কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশাল আকারের একটি অজগরের দেখা মিলেছে। এটি দেশের সবচেয়ে বড় অজগর বলে দাবি করছেন বন্য প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি অজগরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাউয়াছড়ার ভেতরে জাগছড়া এলাকার লেবুবাগানের মাঝপথ দিয়ে চা-বাগানের দিকে যাচ্ছে বিশাল এক অজগর। সাপটি ২৪-২৫ ফুট লম্বা এবং ৬০-৭০ কেজি হবে।
পরিবেশকর্মী রিপন দে গত রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করার পরেই ভিডিওটি ভাইরাল হয়। ওই ভিডিও দেখা অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অজগর। এর চেয়ে বড় সাপ আজ পর্যন্ত বাংলাদেশে দেখা যায়নি।
বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে আসার দুটি কারণ বলছে বন বিভাগ। গত কয়েক দিন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে রোদ পোহানোর জন্য গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। অথবা চা-বাগানে অসংখ্য খরগোশ বসবাস করে। খরগোশ খাওয়ার জন্য হয়তো বেরিয়ে এসেছে অজগরটি।
জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক যুগ ধরে লাউয়াছড়া নিয়ে কাজ করছি। কিন্তু আজ পর্যন্ত এত বড় সাপ দেখিনি। সাধারণত টেলিভিশনের পর্দায় ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকের পর্দায় এ রকম বিশাল আকৃতির অজগর দেখতে পাই।’
রিপন দে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ, ঘনবসতি, জনসংখ্যা বৃদ্ধি, বাড়িঘর নির্মাণ, বৃক্ষনিধন, ভূমি দখলসহ নানা কারণে বনের প্রাণীরা আতঙ্কে আছে। বনে যদি বনের পরিবেশ থাকত, তাহলে প্রাণীরা লোকালয়ে কোনোভাবেই বেরিয়ে আসত না। বনের প্রশস্ততা কমে যাওয়ায় হয়তো দেশের সবচেয়ে বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে এসেছে।
অজগর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, ‘লাউয়াছড়াসহ দেশের বিভিন্ন জায়গায় অজগর নিয়ে কাজ করছি। কিন্তু আকৃতিতে এত বড় সাপ দেশের কোথাও দেখিনি।’
লাউয়াছড়ার বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিশাল অজগর বিষয়ে বলেন, ‘বিশাল অজগরটি আমি এর আগে কখনো দেখেনি। বন্য প্রাণী যেন বনে নিরাপদে চলাচল করতে পারে, এ জন্য আমরা সব সময় কাজ করছি।’
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অজগরটি রোদ পোহাতে বা খরগোশ খাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এটি আমার দেখা সবচেয়ে বড় অজগর। লাউয়াছড়া যে বন্য প্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে।’
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘লাউয়াছড়া এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীরা মাঝেমধ্যে লোকালয়ে বেরিয়ে আসে। আমাদের সবার দায়িত্ব প্রাণীরা যেন নির্বিঘ্নে বনের ভেতর চলাফেরা করতে পারে, এর সুযোগ করে দেওয়া।’
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশাল আকারের একটি অজগরের দেখা মিলেছে। এটি দেশের সবচেয়ে বড় অজগর বলে দাবি করছেন বন্য প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি অজগরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাউয়াছড়ার ভেতরে জাগছড়া এলাকার লেবুবাগানের মাঝপথ দিয়ে চা-বাগানের দিকে যাচ্ছে বিশাল এক অজগর। সাপটি ২৪-২৫ ফুট লম্বা এবং ৬০-৭০ কেজি হবে।
পরিবেশকর্মী রিপন দে গত রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করার পরেই ভিডিওটি ভাইরাল হয়। ওই ভিডিও দেখা অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অজগর। এর চেয়ে বড় সাপ আজ পর্যন্ত বাংলাদেশে দেখা যায়নি।
বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে আসার দুটি কারণ বলছে বন বিভাগ। গত কয়েক দিন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে রোদ পোহানোর জন্য গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। অথবা চা-বাগানে অসংখ্য খরগোশ বসবাস করে। খরগোশ খাওয়ার জন্য হয়তো বেরিয়ে এসেছে অজগরটি।
জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক যুগ ধরে লাউয়াছড়া নিয়ে কাজ করছি। কিন্তু আজ পর্যন্ত এত বড় সাপ দেখিনি। সাধারণত টেলিভিশনের পর্দায় ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকের পর্দায় এ রকম বিশাল আকৃতির অজগর দেখতে পাই।’
রিপন দে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ, ঘনবসতি, জনসংখ্যা বৃদ্ধি, বাড়িঘর নির্মাণ, বৃক্ষনিধন, ভূমি দখলসহ নানা কারণে বনের প্রাণীরা আতঙ্কে আছে। বনে যদি বনের পরিবেশ থাকত, তাহলে প্রাণীরা লোকালয়ে কোনোভাবেই বেরিয়ে আসত না। বনের প্রশস্ততা কমে যাওয়ায় হয়তো দেশের সবচেয়ে বিশাল অজগর লোকালয়ে বেরিয়ে এসেছে।
অজগর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গবেষক শাহারিয়ার সিজার। তিনি বলেন, ‘লাউয়াছড়াসহ দেশের বিভিন্ন জায়গায় অজগর নিয়ে কাজ করছি। কিন্তু আকৃতিতে এত বড় সাপ দেশের কোথাও দেখিনি।’
লাউয়াছড়ার বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিশাল অজগর বিষয়ে বলেন, ‘বিশাল অজগরটি আমি এর আগে কখনো দেখেনি। বন্য প্রাণী যেন বনে নিরাপদে চলাচল করতে পারে, এ জন্য আমরা সব সময় কাজ করছি।’
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অজগরটি রোদ পোহাতে বা খরগোশ খাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এটি আমার দেখা সবচেয়ে বড় অজগর। লাউয়াছড়া যে বন্য প্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে।’
রেজাউল করিম চৌধুরী আরও বলেন, ‘লাউয়াছড়া এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীরা মাঝেমধ্যে লোকালয়ে বেরিয়ে আসে। আমাদের সবার দায়িত্ব প্রাণীরা যেন নির্বিঘ্নে বনের ভেতর চলাফেরা করতে পারে, এর সুযোগ করে দেওয়া।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে