদেশের সাড়া জাগানো আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গবিডি’। তবে এই প্ল্যাটফর্ম নতুন-পুরোনো ছবি মুক্তির দিকেই বেশি নজর দিয়েছে। নতুন কনটেন্ট নির্মাণে প্রশংসনীয় প্রজেক্টটা ছিল ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। ২০২০ সালের ৭টি জনপ্রিয় বই থেকে ৭টি ওয়েব ফিল্ম নির্মাণ করা হয়েছে। ফিল্মগুলো আলোচনায় ছিল। ওয়েব প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ হয়েছে তিন পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়রীজ’। সামির আহমেদের পরিচালনায় সিরিজটি আলোচনা তৈরি করেছিল। কিন্তু ‘বায়োস্কোপ’ কিংবা ‘বঙ্গ’তে নতুন কনটেন্ট নির্মাণ হয়েছে হাতে গোনা। যেমনটা এই বছর ‘সিনেমাটিক’, ‘বিঞ্জ’-এর মতো দেশীয় প্ল্যাটফর্মগুলো থেকে আরও প্রত্যাশা ছিল। হাতে গোনা কয়েকটি কনটেন্ট নির্মাণ করে মানুষের মনে নিজেদের নামটা স্থায়ী করতে পারেনি এসব প্ল্যাটফর্ম।
ওটিটির সম্ভাবনাময় দুনিয়ায় অনেকেই পা রাখছে। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবও লক্ষ করা যাচ্ছে। সেটা নির্মাণ, প্রচারণা, মুক্তি কিংবা আয়—সবকিছু যেন এলোমেলো। করোনায় ঘরে থেকে হাতের মুঠোয় নতুন কনটেন্ট পাওয়ার বাস্তবতা হোক কিংবা স্বাধীনভাবে গল্প নির্মাণের সুযোগ—অনেক কিছুরই দ্বার উন্মোচন করছে ওটিটি। ইন্তেখাব দিনার, শ্যামল মাওলাদের মতো পরীক্ষিত অভিনয়শিল্পীদের প্রাণ নিয়ে এসেছে ওটিটি। নতুন দিনের পরিচালকেরা বড় বাজেট পাচ্ছেন নির্মাণে। ভালো গল্পের নির্মাণ পেলে বরাবরই দর্শক লুফে নিয়েছে, নেবে।
সালতামামির অন্যান্য আয়োজন:
চঞ্চল চৌধুরীর প্রিয় জায়গা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। তাঁর মতে, ভালো গল্প, বড় বাজেট, নির্মাণে নতুনত্ব এখানেই বেশি মেলে। এমন মত এখন প্রায় সব পরিচালক অভিনয়শিল্পীরই। ‘কন্ট্রাক্ট’, ‘মুন্সিগিরি’, ‘বলি’, ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’ ওয়েব কনটেন্টে অভিনয় করে সারা বছর চঞ্চল ছিলেন আলোচনায়। বছর শেষেও ব্যস্ত ওয়েব সিরিজ নিয়েই।
হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন নির্মাণ করছেন ওয়েব সিরিজ। সিরিজটি প্রচার করবে চরকি। এতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করবেন চঞ্চল। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন চলতি বছরেই ওটিটিতে নাম লিখিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে দারুণ অভিনয় করেছেন তিনি। জি ফাইভের ওয়েব সিরিজটি দুই বাংলাতেই প্রশংসিত হয়েছে। তবে দুই বাংলায় এই বছর সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটিতে মোশাররফ করিমের প্রশংসা দুই বাংলায় মিলেছে সমানে। পরিচালককে ফোন করে ভূয়সী প্রশংসা করেছেন ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
হইচইয়ের জন্য নিপুণের নির্মাণ ‘কষ্টনীড়’ নিয়েও বলতে হয় আলাদাভাবে। ওয়েব সিরিজ মানেই গালাগালি, বোল্ড—এই ধারণা বদলে যায় পারিবারিক গল্পের কষ্টনীড় দেখলে। এ বছর এপার বাংলা ওপার বাংলা ওয়েব কনটেন্ট নির্মাণ করেছে হাতে হাত ধরে। হইচই, জি ফাইভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটা বড় টার্গেট অডিয়েন্স এখন বাংলাদেশে। ওপার বাংলা থেকে এই বাংলাতেও আলোচনা ফেলেছে ‘মন্দার’, ‘একেন বাবু’, ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘বিরহী’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজগুলো। সৃজিত মুখার্জি ভরসা পাচ্ছেন এপার বাংলার বাঁধনদের ওপর। প্লাটফর্মগুলোর আরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশি অভিনয়শিল্পী-পরিচালকদের নিয়ে।
কলকাতার সঙ্গে এই বাংলা থেকে লড়াইটা যেন একাই লড়ছে প্ল্যাটফর্ম ‘চরকি’। নিয়মিত কনটেন্ট প্রচার করছে, যেটা সবচেয়ে সাধুবাদের জায়গা। এই বাংলায় এখন পর্যন্ত এমন নিয়ম করে ওটিটি কনটেন্ট কেউ নির্মাণ করেনি। ‘ঊনলৌকিক’, ‘জাগো বাহে’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আয়রন ম্যান’-এর মতো প্রশংসিত ওয়েব কনটেন্ট উপহার দিয়েছে এই প্ল্যাটফর্ম। চরকির সুবাদে সারা বছর দেখা মিলেছে অভিনেতা ইন্তেখাব দিনারের নতুন নতুন রূপ। যদি ওয়েব কনটেন্টে অভিনেতাদের হিসেব করা হয় তাহলে তিনি নানারূপে চমক দেখিয়েছেন। শ্যামল মাওলাও ওটিটির গুরুত্বপূর্ণ অভিনেতা।
টেলিভিশন-ইউটিউবে তুমুল জনপ্রিয় আফরান নিশো ও অপূর্বকেও পাওয়া গেছে ওটিটিতে। অপূর্ব আলোচনায় ছিলেন ‘যদি কিন্তু তবুও’, ‘ট্রল’-এর জন্য। আফরান নিশো আলোচিত ‘মরীচিকা’র জন্য। বাংলাদেশের সাড়া জাগানো আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গবিডি’। তবে এই প্ল্যাটফর্ম নতুন-পুরোনো ছবি মুক্তির দিকেই বেশি নজর দিয়েছে। নতুন কনটেন্ট নির্মাণে প্রশংসনীয় প্রজেক্টটা ছিল ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেজড অন বুকস’। ২০২০ সালের ৭টি জনপ্রিয় বই থেকে ৭টি ওয়েব ফিল্ম নির্মাণ করা হয়েছে। ফিল্মগুলো আলোচনায় ছিল। ওয়েব প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ হয়েছে তিন পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়রীজ’। সামির আহমেদের পরিচালনায় সিরিজটি আলোচনা তৈরি করেছিল। কিন্তু ‘বায়োস্কোপ’ কিংবা ‘বঙ্গ’তে নতুন কনটেন্ট নির্মাণ হয়েছে হাতে গোনা। যেমনটা এই বছর ‘সিনেমাটিক’, ‘বিঞ্জ’-এর মতো দেশীয় প্ল্যাটফর্মগুলো থেকে আরও প্রত্যাশা ছিল। হাতে গোনা কয়েকটি কনটেন্ট নির্মাণ করে মানুষের মনে নিজেদের নামটা স্থায়ী করতে পারেনি এসব প্ল্যাটফর্ম।
ওটিটির সম্ভাবনাময় দুনিয়ায় অনেকেই পা রাখছে। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবও লক্ষ করা যাচ্ছে। সেটা নির্মাণ, প্রচারণা, মুক্তি কিংবা আয়—সবকিছু যেন এলোমেলো। করোনায় ঘরে থেকে হাতের মুঠোয় নতুন কনটেন্ট পাওয়ার বাস্তবতা হোক কিংবা স্বাধীনভাবে গল্প নির্মাণের সুযোগ—অনেক কিছুরই দ্বার উন্মোচন করছে ওটিটি। ইন্তেখাব দিনার, শ্যামল মাওলাদের মতো পরীক্ষিত অভিনয়শিল্পীদের প্রাণ নিয়ে এসেছে ওটিটি। নতুন দিনের পরিচালকেরা বড় বাজেট পাচ্ছেন নির্মাণে। ভালো গল্পের নির্মাণ পেলে বরাবরই দর্শক লুফে নিয়েছে, নেবে।
সালতামামির অন্যান্য আয়োজন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে