খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
অনেক দিন নতুন ছবির খবরে নেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কয়েকটি ছবিতে অভিনয়ের কথা হলেও শেষ মুহূর্তে পিছিয়ে এসেছেন। মিমের সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর
সিয়ামের সঙ্গে ‘ইত্তেফাক’ ছবির শুটিং শুরু করেছিলেন। দুই বছর পর আবার নাকি কাজ শুরু হচ্ছে?
আমার সঙ্গে এখনো কথা হয়নি। যদি নির্মাতা-প্রযোজক আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে এটি নিয়ে চিন্তাভাবনা করব।
নতুন ছবিতে আপনাকে দেখতে পাচ্ছি না কেন?
একটা ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। আর ওয়েবে কাজের অফার প্রচুর আসছে। কিন্তু প্রপার গল্প না হলে করতে চাই না। আবার অনেক সময় গল্প ভালো লাগলেও বাজেটে মেলে না।
শুনেছিলাম মোশাররফ করিমের সঙ্গে ‘ড্রাইভার’ ছবিতে অভিনয়ের কথা ছিল?
আগে থেকেই এতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে নির্মাতার আলাপ হচ্ছিল। আমি করতেও চেয়েছিলাম। যে পারিশ্রমিক চেয়েছিলাম, সেটার সঙ্গে মেলেনি। এ কারণে করা হয়নি শেষ পর্যন্ত।
পারিশ্রমিকের বিষয়টি কি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন?
লাস্ট যে চার-পাঁচটা ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয়ের প্রস্তাব এসেছে, সবগুলোতেই ঝামেলা হয়েছে। বাধ্য হয়ে না করে দিতে হয়েছে। যদি কখনো এ রকম হয়, একটা ফিল্মের গল্প আসছে, যে গল্পটা অ্যাকচুয়ালি মন থেকে করতে উৎসাহ বোধ করছি, তখন আমি ওটা এমনিই করে দেব। কোনো পারিশ্রমিক নেব না।
মানে চলচ্চিত্রের জন্য আপনি ছাড় দিতে রাজি আছেন। ওয়েব কনটেন্টের জন্য না, তাই তো?
আমি চলচ্চিত্রের জন্য ছাড় দিই। ওই যে বললাম, ভালো কাজ হলে প্রয়োজনে টাকাই নেব না। কিন্তু কাজটা ভালো হতে হবে। এটাই শর্ত। আর ওয়েব কনটেন্টের ক্ষেত্রে গল্প পছন্দ হলে এবং আমি যে পারিশ্রমিক নিই সেটা দিলে কাজ করব। না হলে করব না। বরং ওয়েবের চেয়ে টিভি নাটকে অভিনয় করা ভালো।
এটা কেন মনে হয় আপনার?
একটা নাটক যদি আপনি করেন, সেটা না হলেও কোটি দর্শক দেখছেন। আর একটা ওয়েব করলে কি এত দর্শক দেখেন? বড়জোর দুই-তিন লাখ দর্শকের কাছে পৌঁছায়। তাহলে কোনটা বেটার? যেটা সবাই ওপেনলি দেখতে পারবে ওটাই বেটার না?
যে ছবিটি নিয়ে কথা হচ্ছে এখন, ওটা শুরুর পরিকল্পনা কবে থেকে?
ওরা ডেট চাচ্ছে ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে আমার ডেটগুলো লক হয়ে আছে। লাক্সের সঙ্গে একটা লম্বা ডেট দেওয়া আছে। ভিভোর কাজ আছে। আমি অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে আছি। সব কাজই এই নভেম্বর-ডিসেম্বরে পড়েছে। এগুলো শেষ করে জানুয়ারি থেকে নতুন ছবির শুটিংয়ে যেতে পারি।
অনেক দিন নতুন ছবির খবরে নেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কয়েকটি ছবিতে অভিনয়ের কথা হলেও শেষ মুহূর্তে পিছিয়ে এসেছেন। মিমের সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর
সিয়ামের সঙ্গে ‘ইত্তেফাক’ ছবির শুটিং শুরু করেছিলেন। দুই বছর পর আবার নাকি কাজ শুরু হচ্ছে?
আমার সঙ্গে এখনো কথা হয়নি। যদি নির্মাতা-প্রযোজক আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে এটি নিয়ে চিন্তাভাবনা করব।
নতুন ছবিতে আপনাকে দেখতে পাচ্ছি না কেন?
একটা ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। আর ওয়েবে কাজের অফার প্রচুর আসছে। কিন্তু প্রপার গল্প না হলে করতে চাই না। আবার অনেক সময় গল্প ভালো লাগলেও বাজেটে মেলে না।
শুনেছিলাম মোশাররফ করিমের সঙ্গে ‘ড্রাইভার’ ছবিতে অভিনয়ের কথা ছিল?
আগে থেকেই এতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে নির্মাতার আলাপ হচ্ছিল। আমি করতেও চেয়েছিলাম। যে পারিশ্রমিক চেয়েছিলাম, সেটার সঙ্গে মেলেনি। এ কারণে করা হয়নি শেষ পর্যন্ত।
পারিশ্রমিকের বিষয়টি কি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন?
লাস্ট যে চার-পাঁচটা ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয়ের প্রস্তাব এসেছে, সবগুলোতেই ঝামেলা হয়েছে। বাধ্য হয়ে না করে দিতে হয়েছে। যদি কখনো এ রকম হয়, একটা ফিল্মের গল্প আসছে, যে গল্পটা অ্যাকচুয়ালি মন থেকে করতে উৎসাহ বোধ করছি, তখন আমি ওটা এমনিই করে দেব। কোনো পারিশ্রমিক নেব না।
মানে চলচ্চিত্রের জন্য আপনি ছাড় দিতে রাজি আছেন। ওয়েব কনটেন্টের জন্য না, তাই তো?
আমি চলচ্চিত্রের জন্য ছাড় দিই। ওই যে বললাম, ভালো কাজ হলে প্রয়োজনে টাকাই নেব না। কিন্তু কাজটা ভালো হতে হবে। এটাই শর্ত। আর ওয়েব কনটেন্টের ক্ষেত্রে গল্প পছন্দ হলে এবং আমি যে পারিশ্রমিক নিই সেটা দিলে কাজ করব। না হলে করব না। বরং ওয়েবের চেয়ে টিভি নাটকে অভিনয় করা ভালো।
এটা কেন মনে হয় আপনার?
একটা নাটক যদি আপনি করেন, সেটা না হলেও কোটি দর্শক দেখছেন। আর একটা ওয়েব করলে কি এত দর্শক দেখেন? বড়জোর দুই-তিন লাখ দর্শকের কাছে পৌঁছায়। তাহলে কোনটা বেটার? যেটা সবাই ওপেনলি দেখতে পারবে ওটাই বেটার না?
যে ছবিটি নিয়ে কথা হচ্ছে এখন, ওটা শুরুর পরিকল্পনা কবে থেকে?
ওরা ডেট চাচ্ছে ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে আমার ডেটগুলো লক হয়ে আছে। লাক্সের সঙ্গে একটা লম্বা ডেট দেওয়া আছে। ভিভোর কাজ আছে। আমি অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে আছি। সব কাজই এই নভেম্বর-ডিসেম্বরে পড়েছে। এগুলো শেষ করে জানুয়ারি থেকে নতুন ছবির শুটিংয়ে যেতে পারি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে