আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
ইছামতী ও ধলেশ্বরী নদী ঘিরে কৃষিনির্ভর উপজেলা মুন্সিগঞ্জের সিরাজদিখান। কাগজে-কলমে উপজেলায় ছোট-বড় ২০টি খাল রয়েছে। তবে বাস্তবে এসব খালের কয়েকটির অস্তিত্বই নেই। দখল-দূষণে খালগুলো এখন পানিসংকটে পড়েছে। উপজেলার কৃষকেরা ধান, আলু, সরিষা, ভুট্টাসহ কৃষির ওপর নির্ভরশীল। তবে বছরের বেশির ভাগ সময় খালগুলোতে পানি না থাকায় ফসল ফলাতে নলকূপ থেকে সেচ দিতে হচ্ছে। তাই খালগুলো পুনর্খননের দাবি কৃষকদের।
জানা গেছে, এ উপজেলায় ছোট-বড় ২০টি খাল ছিল। খালগুলোর মধ্যে রয়েছে পণ্ডিতের খাল, হোতার পাতা খাল, বইচার খাল, ঝুড়ির খাল, টেকের হাট খাল, আদাকোলা খাল, সতাই নন্দীর খাল, গোরগঞ্জের খাল, কুদের অফিস খাল, পালের বাড়ীর খাল, তেলিপাড়া খাল, বাসুদি খাল, শ্যামসিদ্ধির খাল, দেওয়ার বাড়ীর খাল ও টানের খাল।
সরেজমিন দেখা যায় সিরাজদিখান বাজার এলাকার ইছামতী শাখা খালটি একবারে শুকিয়ে গেছে। অনেক খালেই শুকনো মৌসুমে থাকে নাব্যতা-সংকট। বছরের বেশির ভাগ সময় পাওয়া যায় না পানি। পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ায় এ পানিশূন্যতা দেখা দিয়েছে।
জানা যায়, অনেকে হাসপাতাল, অফিস, বাড়ি নির্মাণের জন্য যাতায়াতের পথ তৈরি করতে গিয়ে খালের অংশ ভরাট করছেন। অনেকে মাছের চাষ করছেন। এদিকে উপজেলার বিভিন্ন সড়কের ওপর পুরোনো সেতু ভেঙে নতুন সেতু করার সময় অস্থায়ীভাবে বিকল্প সড়ক নির্মাণ করে। তবে সেতু নির্মাণ শেষে সেই সড়কের মাটি ঠিকমতো অপসারণ না করায় সময়মতো পানি প্রবাহিত হতে পারে না। এতে করে খালগুলোর পানি চলাচল বন্ধ হয়ে যায়।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা আহসানুল ইসলাম বলেন, ‘আমাদের খালটি বছরের বেশির ভাগ সময় শুকিয়ে থাকে। ভালোভাবে খনন করে দিলে বছরের অনেকটা সময় পানি থাকত এবং কৃষকদের অনেক সুবিধা হতো। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই খালটি পুনরায় খনন করে দিলে আমাদের জন্য ভালো হবে।’
গোবরদী গ্রামের বাসিন্দা হাজেরা বেগম বলেন, ‘আমি নৌকা দিয়ে আমার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতাম। এখন আর সম্ভব না। এখন খালটি শুকিয়ে গেছে। কত বছর আগে খনন করেছিল জানি না। এই খালটিতে এখন পানি থাকে না। ভালোভাবে যদি খনন করা হতো, তাহলে ১২ মাস খালে পানি পাওয়া যেত। মানুষজন মাছ ধরে খেতে পারত এবং কৃষকরাও জমিতে পানি দিতে পারতেন। এখন খাল শুকিয়ে মরে গেছে।’
রাজদিয়া গ্রামের বাসিন্দা গবেষক ও লেখক ড. মো. সাইদুল ইসলাম খান বলেন, ‘আমি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের ইতিহাস নিয়ে তিনটি বই লিখেছি। সেই বইগুলোতে লেখার জন্য আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়িয়েছি এবং খাল-বিল-নদী-নালাসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি। আমাদের উপজেলায় ছোট-বড় ২০টি খাল কাগজে রয়েছে, বাস্তবে নেই। এই খালগুলো এখন দখল-দূষণ হয়ে গেছে। খালগুলো সচল থাকলে কৃষকেরা উপকৃত হতেন। এই খালগুলো সিএস নকশায় রয়েছে। নকশা ধরে এসব খাল উদ্ধার করে খনন করলে কৃষকেরা উপকৃত হবেন।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘ইতিমধ্যে আমরা খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছি। যদি কোথাও কোনো খাল দখল হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’
ইছামতী ও ধলেশ্বরী নদী ঘিরে কৃষিনির্ভর উপজেলা মুন্সিগঞ্জের সিরাজদিখান। কাগজে-কলমে উপজেলায় ছোট-বড় ২০টি খাল রয়েছে। তবে বাস্তবে এসব খালের কয়েকটির অস্তিত্বই নেই। দখল-দূষণে খালগুলো এখন পানিসংকটে পড়েছে। উপজেলার কৃষকেরা ধান, আলু, সরিষা, ভুট্টাসহ কৃষির ওপর নির্ভরশীল। তবে বছরের বেশির ভাগ সময় খালগুলোতে পানি না থাকায় ফসল ফলাতে নলকূপ থেকে সেচ দিতে হচ্ছে। তাই খালগুলো পুনর্খননের দাবি কৃষকদের।
জানা গেছে, এ উপজেলায় ছোট-বড় ২০টি খাল ছিল। খালগুলোর মধ্যে রয়েছে পণ্ডিতের খাল, হোতার পাতা খাল, বইচার খাল, ঝুড়ির খাল, টেকের হাট খাল, আদাকোলা খাল, সতাই নন্দীর খাল, গোরগঞ্জের খাল, কুদের অফিস খাল, পালের বাড়ীর খাল, তেলিপাড়া খাল, বাসুদি খাল, শ্যামসিদ্ধির খাল, দেওয়ার বাড়ীর খাল ও টানের খাল।
সরেজমিন দেখা যায় সিরাজদিখান বাজার এলাকার ইছামতী শাখা খালটি একবারে শুকিয়ে গেছে। অনেক খালেই শুকনো মৌসুমে থাকে নাব্যতা-সংকট। বছরের বেশির ভাগ সময় পাওয়া যায় না পানি। পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ায় এ পানিশূন্যতা দেখা দিয়েছে।
জানা যায়, অনেকে হাসপাতাল, অফিস, বাড়ি নির্মাণের জন্য যাতায়াতের পথ তৈরি করতে গিয়ে খালের অংশ ভরাট করছেন। অনেকে মাছের চাষ করছেন। এদিকে উপজেলার বিভিন্ন সড়কের ওপর পুরোনো সেতু ভেঙে নতুন সেতু করার সময় অস্থায়ীভাবে বিকল্প সড়ক নির্মাণ করে। তবে সেতু নির্মাণ শেষে সেই সড়কের মাটি ঠিকমতো অপসারণ না করায় সময়মতো পানি প্রবাহিত হতে পারে না। এতে করে খালগুলোর পানি চলাচল বন্ধ হয়ে যায়।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা আহসানুল ইসলাম বলেন, ‘আমাদের খালটি বছরের বেশির ভাগ সময় শুকিয়ে থাকে। ভালোভাবে খনন করে দিলে বছরের অনেকটা সময় পানি থাকত এবং কৃষকদের অনেক সুবিধা হতো। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই খালটি পুনরায় খনন করে দিলে আমাদের জন্য ভালো হবে।’
গোবরদী গ্রামের বাসিন্দা হাজেরা বেগম বলেন, ‘আমি নৌকা দিয়ে আমার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতাম। এখন আর সম্ভব না। এখন খালটি শুকিয়ে গেছে। কত বছর আগে খনন করেছিল জানি না। এই খালটিতে এখন পানি থাকে না। ভালোভাবে যদি খনন করা হতো, তাহলে ১২ মাস খালে পানি পাওয়া যেত। মানুষজন মাছ ধরে খেতে পারত এবং কৃষকরাও জমিতে পানি দিতে পারতেন। এখন খাল শুকিয়ে মরে গেছে।’
রাজদিয়া গ্রামের বাসিন্দা গবেষক ও লেখক ড. মো. সাইদুল ইসলাম খান বলেন, ‘আমি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের ইতিহাস নিয়ে তিনটি বই লিখেছি। সেই বইগুলোতে লেখার জন্য আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়িয়েছি এবং খাল-বিল-নদী-নালাসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি। আমাদের উপজেলায় ছোট-বড় ২০টি খাল কাগজে রয়েছে, বাস্তবে নেই। এই খালগুলো এখন দখল-দূষণ হয়ে গেছে। খালগুলো সচল থাকলে কৃষকেরা উপকৃত হতেন। এই খালগুলো সিএস নকশায় রয়েছে। নকশা ধরে এসব খাল উদ্ধার করে খনন করলে কৃষকেরা উপকৃত হবেন।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘ইতিমধ্যে আমরা খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছি। যদি কোথাও কোনো খাল দখল হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে