ক্রীড়া ডেস্ক
শেষ পর্বে এসে গেছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এখন চলছে এ মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতি। শীর্ষ পাঁচ লিগে ধীরে ধীরে শিরোপা মীমাংসার পথ স্পষ্ট হতে শুরু করেছে। তবে সামনের দিনগুলোয় জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ইংল্যান্ড আর ইতালিতে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি ‘আ’তে এখনই কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। এই দুই লিগে শেষ মুহূর্তে গিয়ে ওলট-পালট হতে পারে হিসাব-নিকাশ। সে তুলনায় অন্য লিগগুলো সুবিধাজনক অবস্থায় আছে শীর্ষ দলগুলো।
প্রিমিয়ার লিগ
গত জানুয়ারিতেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ভাবা হচ্ছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন। তবে গত কদিনে হিসাব বদলে দিয়েছে লিভারপুল। সিটির হোঁচট ও নিজেদের দাপটে দারুণভাবে পয়েন্ট ব্যবধান কমিয়ে এখন শিরোপার অন্যতম দাবিদার তারা। বিরতিতে যাওয়ার আগে সিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। আগামী মাসে অবশ্য এই দুই দল ইতিহাদে একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ দিয়েও হতে পারে প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ। এই দুই পরাশক্তির সঙ্গে লড়াইয়ে ছিল চেলসি। কিন্তু এখন আর নেই।
সিরি ‘আ’
সিরি ‘আ’তে লম্বা সময় পর শিরোপার সুবাস পাচ্ছে এসি মিলান। তবে একসময়ের পরাশক্তি মিলানের জন্য সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু পা ফসকালেই হতে পারে বড় বিপদ। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলানের চেয়ে। এমনকি তিন নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানেরও ভালো সম্ভাবনা আছে শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরার।
লা লিগা
লা লিগায় গত কিছুদিনে দারুণ ঘুরে দাঁড়িয়ে চমকে দিয়েছে বার্সেলোনা। তবে এখনো শিরোপা রেস থেকে অনেক দূরে আছে তারা। রিয়ালকে বিধ্বস্ত করার পরও ‘লস ব্লাঙ্কোস’দের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। অবিশ্বাস্য কিছু না হলে এই ব্যবধান কমিয়ে শিরোপা জেতা বার্সার জন্য কঠিন। দুইয়ে থাকা সেভিয়াও বার্সার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে।
বুন্দেসলিগা
বুন্দেসলিগায় এখনো সুযোগ আছে মসনদ বদলানোর। তবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নকে সরিয়ে সে জায়গা দখল করতে হলে দারুণ কিছু করে দেখাতে হলে বরুসিয়া ডর্টমুন্ডকে। শীর্ষে থাকা বাভারিয়ান জায়ান্টরা এগিয়ে আছে ৬ পয়েন্টে।
লিগ ওয়ান
ফরাসি লিগ ওয়ানে মেসি-নেইমারদের পিএসজির শিরোপা জেতা অনেকটাই নিশ্চিত। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫, দুইয়ে থাকা মার্শেই পিছিয়ে আছে ১২ পয়েন্টে।
শেষ পর্বে এসে গেছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এখন চলছে এ মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতি। শীর্ষ পাঁচ লিগে ধীরে ধীরে শিরোপা মীমাংসার পথ স্পষ্ট হতে শুরু করেছে। তবে সামনের দিনগুলোয় জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ইংল্যান্ড আর ইতালিতে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি ‘আ’তে এখনই কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। এই দুই লিগে শেষ মুহূর্তে গিয়ে ওলট-পালট হতে পারে হিসাব-নিকাশ। সে তুলনায় অন্য লিগগুলো সুবিধাজনক অবস্থায় আছে শীর্ষ দলগুলো।
প্রিমিয়ার লিগ
গত জানুয়ারিতেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ভাবা হচ্ছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন। তবে গত কদিনে হিসাব বদলে দিয়েছে লিভারপুল। সিটির হোঁচট ও নিজেদের দাপটে দারুণভাবে পয়েন্ট ব্যবধান কমিয়ে এখন শিরোপার অন্যতম দাবিদার তারা। বিরতিতে যাওয়ার আগে সিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। আগামী মাসে অবশ্য এই দুই দল ইতিহাদে একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ দিয়েও হতে পারে প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ। এই দুই পরাশক্তির সঙ্গে লড়াইয়ে ছিল চেলসি। কিন্তু এখন আর নেই।
সিরি ‘আ’
সিরি ‘আ’তে লম্বা সময় পর শিরোপার সুবাস পাচ্ছে এসি মিলান। তবে একসময়ের পরাশক্তি মিলানের জন্য সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু পা ফসকালেই হতে পারে বড় বিপদ। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলানের চেয়ে। এমনকি তিন নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানেরও ভালো সম্ভাবনা আছে শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরার।
লা লিগা
লা লিগায় গত কিছুদিনে দারুণ ঘুরে দাঁড়িয়ে চমকে দিয়েছে বার্সেলোনা। তবে এখনো শিরোপা রেস থেকে অনেক দূরে আছে তারা। রিয়ালকে বিধ্বস্ত করার পরও ‘লস ব্লাঙ্কোস’দের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। অবিশ্বাস্য কিছু না হলে এই ব্যবধান কমিয়ে শিরোপা জেতা বার্সার জন্য কঠিন। দুইয়ে থাকা সেভিয়াও বার্সার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে।
বুন্দেসলিগা
বুন্দেসলিগায় এখনো সুযোগ আছে মসনদ বদলানোর। তবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নকে সরিয়ে সে জায়গা দখল করতে হলে দারুণ কিছু করে দেখাতে হলে বরুসিয়া ডর্টমুন্ডকে। শীর্ষে থাকা বাভারিয়ান জায়ান্টরা এগিয়ে আছে ৬ পয়েন্টে।
লিগ ওয়ান
ফরাসি লিগ ওয়ানে মেসি-নেইমারদের পিএসজির শিরোপা জেতা অনেকটাই নিশ্চিত। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫, দুইয়ে থাকা মার্শেই পিছিয়ে আছে ১২ পয়েন্টে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে