মো. ইমরান হোসাইন, কর্ণফুলী
সমতল থেকে প্রায় ১ হাজার ফুট উঁচু সবুজ পাহাড়টির নাম ‘দেয়াঙ’। তারই চূড়ায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি বটগাছ। পাশের প্রশস্ত ঈদগাহজুড়ে সুশীতল ছায়ার ডালপালা মেলে ধরেছে গাছটি। তবে ঈদগাহ মাঠে অনাদরের ছাপ স্পষ্ট। কয়েক বছর ধরে ব্যবহার না থাকায় এবং সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে শত বছরের পুরোনো মাঠটি।
এটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভীবাড়ি ঈদগাহ নামে পরিচিত। এখানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতেন। ঈদগাহ ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরের স্মৃতি। এ অঞ্চলে আরাকানিদের চাটিগাঁ দুর্গ ও দেয়াঙ কারাগার অবস্থিত ছিল। মহাকবি আলাওল আরাকানিদের হাতে ধরা পড়ে এই কারাগারে বন্দী ছিলেন। উনিশ শতকের শুরুর দিকে পর্তুগিজদের আগমনের পর অঞ্চলটি ফিরিঙ্গি বন্দর নামে পরিচিতি পায়। আর ঈদগাহের ঠিক পাশেই হজরত কাতাল পীর শাহ্ (রহ.) মাজার। সেখানে নিয়মিত জিয়ারত করতে আসেন অনেকেই। এসব কারণে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ও মূল্যবান সম্পদ ঈদগাহটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর গুয়াপঞ্চকের বাসিন্দা জবির আহমদ বলেন, ‘আমরা বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি পাহাড়ের চূড়ায় এই ঈদগাহ ও বটগাছটি। আগে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতাম আমরা। দূরদূরান্ত থেকে আসা বন্ধু, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হতো। তা এখন শুধু স্মৃতি।’
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসী ঈদগাহটি সংস্কার করে কয়েক বছর নামাজ আদায় করেছেন। কিন্তু বিভিন্ন এলাকায় নিজস্ব উদ্যোগে ঈদের নামাজ আদায় শুরু একেবারেই বন্ধ হয়ে পড়ে মাঠটি। করোনাকালেও দুই বছর কোনো জামাত হয়নি। চূড়ায় ওঠার জন্য যেসব সিঁড়ি রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণের প্রবেশমুখটা ঝোপঝাড়ে একেবারে বন্ধ হয়ে গেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য সাজ্জাত খান সুমন। তিনি বলেন, ‘এটি আমাদের এলাকার পুরাতন ঈদগাহ। কেইপিজেড শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার পর কর্তৃপক্ষ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়। তাদের অর্থায়নে ঈদগাহ সংস্কারের কথা বলা হলেও তা এখন পর্যন্ত হয়নি।’
সমতল থেকে প্রায় ১ হাজার ফুট উঁচু সবুজ পাহাড়টির নাম ‘দেয়াঙ’। তারই চূড়ায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি বটগাছ। পাশের প্রশস্ত ঈদগাহজুড়ে সুশীতল ছায়ার ডালপালা মেলে ধরেছে গাছটি। তবে ঈদগাহ মাঠে অনাদরের ছাপ স্পষ্ট। কয়েক বছর ধরে ব্যবহার না থাকায় এবং সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে শত বছরের পুরোনো মাঠটি।
এটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভীবাড়ি ঈদগাহ নামে পরিচিত। এখানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতেন। ঈদগাহ ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরের স্মৃতি। এ অঞ্চলে আরাকানিদের চাটিগাঁ দুর্গ ও দেয়াঙ কারাগার অবস্থিত ছিল। মহাকবি আলাওল আরাকানিদের হাতে ধরা পড়ে এই কারাগারে বন্দী ছিলেন। উনিশ শতকের শুরুর দিকে পর্তুগিজদের আগমনের পর অঞ্চলটি ফিরিঙ্গি বন্দর নামে পরিচিতি পায়। আর ঈদগাহের ঠিক পাশেই হজরত কাতাল পীর শাহ্ (রহ.) মাজার। সেখানে নিয়মিত জিয়ারত করতে আসেন অনেকেই। এসব কারণে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ও মূল্যবান সম্পদ ঈদগাহটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর গুয়াপঞ্চকের বাসিন্দা জবির আহমদ বলেন, ‘আমরা বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি পাহাড়ের চূড়ায় এই ঈদগাহ ও বটগাছটি। আগে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতাম আমরা। দূরদূরান্ত থেকে আসা বন্ধু, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হতো। তা এখন শুধু স্মৃতি।’
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসী ঈদগাহটি সংস্কার করে কয়েক বছর নামাজ আদায় করেছেন। কিন্তু বিভিন্ন এলাকায় নিজস্ব উদ্যোগে ঈদের নামাজ আদায় শুরু একেবারেই বন্ধ হয়ে পড়ে মাঠটি। করোনাকালেও দুই বছর কোনো জামাত হয়নি। চূড়ায় ওঠার জন্য যেসব সিঁড়ি রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণের প্রবেশমুখটা ঝোপঝাড়ে একেবারে বন্ধ হয়ে গেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য সাজ্জাত খান সুমন। তিনি বলেন, ‘এটি আমাদের এলাকার পুরাতন ঈদগাহ। কেইপিজেড শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার পর কর্তৃপক্ষ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়। তাদের অর্থায়নে ঈদগাহ সংস্কারের কথা বলা হলেও তা এখন পর্যন্ত হয়নি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে