শরীয়তপুর প্রতিনিধি
পাঁচ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ। নতুন করে নির্মাণের উদ্যোগ নিলে পদ্মার ভাঙনের কারণে তাও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার মানুষ।
দুই উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার নামে একটি উড়াল সেতু। এটি পদ্মা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হবে।
গত রোববার রাতে শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উড়াল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।
এলজিইডি সূত্রে জানা যায়, নড়িয়া-জাজিরা সড়কে যানবাহন চলাচলের জন্য ২০০০ সালে নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৬ সালে সেতুটির দুটি পিয়ার ও পূর্ব প্রান্তের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ২০১৭ সালে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ১৪৫ মিটার সেতু নির্মাণের জন্য নাভানা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এলজিইডি। প্রতিষ্ঠানটি অল্প কিছু কাজ করে। ২০১৮ সালের পদ্মার ভাঙনের কারণে সেতুর নির্মাণকাজ বন্ধ করা হয়। ভাঙনের কারণে নড়িয়ার কীর্তিনাশা নদীর কিছু অবস্থানের পরিবর্তন হয়। যার কারণে নকশা অনুযায়ী, সেতুটির নির্মাণকাজ আর করা সম্ভব হয়নি।
কীর্তিনাশা নদীর ওই স্থানে উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সাংসদের অনুরোধে এলজিইডি সম্ভাব্যতা যাচাই করে ১০৫ মিটার মূল সেতুর সঙ্গে নড়িয়া বাজারের পেছন দিয়ে পদ্মার তীর ঘেঁষে ২২২ মিটার উড়াল সেতু নির্মাণের প্রস্তাব করেন।
৩০ কোটি ২১ লাখ টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ করে দরপত্র দেওয়া হয়। কোহিনুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩২৭ মিটার উড়াল সেতু নির্মাণের কার্যাদেশ দিয়েছে এলজিইডি। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে যানবাহন চলত না। এটি নড়িয়ার ও জাজিরার মানুষদের কষ্ট দিচ্ছে, দুর্ভোগ হচ্ছে। তাই উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
পাঁচ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ। নতুন করে নির্মাণের উদ্যোগ নিলে পদ্মার ভাঙনের কারণে তাও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার মানুষ।
দুই উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার নামে একটি উড়াল সেতু। এটি পদ্মা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হবে।
গত রোববার রাতে শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম উড়াল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।
এলজিইডি সূত্রে জানা যায়, নড়িয়া-জাজিরা সড়কে যানবাহন চলাচলের জন্য ২০০০ সালে নড়িয়া উপজেলা সদরে কীর্তিনাশা নদীর ওপর ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৬ সালে সেতুটির দুটি পিয়ার ও পূর্ব প্রান্তের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ২০১৭ সালে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ১৪৫ মিটার সেতু নির্মাণের জন্য নাভানা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এলজিইডি। প্রতিষ্ঠানটি অল্প কিছু কাজ করে। ২০১৮ সালের পদ্মার ভাঙনের কারণে সেতুর নির্মাণকাজ বন্ধ করা হয়। ভাঙনের কারণে নড়িয়ার কীর্তিনাশা নদীর কিছু অবস্থানের পরিবর্তন হয়। যার কারণে নকশা অনুযায়ী, সেতুটির নির্মাণকাজ আর করা সম্ভব হয়নি।
কীর্তিনাশা নদীর ওই স্থানে উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
সাংসদের অনুরোধে এলজিইডি সম্ভাব্যতা যাচাই করে ১০৫ মিটার মূল সেতুর সঙ্গে নড়িয়া বাজারের পেছন দিয়ে পদ্মার তীর ঘেঁষে ২২২ মিটার উড়াল সেতু নির্মাণের প্রস্তাব করেন।
৩০ কোটি ২১ লাখ টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ করে দরপত্র দেওয়া হয়। কোহিনুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩২৭ মিটার উড়াল সেতু নির্মাণের কার্যাদেশ দিয়েছে এলজিইডি। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘পাঁচ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে যানবাহন চলত না। এটি নড়িয়ার ও জাজিরার মানুষদের কষ্ট দিচ্ছে, দুর্ভোগ হচ্ছে। তাই উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে