খান রফিক, বরিশাল
প্রতিষ্ঠার শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের কোনো কমিটি বা নেতৃত্ব নেই; কিন্তু ছাত্রলীগ নেতা-কর্মী পরিচয়ে নানা সংঘাত ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে একশ্রেণির ছাত্র। তাঁরা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী পরিচয়ে একের পর এক অঘটন ঘটিয়ে পার পেয়ে যাচ্ছেন। এঁদের কর্মকাণ্ডের সর্বশেষ শিকার বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী তারেকুজ্জামান তারেক । তাঁকে ডেকে নিয়ে মারধরের একটি ভিডিও ক্যাম্পাসে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, ২৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে সিট দখলকে কেন্দ্র করে দুই আবাসিক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীরা মারধর করেন। এ ঘটনায় ২৮ আগস্ট হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের মাহমুদুল হাসান দোলন এবং আইন বিভাগের তারেকুজ্জামান তারেক। ১৩ দিন আগের ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভিডিওতে দেখা গেছে, শের-ই-বাংলা হলের ছাত্র তারেকুজ্জামান তারেককে মারতে মারতে কক্ষ থেকে বের করে নিয়ে আসছেন দেলোয়ার হোসেন, সোহাগ ও রাকিবুল হাসান। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী মহিউদ্দীন আহমেদ সিফাতের অনুসারী।
তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও সোহাগ দাবি করেন, ওই হলের ছাত্র হলেও মারামারির বিষয়ে কিছুই জানেন না তাঁরা। এ রকম কোনো ঘটনা ঘটেছে কি না তাও জানা নেই।
মহিউদ্দীন আহমেদ সিফাত বলেন, ভিডিও দিলেই কি ভাইরাল হয়। হলের মধ্যে একটু ঝামেলা হতেই পারে। প্রভোস্ট আবু জাফর ওই ভিডিও সাংবাদিকদের সরবরাহ করে ভাইরাল করিয়েছেন। সিফাত বলেন, ‘আমি ছাত্রলীগের একজন কর্মী। তাই বলে সবকিছুর দায়ভার তো নেব না।’
এ প্রসঙ্গে শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের জানান, কতিপয় শিক্ষার্থী দুজন আবাসিক ছাত্রকে মারধরের লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবেন।
এর আগে ৬ জুলাই ববিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়র সমর্থিত ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে সাতজন আহত হন। ওই ঘটনার পর চার ছাত্র নিরাপত্তা চেয়ে ববি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন।
১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাব্বী খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগের মহিউদ্দিন আহমেদ সিফাত ও অমিত হাসান রক্তিম গ্রুপের কর্মীদের বিরুদ্ধে।
তবে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান সাকিল বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব নিয়ন্ত্রণ করে কেন্দ্র। তবে ওখানে কমিটি তো দূরে থাক, কিছুই নেই ছাত্রলীগের। সেখানকার ঘটনা অভ্যন্তরীণ বিষয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, তিনি শুনেছেন শের-ই-বাংলা হলে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছে। প্রভোস্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই, সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে সম্প্রতি সংঘটিত ঘটনাগুলোতে জড়িতরা ছাত্রলীগ কর্মী কি না। অনেকেই তো ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করছে; বরং ছাত্রলীগের উচিত ব্যবস্থা নেওয়া। তিনি স্বীকার করেন সম্প্রতি চার ছাত্র নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বরিশাল নগর ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় উপ-সমাজসেবা সম্পাদক তানভির হাসান সৈকত বলেন, আসলে যাঁরা অঘটন ঘটাচ্ছেন তাঁরা আদৌ ছাত্রলীগ করেন কি না তা খতিয়ে দেখতে হবে। যেহেতু ববিতে কমিটি নেই, পদ নেই, তা হলে এখনই কেন ছাত্রলীগকে দোষারোপ। এ বিষয়গুলোতে ববি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তিনি বলেন, প্রশাসনের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ যারা অনিয়ম, সংঘাত ঘটায় তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রই।
প্রতিষ্ঠার শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের কোনো কমিটি বা নেতৃত্ব নেই; কিন্তু ছাত্রলীগ নেতা-কর্মী পরিচয়ে নানা সংঘাত ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে একশ্রেণির ছাত্র। তাঁরা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী পরিচয়ে একের পর এক অঘটন ঘটিয়ে পার পেয়ে যাচ্ছেন। এঁদের কর্মকাণ্ডের সর্বশেষ শিকার বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী তারেকুজ্জামান তারেক । তাঁকে ডেকে নিয়ে মারধরের একটি ভিডিও ক্যাম্পাসে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, ২৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে সিট দখলকে কেন্দ্র করে দুই আবাসিক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীরা মারধর করেন। এ ঘটনায় ২৮ আগস্ট হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের মাহমুদুল হাসান দোলন এবং আইন বিভাগের তারেকুজ্জামান তারেক। ১৩ দিন আগের ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভিডিওতে দেখা গেছে, শের-ই-বাংলা হলের ছাত্র তারেকুজ্জামান তারেককে মারতে মারতে কক্ষ থেকে বের করে নিয়ে আসছেন দেলোয়ার হোসেন, সোহাগ ও রাকিবুল হাসান। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী মহিউদ্দীন আহমেদ সিফাতের অনুসারী।
তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও সোহাগ দাবি করেন, ওই হলের ছাত্র হলেও মারামারির বিষয়ে কিছুই জানেন না তাঁরা। এ রকম কোনো ঘটনা ঘটেছে কি না তাও জানা নেই।
মহিউদ্দীন আহমেদ সিফাত বলেন, ভিডিও দিলেই কি ভাইরাল হয়। হলের মধ্যে একটু ঝামেলা হতেই পারে। প্রভোস্ট আবু জাফর ওই ভিডিও সাংবাদিকদের সরবরাহ করে ভাইরাল করিয়েছেন। সিফাত বলেন, ‘আমি ছাত্রলীগের একজন কর্মী। তাই বলে সবকিছুর দায়ভার তো নেব না।’
এ প্রসঙ্গে শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের জানান, কতিপয় শিক্ষার্থী দুজন আবাসিক ছাত্রকে মারধরের লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবেন।
এর আগে ৬ জুলাই ববিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়র সমর্থিত ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে সাতজন আহত হন। ওই ঘটনার পর চার ছাত্র নিরাপত্তা চেয়ে ববি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন।
১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাব্বী খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগের মহিউদ্দিন আহমেদ সিফাত ও অমিত হাসান রক্তিম গ্রুপের কর্মীদের বিরুদ্ধে।
তবে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান সাকিল বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব নিয়ন্ত্রণ করে কেন্দ্র। তবে ওখানে কমিটি তো দূরে থাক, কিছুই নেই ছাত্রলীগের। সেখানকার ঘটনা অভ্যন্তরীণ বিষয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, তিনি শুনেছেন শের-ই-বাংলা হলে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছে। প্রভোস্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই, সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে সম্প্রতি সংঘটিত ঘটনাগুলোতে জড়িতরা ছাত্রলীগ কর্মী কি না। অনেকেই তো ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করছে; বরং ছাত্রলীগের উচিত ব্যবস্থা নেওয়া। তিনি স্বীকার করেন সম্প্রতি চার ছাত্র নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বরিশাল নগর ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় উপ-সমাজসেবা সম্পাদক তানভির হাসান সৈকত বলেন, আসলে যাঁরা অঘটন ঘটাচ্ছেন তাঁরা আদৌ ছাত্রলীগ করেন কি না তা খতিয়ে দেখতে হবে। যেহেতু ববিতে কমিটি নেই, পদ নেই, তা হলে এখনই কেন ছাত্রলীগকে দোষারোপ। এ বিষয়গুলোতে ববি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তিনি বলেন, প্রশাসনের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ যারা অনিয়ম, সংঘাত ঘটায় তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে