এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রত্যাশীদের নানামুখী কার্যক্রমে বেশ সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। দলীয় কার্যালয় থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন নেতারা। সীমিত আকারে কার্যক্রম দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও (চরমোনাই)।
আসনের বর্তমান এমপি ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী। টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের মাঠে আওয়ামী লীগের এই নেতার বেশ ভালোই প্রভাব রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, ভোটের মাঠে বেশ জনপ্রিয় নাম এখন বিএনপির দুবারের এমপি সুলতান মাহমুদ বাবু। বিএনপি থেকে একমাত্র তিনিই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা-কর্মী। নির্বাচন সুষ্ঠু হলে এবার বাজিমাত করতে পারেন বাবু।
ফরিদুল হক খান দুলাল ছাড়াও এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আলোচনায় আছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, শিল্পপতি এস এম শাহীনুজ্জামান শাহীন, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবি, ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী শাহাজাহান আলী মণ্ডল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদ হ্যাপী এবং জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি মোস্তফা আল মাহমুদ।
আওয়ামী লীগের দলীয় কোন্দলে নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ায় এই আসন তাদের দখলে থাকবে, নাকি বিএনপি কিংবা জাপার দখলে যাবে, তা নিয়ে যুক্তিতর্কে জমে উঠেছে মাঠ। অপরদিকে উপজেলা বিএনপিসহ দলীয় অঙ্গসংগঠনের কমিটিতে পরীক্ষিত যোগ্য নেতাদের স্থান না দিয়ে অবমূল্যায়ন করায় প্রকাশ্যে দলে বিভক্তির রূপ না দেখা গেলেও ভেতরে-ভেতরে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব চলছে।
গত নির্বাচন পর্যন্ত ফরিদুল হক খান দুলাল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবির মধ্যে দুটি গ্রুপ সীমাবদ্ধ থাকলেও এবার তরুণ শিল্পপতি শাহীনুজ্জামান শাহীনের এলাকায় আগমনে নতুন করে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। এ ছাড়া দলের ভেতর থেকেই আব্দুল কাদের সেখকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাঁর বিরুদ্ধে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ তোলে রাজনৈতিকভাবে তাঁকে কোণঠাসা করতে উঠেপড়ে লাগার অভিযোগ উঠেছে।
তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ কর্মীরা বলছেন, সরকারের উন্নয়নের ধারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে যদি দলীয় কোন্দল নিরসন না হয়, তবে সুযোগ নেবে জাপা, না হয় বিএনপি। দ্বন্দ্বে বিভক্ত হয়ে এমপি ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তবে এলাকায় রাজনৈতিক অবস্থানের দিক দিয়ে এগিয়ে আছেন ফরিদুল হক খান দুলাল। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই রয়েছে তাঁর সমর্থিত ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এখানকার আওয়ামী লীগ সুসংগঠিত। আগামী নির্বাচনে দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। দলে কোনো বিভক্তি আছে বলে মনে করি না।’ তবে হোসনে আরা বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নিশ্চয় দল কাজের মূল্যায়ন করবে এবং আমাকেই মনোনয়ন দেবে।’ এস এম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।’
আসনে প্রধান বিরোধী দল বিএনপির জয়ের সম্ভাবনাও একেবারে কম নয়। তবে দলটিতে প্রকাশ্যে রাজনৈতিক বিভক্তি দেখা না গেলেও কমিটিতে পদ-পদবি নিয়ে নেতা-কর্মীদের মাঝে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবু এমপি নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করায় ভোটের মাঠে তাঁর রয়েছে শক্ত অবস্থান। তবে নেতারা বলছেন, রাজপথে নামার আগেই সক্রিয় নেতা-কর্মীদের ওপর গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছে। মানুষ সময়ের অপেক্ষায় আছে।
বিএনপির সুলতান মাহমুদ বাবু বলেন, ‘এ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো আমিই দুবার নির্বাচিত হয়েছিলাম। আমার ওপর দলের যেমন আস্থা রয়েছে, আমিও দলের ওপর আস্থা রেখে এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। এখনকার বিএনপি যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট গ্রহণ করা হলে এ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রত্যাশীদের নানামুখী কার্যক্রমে বেশ সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। দলীয় কার্যালয় থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন নেতারা। সীমিত আকারে কার্যক্রম দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও (চরমোনাই)।
আসনের বর্তমান এমপি ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী। টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের মাঠে আওয়ামী লীগের এই নেতার বেশ ভালোই প্রভাব রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, ভোটের মাঠে বেশ জনপ্রিয় নাম এখন বিএনপির দুবারের এমপি সুলতান মাহমুদ বাবু। বিএনপি থেকে একমাত্র তিনিই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা-কর্মী। নির্বাচন সুষ্ঠু হলে এবার বাজিমাত করতে পারেন বাবু।
ফরিদুল হক খান দুলাল ছাড়াও এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আলোচনায় আছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, শিল্পপতি এস এম শাহীনুজ্জামান শাহীন, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবি, ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী শাহাজাহান আলী মণ্ডল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদ হ্যাপী এবং জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি মোস্তফা আল মাহমুদ।
আওয়ামী লীগের দলীয় কোন্দলে নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ায় এই আসন তাদের দখলে থাকবে, নাকি বিএনপি কিংবা জাপার দখলে যাবে, তা নিয়ে যুক্তিতর্কে জমে উঠেছে মাঠ। অপরদিকে উপজেলা বিএনপিসহ দলীয় অঙ্গসংগঠনের কমিটিতে পরীক্ষিত যোগ্য নেতাদের স্থান না দিয়ে অবমূল্যায়ন করায় প্রকাশ্যে দলে বিভক্তির রূপ না দেখা গেলেও ভেতরে-ভেতরে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব চলছে।
গত নির্বাচন পর্যন্ত ফরিদুল হক খান দুলাল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি মাহজাবিন খালেদ বেবির মধ্যে দুটি গ্রুপ সীমাবদ্ধ থাকলেও এবার তরুণ শিল্পপতি শাহীনুজ্জামান শাহীনের এলাকায় আগমনে নতুন করে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। এ ছাড়া দলের ভেতর থেকেই আব্দুল কাদের সেখকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে তাঁর বিরুদ্ধে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ তোলে রাজনৈতিকভাবে তাঁকে কোণঠাসা করতে উঠেপড়ে লাগার অভিযোগ উঠেছে।
তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ কর্মীরা বলছেন, সরকারের উন্নয়নের ধারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে যদি দলীয় কোন্দল নিরসন না হয়, তবে সুযোগ নেবে জাপা, না হয় বিএনপি। দ্বন্দ্বে বিভক্ত হয়ে এমপি ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তবে এলাকায় রাজনৈতিক অবস্থানের দিক দিয়ে এগিয়ে আছেন ফরিদুল হক খান দুলাল। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই রয়েছে তাঁর সমর্থিত ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এখানকার আওয়ামী লীগ সুসংগঠিত। আগামী নির্বাচনে দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। দলে কোনো বিভক্তি আছে বলে মনে করি না।’ তবে হোসনে আরা বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নিশ্চয় দল কাজের মূল্যায়ন করবে এবং আমাকেই মনোনয়ন দেবে।’ এস এম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।’
আসনে প্রধান বিরোধী দল বিএনপির জয়ের সম্ভাবনাও একেবারে কম নয়। তবে দলটিতে প্রকাশ্যে রাজনৈতিক বিভক্তি দেখা না গেলেও কমিটিতে পদ-পদবি নিয়ে নেতা-কর্মীদের মাঝে রয়েছে অন্তর্দ্বন্দ্ব। ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ বাবু এমপি নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করায় ভোটের মাঠে তাঁর রয়েছে শক্ত অবস্থান। তবে নেতারা বলছেন, রাজপথে নামার আগেই সক্রিয় নেতা-কর্মীদের ওপর গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছে। মানুষ সময়ের অপেক্ষায় আছে।
বিএনপির সুলতান মাহমুদ বাবু বলেন, ‘এ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো আমিই দুবার নির্বাচিত হয়েছিলাম। আমার ওপর দলের যেমন আস্থা রয়েছে, আমিও দলের ওপর আস্থা রেখে এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। এখনকার বিএনপি যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ভোট গ্রহণ করা হলে এ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে