রাজশাহী প্রতিনিধি
আমের জন্য প্রসিদ্ধ রাজশাহী। আর রাজশাহীর মধ্যে সবচেয়ে সুস্বাদু আম জেলার বাঘা উপজেলায়। সবচেয়ে বেশি আমবাগানও এই উপজেলায়। কিন্তু হতাশার বিষয় হলো, চলতি মৌসুমে বাঘায় আমের মুকুল এসেছে সবচেয়ে কম। তাই গাছে আমের সংখ্যাও অনেক কম। এতে হতাশ বাঘার চাষিরা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার কারণে বাঘায় এবার ফলন কম।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৯ উপজেলা ও মহানগরে এবার ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান আছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ মেট্রিক টন। মোট উৎপাদন হতে পারে ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন।
সবচেয়ে বেশি ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমবাগান আছে বাঘা উপজেলায়। বাঘায় এবার মুকুল আসার হার মাত্র ৬০ শতাংশ। গত বছর মুকুল এসেছিল ৮৫ শতাংশ। এবার হেক্টরপ্রতি সর্বনিম্ন ১১ দশমিক ৩০ মেট্রিক টন হিসেবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার ৮৪১ মেট্রিক টন।
জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আমবাগান চারঘাটে। এখানকার ৩ হাজার ৮৮৫ হেক্টর জমিতে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৪ হাজার ২৮৯ মেট্রিক টন। হেক্টরপ্রতি গড় উৎপাদন ধরা হয়েছে ১১ দশমিক ৪০ মেট্রিক টন। চারঘাটের মাত্র ৬৫ শতাংশ গাছে এবার মুকুল এসেছিল। গতবার এই হার ছিল ৯০ শতাংশ।
কৃষি বিভাগের হিসাবে রাজশাহী মহানগরে ২০৮ হেক্টর, পবায় ৯২০, তানোরে ৩৬০, মোহনপুরে ৪০৭, বাগমারায় ৫৬৫, দুর্গাপুরে ৮৫০, পুঠিয়ায় ১ হাজার ৫৩০ এবং গোদাগাড়ীতে ১ হাজার ২২০ হেক্টর জমিতে আমবাগান আছে। নগরে ৭৮ শতাংশ, পবায় ৯৫, তানোরে ৮০, মোহনপুরে ৯০, বাগমারায় ৮৫, পুঠিয়ায় ৮০ এবং গোদাগাড়ীতে ৯৫ শতাংশ গাছে মুকুল এসেছে।
রাজশাহী মহানগরে হেক্টরপ্রতি ১২ দশমিক ১২, পবায় ১২ দশমিক ১০, তানোরে ১২, মোহনপুরে ১২ দশমিক ১৭, বাগমারায় ১২ দশমিক ১৫, দুর্গাপুরে ১২ দশমিক ২০, পুঠিয়ায় ১২ দশমিক ১০ এবং গোদাগাড়ীতে ১২ দশমিক ১৫ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
কৃষি বিভাগ আশা করছে, শহরে ২ হাজার ৫২৪ মেট্রিক টন, পবায় ১১ হাজার ১৭৮ মেট্রিক টন, তানোরে ৪ হাজার ৩২০, মোহনপুরে ৪ হাজার ৯৫৩, বাগমারায় ৬ হাজার ৮৬৫, দুর্গাপুরে ১০ হাজার ৩৭০, পুঠিয়ায় ১৮ হাজার ৫১৩ এবং গোদাগাড়ীতে ১৪ হাজার ৮২৩ মেট্রিক টন আম উৎপাদন হবে।
রাজশাহীর শালবাগানের আম ব্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, বাঘায় তাঁর তিনটি বাগান ইজারা নেওয়া। রাজশাহীতে সবচেয়ে বেশি আম হয় বাঘায়। বাঘার আম সুস্বাদুও। ঢাকা থেকে যাঁরা অর্ডার দেন, তাঁরা বাঘার আমই চান। কিন্তু এবার বাঘার গাছে আম কম।
বাঘার মনিগ্রাম এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলামও একই কথা জানালেন। আমিরুল জানান, তিন বছরের জন্য তিনি বাঘার ১৫ বিঘা আমবাগান ইজারা নিয়েছেন। গত বছর রমজান ও করোনার কারণে আমে ভালো দাম পাননি। ভেবেছিলেন গতবার আর এবারের আমে ইজারা নেওয়া টাকা উঠে আসবে। আগামী বছর শুধু লাভ হবে। কিন্তু গাছে এত কম আম যে সে আশা করতে পারছেন না।
বাঘায় আমের ফলন কম হওয়ার কারণ জানতে চাইলে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, এক বছর আম বেশি হলে পরের বছর সাধারণত কম হয়। তা ছাড়া আবহাওয়াগত নানা কারণও থাকে। এবার বাঘায় কিছুই আমের উপযোগী ছিল না। খেয়াল করলে বাঘার পাশের চারঘাট উপজেলারও একই অবস্থা দেখা যায়।
তবে গাছে কম থাকলেও ফলন বেশি হওয়ার আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন। তিনি বলেন, গাছে আম বেশি থাকলে আমে আমে ধাক্কা খেয়ে ঝরে পড়ে। পাতলা থাকলে পড়ে না। কম আম বড়ও হয়। তাই ফলনে খুব একটা সমস্যা হবে না। এবার আমের দামও ভালো থাকবে। চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না।
গত ১৩ মে থেকে রাজশাহীতে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষ্মণভোগ বা লখনা, ২৮ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম নামিয়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।
আমের জন্য প্রসিদ্ধ রাজশাহী। আর রাজশাহীর মধ্যে সবচেয়ে সুস্বাদু আম জেলার বাঘা উপজেলায়। সবচেয়ে বেশি আমবাগানও এই উপজেলায়। কিন্তু হতাশার বিষয় হলো, চলতি মৌসুমে বাঘায় আমের মুকুল এসেছে সবচেয়ে কম। তাই গাছে আমের সংখ্যাও অনেক কম। এতে হতাশ বাঘার চাষিরা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার কারণে বাঘায় এবার ফলন কম।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৯ উপজেলা ও মহানগরে এবার ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান আছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ মেট্রিক টন। মোট উৎপাদন হতে পারে ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিক টন।
সবচেয়ে বেশি ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমবাগান আছে বাঘা উপজেলায়। বাঘায় এবার মুকুল আসার হার মাত্র ৬০ শতাংশ। গত বছর মুকুল এসেছিল ৮৫ শতাংশ। এবার হেক্টরপ্রতি সর্বনিম্ন ১১ দশমিক ৩০ মেট্রিক টন হিসেবে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার ৮৪১ মেট্রিক টন।
জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আমবাগান চারঘাটে। এখানকার ৩ হাজার ৮৮৫ হেক্টর জমিতে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৪ হাজার ২৮৯ মেট্রিক টন। হেক্টরপ্রতি গড় উৎপাদন ধরা হয়েছে ১১ দশমিক ৪০ মেট্রিক টন। চারঘাটের মাত্র ৬৫ শতাংশ গাছে এবার মুকুল এসেছিল। গতবার এই হার ছিল ৯০ শতাংশ।
কৃষি বিভাগের হিসাবে রাজশাহী মহানগরে ২০৮ হেক্টর, পবায় ৯২০, তানোরে ৩৬০, মোহনপুরে ৪০৭, বাগমারায় ৫৬৫, দুর্গাপুরে ৮৫০, পুঠিয়ায় ১ হাজার ৫৩০ এবং গোদাগাড়ীতে ১ হাজার ২২০ হেক্টর জমিতে আমবাগান আছে। নগরে ৭৮ শতাংশ, পবায় ৯৫, তানোরে ৮০, মোহনপুরে ৯০, বাগমারায় ৮৫, পুঠিয়ায় ৮০ এবং গোদাগাড়ীতে ৯৫ শতাংশ গাছে মুকুল এসেছে।
রাজশাহী মহানগরে হেক্টরপ্রতি ১২ দশমিক ১২, পবায় ১২ দশমিক ১০, তানোরে ১২, মোহনপুরে ১২ দশমিক ১৭, বাগমারায় ১২ দশমিক ১৫, দুর্গাপুরে ১২ দশমিক ২০, পুঠিয়ায় ১২ দশমিক ১০ এবং গোদাগাড়ীতে ১২ দশমিক ১৫ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
কৃষি বিভাগ আশা করছে, শহরে ২ হাজার ৫২৪ মেট্রিক টন, পবায় ১১ হাজার ১৭৮ মেট্রিক টন, তানোরে ৪ হাজার ৩২০, মোহনপুরে ৪ হাজার ৯৫৩, বাগমারায় ৬ হাজার ৮৬৫, দুর্গাপুরে ১০ হাজার ৩৭০, পুঠিয়ায় ১৮ হাজার ৫১৩ এবং গোদাগাড়ীতে ১৪ হাজার ৮২৩ মেট্রিক টন আম উৎপাদন হবে।
রাজশাহীর শালবাগানের আম ব্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, বাঘায় তাঁর তিনটি বাগান ইজারা নেওয়া। রাজশাহীতে সবচেয়ে বেশি আম হয় বাঘায়। বাঘার আম সুস্বাদুও। ঢাকা থেকে যাঁরা অর্ডার দেন, তাঁরা বাঘার আমই চান। কিন্তু এবার বাঘার গাছে আম কম।
বাঘার মনিগ্রাম এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলামও একই কথা জানালেন। আমিরুল জানান, তিন বছরের জন্য তিনি বাঘার ১৫ বিঘা আমবাগান ইজারা নিয়েছেন। গত বছর রমজান ও করোনার কারণে আমে ভালো দাম পাননি। ভেবেছিলেন গতবার আর এবারের আমে ইজারা নেওয়া টাকা উঠে আসবে। আগামী বছর শুধু লাভ হবে। কিন্তু গাছে এত কম আম যে সে আশা করতে পারছেন না।
বাঘায় আমের ফলন কম হওয়ার কারণ জানতে চাইলে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, এক বছর আম বেশি হলে পরের বছর সাধারণত কম হয়। তা ছাড়া আবহাওয়াগত নানা কারণও থাকে। এবার বাঘায় কিছুই আমের উপযোগী ছিল না। খেয়াল করলে বাঘার পাশের চারঘাট উপজেলারও একই অবস্থা দেখা যায়।
তবে গাছে কম থাকলেও ফলন বেশি হওয়ার আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন। তিনি বলেন, গাছে আম বেশি থাকলে আমে আমে ধাক্কা খেয়ে ঝরে পড়ে। পাতলা থাকলে পড়ে না। কম আম বড়ও হয়। তাই ফলনে খুব একটা সমস্যা হবে না। এবার আমের দামও ভালো থাকবে। চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না।
গত ১৩ মে থেকে রাজশাহীতে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষ্মণভোগ বা লখনা, ২৮ মে থেকে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী-৪, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম নামিয়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে