মৌলভীবাজার প্রতিনিধি
ঈদ এলেই ধনী-গরিব নির্বিশেষে সবাই চেষ্টা করেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে এবং প্রিয়জনকে উপহার দিতে। এ ক্ষেত্রে অনেক নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আশ্রয়স্থল অলিগলির ছোট দোকান কিংবা ফুটপাতের মার্কেট। এই মানুষগুলো বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা।
মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোড়, কোর্ট রোড, পশ্চিম বাজারসহ কুসুমবাগ এলাকায় রয়েছে এমন অনেক দোকান। এই সময়ে এসব মার্কেটে ধুম পড়ে কেনাকাটার। কারণ এখানে পাওয়া যায় সাধ্যের মধ্যে প্রয়োজনীয় নানা রুচিসম্মত পোশাক।
সেন্ট্রাল রোডের চৌমহনা থেকে কুসুমবাগ পর্যন্ত বেশ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়। মার্কেটের ছোট প্রতিটি দোকানে তিন-পাঁচজন করে কেনাকাটা করছেন।
দোকানিরা জানান, অন্যবারের চেয়ে এবার ক্রেতা তুলনামূলক কম। তবে শিশুদের পোশাকের বিভিন্ন দোকানে কিছুটা ভিড়। দোকানগুলোতে বড়দের পাঞ্জাবি সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোটদের পাঞ্জাবি ১৫০ থেকে ৩০০, পায়জামা ২০০ থেকে ৪০০ টাকা। রয়েছে শিশুদের জামা ২০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের টি-শার্ট ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সেন্ট্রাল রোডের বিক্রেতা ইয়ারিস আলী বলেন, ‘দুপুরে ও সন্ধ্যার পর ক্রেতার ভিড় হয়। যদিও অধিকাংশ ক্রেতা কেনাকাটা শুরু করেননি। আগামী তিন-চার দিনের মধ্যে মার্কেট পুরোদমে জমবে।’
দোকানমালিক ইয়াওর মিয়া বলেন, ‘এবার ঈদে নতুন ডিজাইনের পোশাক এসেছে। বড় অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের এখানে পণ্যের দাম কম। তাই ক্রেতারা ভিড় করছেন।’
রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওর থেকে কেনাকাটা করতে আসা ছয়ফুল মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ এত টাকা নাই। তাই ছোট দোকান থেকে কাপড় কিনি।’
কমলগঞ্জ থেকে আসা চা জনগোষ্ঠীর সদস্য খায়রুন বেগম বলেন, ‘বাচ্চার জন্য ঈদের কাপড় কিনতে এসেছি। যা রোজগার করি, কোনো রকম বেঁচে আছি। এখানে কম দামে পছন্দমতো কাপড় পাওয়া যায়।’
ক্রেতা সায়মন আলী বলেন, প্রতিবছর ছোট দোকানগুলোয় কেনাকাটা করি। তারা প্রথমে দাম একটু বেশি চায়। তবে দরকষাকষির পর সাধ্যের মধ্যে কেনাকাটা করা যায়।
সমাজকর্মী খালেদ হাসান বলেন, ‘মানুষের ব্যয় বেড়েছে, বাড়েনি আয়। নিত্যপণ্যের অধিক দামের কারণে দরিদ্র মানুষ নিষ্পেষিত হচ্ছে।’
ঈদ এলেই ধনী-গরিব নির্বিশেষে সবাই চেষ্টা করেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে এবং প্রিয়জনকে উপহার দিতে। এ ক্ষেত্রে অনেক নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আশ্রয়স্থল অলিগলির ছোট দোকান কিংবা ফুটপাতের মার্কেট। এই মানুষগুলো বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা।
মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোড়, কোর্ট রোড, পশ্চিম বাজারসহ কুসুমবাগ এলাকায় রয়েছে এমন অনেক দোকান। এই সময়ে এসব মার্কেটে ধুম পড়ে কেনাকাটার। কারণ এখানে পাওয়া যায় সাধ্যের মধ্যে প্রয়োজনীয় নানা রুচিসম্মত পোশাক।
সেন্ট্রাল রোডের চৌমহনা থেকে কুসুমবাগ পর্যন্ত বেশ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়। মার্কেটের ছোট প্রতিটি দোকানে তিন-পাঁচজন করে কেনাকাটা করছেন।
দোকানিরা জানান, অন্যবারের চেয়ে এবার ক্রেতা তুলনামূলক কম। তবে শিশুদের পোশাকের বিভিন্ন দোকানে কিছুটা ভিড়। দোকানগুলোতে বড়দের পাঞ্জাবি সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোটদের পাঞ্জাবি ১৫০ থেকে ৩০০, পায়জামা ২০০ থেকে ৪০০ টাকা। রয়েছে শিশুদের জামা ২০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের টি-শার্ট ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সেন্ট্রাল রোডের বিক্রেতা ইয়ারিস আলী বলেন, ‘দুপুরে ও সন্ধ্যার পর ক্রেতার ভিড় হয়। যদিও অধিকাংশ ক্রেতা কেনাকাটা শুরু করেননি। আগামী তিন-চার দিনের মধ্যে মার্কেট পুরোদমে জমবে।’
দোকানমালিক ইয়াওর মিয়া বলেন, ‘এবার ঈদে নতুন ডিজাইনের পোশাক এসেছে। বড় অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের এখানে পণ্যের দাম কম। তাই ক্রেতারা ভিড় করছেন।’
রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওর থেকে কেনাকাটা করতে আসা ছয়ফুল মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ এত টাকা নাই। তাই ছোট দোকান থেকে কাপড় কিনি।’
কমলগঞ্জ থেকে আসা চা জনগোষ্ঠীর সদস্য খায়রুন বেগম বলেন, ‘বাচ্চার জন্য ঈদের কাপড় কিনতে এসেছি। যা রোজগার করি, কোনো রকম বেঁচে আছি। এখানে কম দামে পছন্দমতো কাপড় পাওয়া যায়।’
ক্রেতা সায়মন আলী বলেন, প্রতিবছর ছোট দোকানগুলোয় কেনাকাটা করি। তারা প্রথমে দাম একটু বেশি চায়। তবে দরকষাকষির পর সাধ্যের মধ্যে কেনাকাটা করা যায়।
সমাজকর্মী খালেদ হাসান বলেন, ‘মানুষের ব্যয় বেড়েছে, বাড়েনি আয়। নিত্যপণ্যের অধিক দামের কারণে দরিদ্র মানুষ নিষ্পেষিত হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে