প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
⊲ কাছের মানুষ দূরে থুইয়া (বাংলা সিনেমা)
অভিনয়: প্রীতম হাসান, তাসনিয়া ফারিণ, রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক।
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: দূরবর্তী সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ফারিণ অভিনীত চরিত্রের সঙ্গে প্রেম প্রীতম অভিনীত চরিত্রের। উচ্চশিক্ষার জন্য ছেলেটি বিদেশে যায়। মেয়েটির সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। সম্পর্কে তৈরি হয় অবিশ্বাস। একটা পর্যায়ে দুজনের মধ্যে ভুল-বোঝাবুঝি বাড়তে থাকে।
⊲ ইউএনও স্যার (বাংলা সিনেমা)
অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার
দেখা যাবে: দীপ্ত প্লে
গল্পসংক্ষেপ: অপূর্ব অভিনীত চরিত্রটি একটি উপজেলার নির্বাহী কর্মকর্তার। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে এ ওয়েব ফিল্মে।
⊲ পোচার (মালয়ালম সিরিজ)
অভিনয়: নিমিশা সাজায়ান, রোশান ম্যাথুউ, আলিয়া ভাট
দেখা যাবে: প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: বন্য হাতির দাঁত চোরাচালানের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। কেরালার গহিন বনে ফরেস্ট অফিসার, এনজিওকর্মী, পুলিশ ও স্থানীয়রা মিলে এ চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। শুরু হয় অভিযান।
⊲ কন্সটেলেশন (ইংরেজি সিরিজ)
অভিনয়: নোমি রাপাস, জনাথন ব্যাংকস, জেমস ডি’আর্সি
দেখা যাবে: অ্যাপল টিভি প্লাস
গল্পসংক্ষেপ: মহাকাশে একটি বিধ্বংসী ঘটনার পর পৃথিবীতে ফিরে আসে নভোচারী জো। বাড়িতে ফিরে এক বিস্ময়কর বাস্তবতার মুখোমুখি হয় সে। স্মৃতি হারিয়ে ফেলে। নিজের সঙ্গে নিজের লড়াই শুরু হয় তার। মহাকাশে কী ঘটেছিল তার সঙ্গে, তা জানার জন্য বিশেষ মিশন শুরু করে জো।
⊲ অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার (ইংরেজি সিরিজ)
অভিনয়: গর্ডন কর্মিয়ার, ডালাস লিউ, কিয়াভেন্টিও
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: অং নামের তরুণকে ঘিরে সিরিজের গল্প, যে পৃথিবীর চার মৌলিক শক্তি মাটি, আগুন, পানি ও বাতাসের শক্তি একত্র করে বিধ্বংসী ফায়ার নেশনের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর মিশনে নামে। ২০০৫-২০০৮ সালে প্রচারিত একই নামের অ্যানিমেশন সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে লাইভ অ্যাকশন ফ্যান্টাসি সিরিজটি।