সোহেল মারমা, চট্টগ্রাম
চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তের অগ্রগতি আটকে আছে বাবুল-মিতু দম্পতির সন্তানদের বেলায় এসে। এই দম্পতির সন্তানদের জিজ্ঞাসাবাদ করাটা তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে বারবার মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আদালতে আবেদন করেও শিশু সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারছে না পিবিআই।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের (পুলিশ তদন্ত ব্যুরো) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মিতু হত্যায় প্রত্যক্ষদর্শী একমাত্র সাক্ষী ছিল তাঁদের এক শিশু সন্তান। ঘটনার সময় তার বয়স ছিল সাত বছর। মাকে হত্যার ব্যাপারে বর্ণনা দেওয়ার মতো তার যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে। তা ছাড়া মিতুর আরেক সন্তানের বয়স তখন ছিল চার বছর। বর্তমানে তার বয়স ১০। তারও বিভিন্ন ঘটনা বর্ণনা করার মতো যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে।
গত ৩১ মার্চ আদালতের নির্দেশে শিশু আইনে সব নিয়ম মেনে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে বাবুল-মিতু দম্পতির সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির করার কথা ছিল। এ জন্য আসামি বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবুর কাছেও হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। নির্ধারিত তারিখে সবাই উপস্থিত থাকলেও শিশু সাক্ষীদের হাজির করা হয়নি। পরদিন শোনা যায়, শিশুদের হাজিরার আদেশ বাতিল চেয়ে একদিন আগে হাইকোর্টে আবেদন করা হয়। যে আবেদনের শুনানি এখনো হয়নি।
ওমর ফারুক আরও বলেন, গত বছরের ১৯ মে ঢাকার একটি আদালতে শিশু সাক্ষীদের সন্ধান পেতে একটি পিটিশন দাখিল করেন তাঁদের নানা ও নিহত মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। পরে ঢাকার মোহাম্মদপুর থানা-পুলিশ ও ঝিনাইদহেরর শৈলকুপা থানা-পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
এই তদন্তকারী কর্মকর্তা বলছেন, শিশু সাক্ষীদের বারবার তদন্ত কর্মকর্তার কাছে উপস্থাপন না করার বিষয়টি স্পষ্ট ধারণা দিচ্ছে এই সন্তানদের পেছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যা প্রকাশ পেলে বাবুল আক্তার ফেঁসে যাবেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি দেওয়া এক আদেশে ১৫ দিনের মধ্যে মিতু-বাবুল দম্পতির দুই সন্তানকে তদন্তকারী কর্মকর্তার (আইও) কাছে উপস্থাপনের নির্দেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই আদেশের বিরুদ্ধে বাবুলের ভাই হাবিবুর রহমান রিভিশন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মিতু-বাবুলের দুই সন্তানকে শিশু আইন মেনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলাটির তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ও বর্তমানে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গত বছর করোনাকালীন পরিস্থিতি থাকায় তখন শিশু সন্তানদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু বলেন, ‘শিশু সন্তানদের কেন হাজির করছি না তা তদন্ত সংস্থা বলতে পারবে।
পরে তিনি একজনের নম্বর দিয়ে তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।’
একটি অ্যাপস ব্যবহার করে ওই নম্বরের মালিক সাবু নামের এক ব্যক্তিকে পাওয়া যায়। তিনি বাবুল আক্তারের আরেক ভাই বলে নিশ্চিত হওয়া গেছে। সাবু নিজেকে পরিবারের সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
২০১৬ সালের ৫ জুন বড় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে জিইসি মোড়ে হত্যাকাণ্ডের শিকার হন মিতু।
চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তের অগ্রগতি আটকে আছে বাবুল-মিতু দম্পতির সন্তানদের বেলায় এসে। এই দম্পতির সন্তানদের জিজ্ঞাসাবাদ করাটা তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে বারবার মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আদালতে আবেদন করেও শিশু সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারছে না পিবিআই।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের (পুলিশ তদন্ত ব্যুরো) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মিতু হত্যায় প্রত্যক্ষদর্শী একমাত্র সাক্ষী ছিল তাঁদের এক শিশু সন্তান। ঘটনার সময় তার বয়স ছিল সাত বছর। মাকে হত্যার ব্যাপারে বর্ণনা দেওয়ার মতো তার যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে। তা ছাড়া মিতুর আরেক সন্তানের বয়স তখন ছিল চার বছর। বর্তমানে তার বয়স ১০। তারও বিভিন্ন ঘটনা বর্ণনা করার মতো যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে।
গত ৩১ মার্চ আদালতের নির্দেশে শিশু আইনে সব নিয়ম মেনে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে বাবুল-মিতু দম্পতির সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির করার কথা ছিল। এ জন্য আসামি বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবুর কাছেও হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। নির্ধারিত তারিখে সবাই উপস্থিত থাকলেও শিশু সাক্ষীদের হাজির করা হয়নি। পরদিন শোনা যায়, শিশুদের হাজিরার আদেশ বাতিল চেয়ে একদিন আগে হাইকোর্টে আবেদন করা হয়। যে আবেদনের শুনানি এখনো হয়নি।
ওমর ফারুক আরও বলেন, গত বছরের ১৯ মে ঢাকার একটি আদালতে শিশু সাক্ষীদের সন্ধান পেতে একটি পিটিশন দাখিল করেন তাঁদের নানা ও নিহত মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। পরে ঢাকার মোহাম্মদপুর থানা-পুলিশ ও ঝিনাইদহেরর শৈলকুপা থানা-পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
এই তদন্তকারী কর্মকর্তা বলছেন, শিশু সাক্ষীদের বারবার তদন্ত কর্মকর্তার কাছে উপস্থাপন না করার বিষয়টি স্পষ্ট ধারণা দিচ্ছে এই সন্তানদের পেছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। যা প্রকাশ পেলে বাবুল আক্তার ফেঁসে যাবেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি দেওয়া এক আদেশে ১৫ দিনের মধ্যে মিতু-বাবুল দম্পতির দুই সন্তানকে তদন্তকারী কর্মকর্তার (আইও) কাছে উপস্থাপনের নির্দেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই আদেশের বিরুদ্ধে বাবুলের ভাই হাবিবুর রহমান রিভিশন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মিতু-বাবুলের দুই সন্তানকে শিশু আইন মেনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলাটির তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ও বর্তমানে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গত বছর করোনাকালীন পরিস্থিতি থাকায় তখন শিশু সন্তানদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু বলেন, ‘শিশু সন্তানদের কেন হাজির করছি না তা তদন্ত সংস্থা বলতে পারবে।
পরে তিনি একজনের নম্বর দিয়ে তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।’
একটি অ্যাপস ব্যবহার করে ওই নম্বরের মালিক সাবু নামের এক ব্যক্তিকে পাওয়া যায়। তিনি বাবুল আক্তারের আরেক ভাই বলে নিশ্চিত হওয়া গেছে। সাবু নিজেকে পরিবারের সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
২০১৬ সালের ৫ জুন বড় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে জিইসি মোড়ে হত্যাকাণ্ডের শিকার হন মিতু।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে