নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তীব্র যাত্রীসংকটের কারণে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চে রোটেশন প্রথা ফের শুরু হলো। এ প্রথার কারণে গতকাল বুধবার থেকে মাত্র তিনটি করে লঞ্চ চলেছে এই রুটে।
অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বুধবার থেকে ৬টি গ্রুপে ভাগ হয়ে রোটেশন পদ্ধতিতে লঞ্চ চালানো হবে। এতে প্রতিদিন এক প্রান্ত থেকে ৩টি লঞ্চ যাত্রী পরিবহনে থাকবে।
সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হচ্ছে-ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ভোর ৫টার মধ্যে বরিশাল নদীবন্দরে পৌঁছাবে এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ঢাকায় পৌঁছাবে সকাল ৬টার মধ্যে।
লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌপথে যাত্রী সংকট দেখা দেয়।
তিনি আরও বলেন, এরপর জ্বালানি তেলের দাম বাড়ায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জ্বালানি তেল ইস্যুতে ভাড়া বাড়ানোর ফলে কেবিনের যাত্রী আরও কমছে। তাই সংকট কাটাতে নতুন করে রোটেশন প্রথা চালুর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু এ ব্যপারে আজকের পত্রিকাকে বলেন, এই রোটেশন প্রথা এক সময় প্রয়াত মেয়র হিরন আন্দোলন করে বাতিল করছিলেন। সে প্রথা ফের ফিরে আসায় এখন যাত্রীকে বাধ্য হতে হবে নির্দিষ্ট লঞ্চে এবং নির্দিষ্ট ভাড়ায় যেতে। এতে যাত্রীদের স্বাধীনতা খর্ব হবে।
তীব্র যাত্রীসংকটের কারণে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চে রোটেশন প্রথা ফের শুরু হলো। এ প্রথার কারণে গতকাল বুধবার থেকে মাত্র তিনটি করে লঞ্চ চলেছে এই রুটে।
অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বুধবার থেকে ৬টি গ্রুপে ভাগ হয়ে রোটেশন পদ্ধতিতে লঞ্চ চালানো হবে। এতে প্রতিদিন এক প্রান্ত থেকে ৩টি লঞ্চ যাত্রী পরিবহনে থাকবে।
সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হচ্ছে-ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ভোর ৫টার মধ্যে বরিশাল নদীবন্দরে পৌঁছাবে এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চ ঢাকায় পৌঁছাবে সকাল ৬টার মধ্যে।
লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌপথে যাত্রী সংকট দেখা দেয়।
তিনি আরও বলেন, এরপর জ্বালানি তেলের দাম বাড়ায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জ্বালানি তেল ইস্যুতে ভাড়া বাড়ানোর ফলে কেবিনের যাত্রী আরও কমছে। তাই সংকট কাটাতে নতুন করে রোটেশন প্রথা চালুর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু এ ব্যপারে আজকের পত্রিকাকে বলেন, এই রোটেশন প্রথা এক সময় প্রয়াত মেয়র হিরন আন্দোলন করে বাতিল করছিলেন। সে প্রথা ফের ফিরে আসায় এখন যাত্রীকে বাধ্য হতে হবে নির্দিষ্ট লঞ্চে এবং নির্দিষ্ট ভাড়ায় যেতে। এতে যাত্রীদের স্বাধীনতা খর্ব হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে