সাইফুল ইসলাম সানি, সখীপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচনী প্রচার জমে উঠেছে। গামছা প্রতীকের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম নির্বাচনী মাঠ।
নির্বাচনী পথসভায় এই দুই প্রার্থীর কেউ কাউকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছেন না। কাদের সিদ্দিকী কথায় কথায় বলছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বোন।’ এর জবাবে জয় বলছেন, ‘আমি প্রধানমন্ত্রীর ভাতিজা।’ এভাবে তাঁদের কথার পিঠে কথা, মিছিল-সমাবেশ, পথসভা, উঠান বৈঠকে জমে উঠেছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচনী প্রচার।
বেশ কয়েকটি নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্য বিশ্লেষণে জানা গেছে, এবার কাদের সিদ্দিকীর নির্বাচনী মূল প্রতিশ্রুতি দুই উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা এবং আটিয়া বন অধ্যাদেশ সংশোধন অথবা বাতিল করে বন বিভাগের অত্যাচার থেকে সখীপুরবাসীকে মুক্ত করা। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় ওই সবের পাশাপাশি এলাকার বেকার সমস্যা দূর করে রাস্তাঘাট শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন নিয়মিত।
সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের সিদ্দিকীকে ঘিরে যত শঙ্কা ও অস্বস্তি স্থানীয় আওয়ামী লীগের। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাঠে নেমে পড়েন বঙ্গবীর। গুঞ্জন ওঠে টাঙ্গাইল-৮ আসন প্রধানমন্ত্রী তাঁর ভাই (রাজনৈতিক) কাদের সিদ্দিকীকে ছেড়ে দিয়েছেন। এরপর তফসিল ঘোষণা, মনোনয়ন, আসন ভাগাভাগিসহ নির্বাচনী সব কটা স্তরে এই গুঞ্জন স্থানীয় আওয়ামী লীগকে নীরব যন্ত্রণায় পুড়িয়েছে। তবে গত ২৪ ডিসেম্বর অনুপম শাহজাহান জয় সখীপুর-বাসাইলের কয়েকজন নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর থেকেই প্রচারে চাঙাভাব ফিরে পায় আওয়ামী লীগ।
গুঞ্জন উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় বলেন, জননেত্রী শেখ হাসিনা হিসাব-নিকাশ করেই মনোনয়ন দিয়েছেন। এ আসনে প্রকাশ্যে বা গোপনে কোনো জোট নেই। উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের মাধ্যমেই আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেব।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, আসনটি মূলত নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।
এদিকে কাদের সিদ্দিকী নির্বাচনী সভায় প্রায় সময় বলেন, এবার যদি ভোটকেন্দ্রে ভোটার না হয়, সম্মান যাবে প্রধানমন্ত্রীর। আমি চাই সুষ্ঠু একটি নির্বাচন। যে নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকী সেই ১৯৭১ সাল থেকেই সখীপুর-বাসাইলের মানুষের সঙ্গে মিশে আছেন। হতে পারে এটাই তাঁর শেষ নির্বাচন, আমরা বিশ্বাস করি, মানুষ বঙ্গবীরকে ভোটের মাধ্যমেই নির্বাচিত করে সংসদে পাঠাবেন।
আসনটিতে আরও চারটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির রেজাউল করিম রেজা (লাঙ্গল), বিকল্প ধারার প্রার্থী আবুল হাসেম দূর্জয় (কুলা), বাংলাদেশ কংগ্রেসের মোস্তফা কামাল বাদল (ডাব) ও তৃণমূল বিএনপির পারুল (সোনালী আঁশ)। তবে তাঁদের কাউকে প্রচারের মাঠে দেখা যাচ্ছে না।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচনী প্রচার জমে উঠেছে। গামছা প্রতীকের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম নির্বাচনী মাঠ।
নির্বাচনী পথসভায় এই দুই প্রার্থীর কেউ কাউকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছেন না। কাদের সিদ্দিকী কথায় কথায় বলছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বোন।’ এর জবাবে জয় বলছেন, ‘আমি প্রধানমন্ত্রীর ভাতিজা।’ এভাবে তাঁদের কথার পিঠে কথা, মিছিল-সমাবেশ, পথসভা, উঠান বৈঠকে জমে উঠেছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচনী প্রচার।
বেশ কয়েকটি নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্য বিশ্লেষণে জানা গেছে, এবার কাদের সিদ্দিকীর নির্বাচনী মূল প্রতিশ্রুতি দুই উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা এবং আটিয়া বন অধ্যাদেশ সংশোধন অথবা বাতিল করে বন বিভাগের অত্যাচার থেকে সখীপুরবাসীকে মুক্ত করা। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় ওই সবের পাশাপাশি এলাকার বেকার সমস্যা দূর করে রাস্তাঘাট শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন নিয়মিত।
সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের সিদ্দিকীকে ঘিরে যত শঙ্কা ও অস্বস্তি স্থানীয় আওয়ামী লীগের। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাঠে নেমে পড়েন বঙ্গবীর। গুঞ্জন ওঠে টাঙ্গাইল-৮ আসন প্রধানমন্ত্রী তাঁর ভাই (রাজনৈতিক) কাদের সিদ্দিকীকে ছেড়ে দিয়েছেন। এরপর তফসিল ঘোষণা, মনোনয়ন, আসন ভাগাভাগিসহ নির্বাচনী সব কটা স্তরে এই গুঞ্জন স্থানীয় আওয়ামী লীগকে নীরব যন্ত্রণায় পুড়িয়েছে। তবে গত ২৪ ডিসেম্বর অনুপম শাহজাহান জয় সখীপুর-বাসাইলের কয়েকজন নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর থেকেই প্রচারে চাঙাভাব ফিরে পায় আওয়ামী লীগ।
গুঞ্জন উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় বলেন, জননেত্রী শেখ হাসিনা হিসাব-নিকাশ করেই মনোনয়ন দিয়েছেন। এ আসনে প্রকাশ্যে বা গোপনে কোনো জোট নেই। উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের মাধ্যমেই আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেব।
সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, আসনটি মূলত নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।
এদিকে কাদের সিদ্দিকী নির্বাচনী সভায় প্রায় সময় বলেন, এবার যদি ভোটকেন্দ্রে ভোটার না হয়, সম্মান যাবে প্রধানমন্ত্রীর। আমি চাই সুষ্ঠু একটি নির্বাচন। যে নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকী সেই ১৯৭১ সাল থেকেই সখীপুর-বাসাইলের মানুষের সঙ্গে মিশে আছেন। হতে পারে এটাই তাঁর শেষ নির্বাচন, আমরা বিশ্বাস করি, মানুষ বঙ্গবীরকে ভোটের মাধ্যমেই নির্বাচিত করে সংসদে পাঠাবেন।
আসনটিতে আরও চারটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির রেজাউল করিম রেজা (লাঙ্গল), বিকল্প ধারার প্রার্থী আবুল হাসেম দূর্জয় (কুলা), বাংলাদেশ কংগ্রেসের মোস্তফা কামাল বাদল (ডাব) ও তৃণমূল বিএনপির পারুল (সোনালী আঁশ)। তবে তাঁদের কাউকে প্রচারের মাঠে দেখা যাচ্ছে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে