সৌগত বসু, খুলনা থেকে ফিরে
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলায় ছয়টি আসন। সবগুলো আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ১২ দিন বাকি থাকলেও এই জেলায় দলটির কোনো প্রচার-প্রচারণা নেই। দলীয় সূত্র আভাস দিয়েছে, জাতীয় পার্টির ছয় প্রার্থী নির্বাচন থেকে সরে যেতে পারেন।
এদিকে খুলনার ছয় আসনে আওয়ামী লীগের নির্বাচনী হিসাবও কিছুটা জটিল হয়ে উঠেছে। বিশেষ করে খুলনা-৪, ৫ ও ৬ আসনে নৌকা প্রতীক শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। এই তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগেরই নেতারা। অবশ্য খুলনা-১, ২ ও ৩ আসনে অনেকটাই নির্ভার রয়েছেন নৌকার প্রার্থীরা।
সরে যেতে পারে জাতীয় পার্টি
জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেও খুলনায় মাঠে নেই জাতীয় পার্টির প্রার্থী কিংবা নেতা-কর্মীরা। গত রোববার খুলনা সদর, ডুমুরিয়া ও রূপসা উপজেলা ঘুরে দলটির কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। দলীয় সূত্র বলছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির ছয় প্রার্থী। তৃণমূলের বেশির ভাগ নেতা-কর্মীও এ ব্যাপারে একমত।
দলীয় সূত্র বলেছে, স্থানীয় পর্যায়ে ২০ ডিসেম্বর জাতীয় পার্টির নেতা-কর্মীরা একটি বৈঠক করেছেন। সেখানে দলটির ছয় প্রার্থী ও তৃণমূলের নেতা-কর্মীরা খুলনা জেলার নির্বাচন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলা হয়েছিল, খুলনা-৬ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। তবে তেমন কিছু না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা।
খুলনা-৬ আসনের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, তাঁরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছিল, তেমন হচ্ছে না। খুলনায় জাতীয় পার্টির একটা আসন দেওয়ার কথা ছিল। সেটিও হয়নি। কেন্দ্র থেকে কোনো অর্থনৈতিক সুবিধাও পাওয়া যাচ্ছে না। ফলে প্রচারণায় তেমন জোর নেই।
তিন আসনে নির্ভার আ.লীগ
খুলনা বিভাগের অন্য সব জেলা শহর থেকে খুলনা শহরের চিত্র একটু ভিন্ন। সারা দিন শুধু ইঞ্জিনচালিত রিকশার শব্দ আর মানুষের কর্মব্যস্ততা। সারা দেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তা এখানে কেবল কিছু পোস্টারেই ধরা পড়ে। সে কারণেই হয়তো রিকশাচালক মো. জাহাঙ্গীর বললেন, ‘শহরে ভোট নিয়ে কাউকে কথা বলতে শুনি নাই। পোস্টার যা আছে, সব একজনের।’
গত রোববার খুলনা শহর ঘুরে নৌকা প্রতীকের পোস্টারের বাইরে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী দেবদাস সরকারের ৯টি ব্যানার চোখে পড়ে। খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ছয়জন।
এর মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. সাঈদুর রহমান। তিনি শেখ সালাহউদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস)। শহরে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর তেমন কোনো রাজনৈতিক পরিচিতি নেই।
গত শনিবার সকালে ডজনখানেক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা-২ আসনে নৌকার কোনো বিকল্প কখনো কেউ চিন্তাও করে না। তাই প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্ন নেই। এই আসনের মতো খুলনার-২ ও ৩ আসনেও নেই নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বিতা।
তিন আসনে নৌকা বনাম আ.লীগ
খুলনা শহরের ঠিক পাশেই রূপসায় অবশ্য ভিন্ন চিত্র। খুলনা-৪ আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে। এখানে নৌকা প্রতীকের প্রার্থী ব্যবসায়ী ও রাজনীতিবিদ সালাম মুর্শেদী। তাঁর বিপক্ষে শক্ত অবস্থানে আছেন মোর্ত্তজা রশিদী দারা। তিনি খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এই আসনের তিনবারের সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ছোট ভাই।
স্থানীয় সূত্র বলেছে, ব্যবসায়ী হওয়ায় এলাকার সঙ্গে দূরত্ব বেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর। ফলে তৃণমূলের অনেকেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এই আসনের মতো খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে নৌকা শিবিরে। এখানে প্রথমবার নৌকা প্রতীক পেয়েছেন মো. রশীদুজ্জামান। এতে বেঁকে বসেছেন তৃণমূলের কিছু নেতা-কর্মী। এ আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
খুলনা-৫ আসন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে। এখানে নৌকা প্রতীকে ভোট করছেন বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। তাঁর প্রতিদ্বন্দ্বী ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলায় ছয়টি আসন। সবগুলো আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ১২ দিন বাকি থাকলেও এই জেলায় দলটির কোনো প্রচার-প্রচারণা নেই। দলীয় সূত্র আভাস দিয়েছে, জাতীয় পার্টির ছয় প্রার্থী নির্বাচন থেকে সরে যেতে পারেন।
এদিকে খুলনার ছয় আসনে আওয়ামী লীগের নির্বাচনী হিসাবও কিছুটা জটিল হয়ে উঠেছে। বিশেষ করে খুলনা-৪, ৫ ও ৬ আসনে নৌকা প্রতীক শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। এই তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগেরই নেতারা। অবশ্য খুলনা-১, ২ ও ৩ আসনে অনেকটাই নির্ভার রয়েছেন নৌকার প্রার্থীরা।
সরে যেতে পারে জাতীয় পার্টি
জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেও খুলনায় মাঠে নেই জাতীয় পার্টির প্রার্থী কিংবা নেতা-কর্মীরা। গত রোববার খুলনা সদর, ডুমুরিয়া ও রূপসা উপজেলা ঘুরে দলটির কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। দলীয় সূত্র বলছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির ছয় প্রার্থী। তৃণমূলের বেশির ভাগ নেতা-কর্মীও এ ব্যাপারে একমত।
দলীয় সূত্র বলেছে, স্থানীয় পর্যায়ে ২০ ডিসেম্বর জাতীয় পার্টির নেতা-কর্মীরা একটি বৈঠক করেছেন। সেখানে দলটির ছয় প্রার্থী ও তৃণমূলের নেতা-কর্মীরা খুলনা জেলার নির্বাচন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলা হয়েছিল, খুলনা-৬ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। তবে তেমন কিছু না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা।
খুলনা-৬ আসনের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, তাঁরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছিল, তেমন হচ্ছে না। খুলনায় জাতীয় পার্টির একটা আসন দেওয়ার কথা ছিল। সেটিও হয়নি। কেন্দ্র থেকে কোনো অর্থনৈতিক সুবিধাও পাওয়া যাচ্ছে না। ফলে প্রচারণায় তেমন জোর নেই।
তিন আসনে নির্ভার আ.লীগ
খুলনা বিভাগের অন্য সব জেলা শহর থেকে খুলনা শহরের চিত্র একটু ভিন্ন। সারা দিন শুধু ইঞ্জিনচালিত রিকশার শব্দ আর মানুষের কর্মব্যস্ততা। সারা দেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তা এখানে কেবল কিছু পোস্টারেই ধরা পড়ে। সে কারণেই হয়তো রিকশাচালক মো. জাহাঙ্গীর বললেন, ‘শহরে ভোট নিয়ে কাউকে কথা বলতে শুনি নাই। পোস্টার যা আছে, সব একজনের।’
গত রোববার খুলনা শহর ঘুরে নৌকা প্রতীকের পোস্টারের বাইরে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী দেবদাস সরকারের ৯টি ব্যানার চোখে পড়ে। খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ছয়জন।
এর মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. সাঈদুর রহমান। তিনি শেখ সালাহউদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস)। শহরে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর তেমন কোনো রাজনৈতিক পরিচিতি নেই।
গত শনিবার সকালে ডজনখানেক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা-২ আসনে নৌকার কোনো বিকল্প কখনো কেউ চিন্তাও করে না। তাই প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্ন নেই। এই আসনের মতো খুলনার-২ ও ৩ আসনেও নেই নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বিতা।
তিন আসনে নৌকা বনাম আ.লীগ
খুলনা শহরের ঠিক পাশেই রূপসায় অবশ্য ভিন্ন চিত্র। খুলনা-৪ আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে। এখানে নৌকা প্রতীকের প্রার্থী ব্যবসায়ী ও রাজনীতিবিদ সালাম মুর্শেদী। তাঁর বিপক্ষে শক্ত অবস্থানে আছেন মোর্ত্তজা রশিদী দারা। তিনি খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এই আসনের তিনবারের সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ছোট ভাই।
স্থানীয় সূত্র বলেছে, ব্যবসায়ী হওয়ায় এলাকার সঙ্গে দূরত্ব বেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর। ফলে তৃণমূলের অনেকেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এই আসনের মতো খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে নৌকা শিবিরে। এখানে প্রথমবার নৌকা প্রতীক পেয়েছেন মো. রশীদুজ্জামান। এতে বেঁকে বসেছেন তৃণমূলের কিছু নেতা-কর্মী। এ আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
খুলনা-৫ আসন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে। এখানে নৌকা প্রতীকে ভোট করছেন বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। তাঁর প্রতিদ্বন্দ্বী ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে