কিশোরগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন। ৩১ মার্চ পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন। রাষ্ট্রপতির এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলামের স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আজ রোববার বেলা সোয়া ৩টায় দিকে আবদুল হামিদ ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। তিনি সরাসরি মিঠামইন উপজেলায় আসবেন। এরপর বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতি মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন।
এরপর আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানেই নিজ বাসভবনে রাত যাপন করবেন।
আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। বেলা ৩টার দিকে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইটনায় আবদুল হামিদ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে সড়কপথে মিঠামইনের কামালপুরের নিজ বাসভবনে ফিরবেন এবং রাত যাপন করবেন তিনি।
আগামী মঙ্গলবার বেলা ১১টা থেকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৫টার দিকে সড়কপথে অষ্টগ্রামের উদ্দেশে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আবদুল হামিদ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে মতবিনিময় করবেন।
আগামী বুধবার বেলা ৩টার দিকে আবদুল হামিদ হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। কিশোরগঞ্জের সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করবেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। আগামী বৃহস্পতিবার বেলা ২টার দিকে কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারে ঢাকার ফিরে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন। ৩১ মার্চ পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন। রাষ্ট্রপতির এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলামের স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আজ রোববার বেলা সোয়া ৩টায় দিকে আবদুল হামিদ ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। তিনি সরাসরি মিঠামইন উপজেলায় আসবেন। এরপর বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতি মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন।
এরপর আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানেই নিজ বাসভবনে রাত যাপন করবেন।
আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। বেলা ৩টার দিকে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইটনায় আবদুল হামিদ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে সড়কপথে মিঠামইনের কামালপুরের নিজ বাসভবনে ফিরবেন এবং রাত যাপন করবেন তিনি।
আগামী মঙ্গলবার বেলা ১১টা থেকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৫টার দিকে সড়কপথে অষ্টগ্রামের উদ্দেশে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আবদুল হামিদ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে মতবিনিময় করবেন।
আগামী বুধবার বেলা ৩টার দিকে আবদুল হামিদ হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। কিশোরগঞ্জের সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করবেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। আগামী বৃহস্পতিবার বেলা ২টার দিকে কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারে ঢাকার ফিরে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে