সম্পাদকীয়
কাজী মোতাহার হোসেনের দুটো বিষয়ে ছিল নামডাক। একটি হলো দাবার প্রতি নেশা, আরেকটি তাঁর আত্মভোলা মন। অসাধারণ গণিতবিদ হিসেবে একাডেমিক পর্যায়ে তাঁর পরিচিতি ছিল, কিন্তু আত্মভোলা প্রফেসরের কথা সবাই জানে।
একবার ১৯৬৫ সালে করাচিতে দিলারা হাশেমদের মা-বাবার থাকার জায়গা আজিজাবাদের বাড়িতে সস্ত্রীক উঠেছেন তাঁরা। দিলারা হাশেম তাঁর গার্ডেন রোডের বাড়ি থেকে চলে এলেন সাজু খালা ও খালুকে দেখতে।
সেখানে দিলারা হাশেমের মায়ের গান শুনে তাঁরা সাজু খালার এক জ্ঞাতিভাইয়ের বাড়ি কেমাড়ীর দিকে রওনা হলেন। গাড়িতেই উসখুস করছিলেন কাজী মোতাহার হোসেন। সেই জ্ঞাতিভাইয়ের বাড়িতে যাওয়ার পথেই তিনি দেখলেন, পাশের একটি বাসায় কয়েকজন লোক দাবা খেলছেন। ‘আমি একটু আসি’ বলে উধাও হয়ে গেলেন কাজী সাহেব। রাত বাড়ল। খাওয়াদাওয়া সারা হলো, কিন্তু কাজী সাহেবের দেখা নেই। এই বিদেশবিভুঁইয়ে কোথায় গেলেন তিনি? সাজেদা খাতুন তাঁর জ্ঞাতিভাই বাহাউদ্দিনকে নিয়ে বেরোলেন তাঁকে খুঁজতে। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই বাড়িটিতে, যেখানে দাবা খেলা হচ্ছিল। সময়ের কোনো হুঁশ ছিল না কাজী সাহেবের।
এর বহু আগে একবার সঙ্গীসহ দাবা খেলায় নিমগ্ন ছিলেন তিনি। কিন্তু দাবা খেলতে খেলতে একটু পর খেয়াল করলেন, যে চৌকিতে দাবার বোর্ড রাখা হয়েছে, সেটা হঠাৎ কাঁপতে শুরু করেছে এবং গুটিগুলো পড়ে গেছে। খুব খেপে গেলেন কাজী সাহেব। তিনি তখন ভাবছিলেন কোন চাল চলবেন, অথচ গুটিগুলো পড়ে গেল! আবার গুটি সাজিয়ে খেলা শুরু হলে কাজী সাহেব মনে করলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় বুঝি গুটিগুলো ইচ্ছে করে ফেলে দিচ্ছেন।
এ সময় সাজেদা খাতুনসহ সবাই হইচই করে বাড়ি থেকে সবাইকে বের করে দিচ্ছিলেন। কিন্তু সে কথা কানে ঢোকেনি কাজী সাহেবের। পরে জানা গেল প্রবল ভূমিকম্প হয়েছিল তখন। এ কারণেই গুটিগুলো পড়ে যাচ্ছিল!
সূত্র: কাজী মোতাহার হোসেন আপনজনদের স্মৃতি কথা ৬৭-৬৮
কাজী মোতাহার হোসেনের দুটো বিষয়ে ছিল নামডাক। একটি হলো দাবার প্রতি নেশা, আরেকটি তাঁর আত্মভোলা মন। অসাধারণ গণিতবিদ হিসেবে একাডেমিক পর্যায়ে তাঁর পরিচিতি ছিল, কিন্তু আত্মভোলা প্রফেসরের কথা সবাই জানে।
একবার ১৯৬৫ সালে করাচিতে দিলারা হাশেমদের মা-বাবার থাকার জায়গা আজিজাবাদের বাড়িতে সস্ত্রীক উঠেছেন তাঁরা। দিলারা হাশেম তাঁর গার্ডেন রোডের বাড়ি থেকে চলে এলেন সাজু খালা ও খালুকে দেখতে।
সেখানে দিলারা হাশেমের মায়ের গান শুনে তাঁরা সাজু খালার এক জ্ঞাতিভাইয়ের বাড়ি কেমাড়ীর দিকে রওনা হলেন। গাড়িতেই উসখুস করছিলেন কাজী মোতাহার হোসেন। সেই জ্ঞাতিভাইয়ের বাড়িতে যাওয়ার পথেই তিনি দেখলেন, পাশের একটি বাসায় কয়েকজন লোক দাবা খেলছেন। ‘আমি একটু আসি’ বলে উধাও হয়ে গেলেন কাজী সাহেব। রাত বাড়ল। খাওয়াদাওয়া সারা হলো, কিন্তু কাজী সাহেবের দেখা নেই। এই বিদেশবিভুঁইয়ে কোথায় গেলেন তিনি? সাজেদা খাতুন তাঁর জ্ঞাতিভাই বাহাউদ্দিনকে নিয়ে বেরোলেন তাঁকে খুঁজতে। অবশেষে খুঁজে পাওয়া গেল সেই বাড়িটিতে, যেখানে দাবা খেলা হচ্ছিল। সময়ের কোনো হুঁশ ছিল না কাজী সাহেবের।
এর বহু আগে একবার সঙ্গীসহ দাবা খেলায় নিমগ্ন ছিলেন তিনি। কিন্তু দাবা খেলতে খেলতে একটু পর খেয়াল করলেন, যে চৌকিতে দাবার বোর্ড রাখা হয়েছে, সেটা হঠাৎ কাঁপতে শুরু করেছে এবং গুটিগুলো পড়ে গেছে। খুব খেপে গেলেন কাজী সাহেব। তিনি তখন ভাবছিলেন কোন চাল চলবেন, অথচ গুটিগুলো পড়ে গেল! আবার গুটি সাজিয়ে খেলা শুরু হলে কাজী সাহেব মনে করলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় বুঝি গুটিগুলো ইচ্ছে করে ফেলে দিচ্ছেন।
এ সময় সাজেদা খাতুনসহ সবাই হইচই করে বাড়ি থেকে সবাইকে বের করে দিচ্ছিলেন। কিন্তু সে কথা কানে ঢোকেনি কাজী সাহেবের। পরে জানা গেল প্রবল ভূমিকম্প হয়েছিল তখন। এ কারণেই গুটিগুলো পড়ে যাচ্ছিল!
সূত্র: কাজী মোতাহার হোসেন আপনজনদের স্মৃতি কথা ৬৭-৬৮
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে