বিনোদন ডেস্ক
স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘তুমি আশেপাশে থাকলে’। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, কখনো না দেখা এক নতুন গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিয়ালটি। এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়।
ছোট পর্দার নিয়মিত মুখ রোহন। ‘ভজ গোবিন্দ’, ‘কোলের বউ’, ‘অপরাজিতা অপু’সহ বেশ কিছু সিরিয়ালে দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন সিনেমায়ও। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর ‘বাঘা যতীন’ সিনেমা। অন্যদিকে অঙ্গনা রায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমায়। ‘নষ্টনীড়’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘সেই যে হলুদ পাখি’, ‘রক্তকরবী’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ওয়েব সিরিজগুলোতে অঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে তাই রোহন ও অঙ্গনার রসায়ন দেখার অপেক্ষায় দর্শক।
কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সিরিয়ালটির এক মিনিটের টিজার। তাতে দেখা গেছে, রেললাইন ধরে পাশাপাশি হাঁটছে দেব ও পারু। পারু গুনগুন করে গাইছে। দেব কিছুটা চিন্তিত। পারু প্রশ্ন করে দেবকে, ‘কী ভাবছ বলো তো?’ দেব ‘কিছু না’ বললেও পারু পাল্টা প্রশ্ন করে, ‘কিছু তো একটা আছে, যা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ।’ দেব হেসে বলে, ‘তুই আমাকে সব সময় কী করে ধরে ফেলিস বল তো?’ তাদের কথার মাঝেই হুইসেল বাজিয়ে চলে আসে ট্রেন। রেললাইন থেকে ছিটকে রাস্তার এক পাশে পড়ে যায় দেব। চলন্ত ট্রেনের মুখোমুখি পারু। ট্রেন চলে যেতেই নিখোঁজ হয়ে যায় পারু। কোথাও তাকে পাওয়া যায় না। হঠাৎ পেছন থেকে দেবকে ডেকে ওঠে পারু।
জানা গেছে, ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহনের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে। দেবকে নানাভাবে সাহায্য করে সে। ‘চুনি পান্না’র পর তুমি আশেপাশে থাকলে সিরিয়াল দিয়ে স্টার জলসায় আবারও ফিরছে ভৌতিক কাহিনি। শিগগির শুরু হবে প্রচার।
স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল। নাম ‘তুমি আশেপাশে থাকলে’। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, কখনো না দেখা এক নতুন গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিয়ালটি। এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়।
ছোট পর্দার নিয়মিত মুখ রোহন। ‘ভজ গোবিন্দ’, ‘কোলের বউ’, ‘অপরাজিতা অপু’সহ বেশ কিছু সিরিয়ালে দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন সিনেমায়ও। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর ‘বাঘা যতীন’ সিনেমা। অন্যদিকে অঙ্গনা রায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমায়। ‘নষ্টনীড়’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘সেই যে হলুদ পাখি’, ‘রক্তকরবী’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ওয়েব সিরিজগুলোতে অঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে তাই রোহন ও অঙ্গনার রসায়ন দেখার অপেক্ষায় দর্শক।
কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সিরিয়ালটির এক মিনিটের টিজার। তাতে দেখা গেছে, রেললাইন ধরে পাশাপাশি হাঁটছে দেব ও পারু। পারু গুনগুন করে গাইছে। দেব কিছুটা চিন্তিত। পারু প্রশ্ন করে দেবকে, ‘কী ভাবছ বলো তো?’ দেব ‘কিছু না’ বললেও পারু পাল্টা প্রশ্ন করে, ‘কিছু তো একটা আছে, যা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ।’ দেব হেসে বলে, ‘তুই আমাকে সব সময় কী করে ধরে ফেলিস বল তো?’ তাদের কথার মাঝেই হুইসেল বাজিয়ে চলে আসে ট্রেন। রেললাইন থেকে ছিটকে রাস্তার এক পাশে পড়ে যায় দেব। চলন্ত ট্রেনের মুখোমুখি পারু। ট্রেন চলে যেতেই নিখোঁজ হয়ে যায় পারু। কোথাও তাকে পাওয়া যায় না। হঠাৎ পেছন থেকে দেবকে ডেকে ওঠে পারু।
জানা গেছে, ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহনের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে। দেবকে নানাভাবে সাহায্য করে সে। ‘চুনি পান্না’র পর তুমি আশেপাশে থাকলে সিরিয়াল দিয়ে স্টার জলসায় আবারও ফিরছে ভৌতিক কাহিনি। শিগগির শুরু হবে প্রচার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে