আজকের পত্রিকা ডেস্ক
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’—প্রতিপাদ্যে বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটিতে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকা, ভূমিকম্প ও বজ্রপাতসহ যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবিলা করার কৌশল মহড়াসহ দেখানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: দিবসটিতে গতকাল সকালে সাতমাথা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রোভার ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ: উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা।
ধুনট: উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতির মহড়া এবং ইছামতি হলরুমে আলোচনা সভা হয়। সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ।
সারিয়াকান্দি: উপজেলা প্রশাসনের আয়োজনে সারিয়াকান্দি ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে সামাল দেওয়া হয়, তার কয়েকটি মহড়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এতে উপজেলা ইউএনও মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করেন।
চৌহালী (সিরাজগঞ্জ): উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার। ইউএনও আফসানা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন।
কালাই (জয়পুরহাট): উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ-বিষয়ক মহড়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার।
আক্কেলপুর: দিবসটিতে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড-বিষয়ক মহড়া হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির প্রমুখ।
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’—প্রতিপাদ্যে বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটিতে গতকাল বৃহস্পতিবার দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকা, ভূমিকম্প ও বজ্রপাতসহ যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবিলা করার কৌশল মহড়াসহ দেখানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: দিবসটিতে গতকাল সকালে সাতমাথা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রোভার ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ: উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা।
ধুনট: উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতির মহড়া এবং ইছামতি হলরুমে আলোচনা সভা হয়। সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ।
সারিয়াকান্দি: উপজেলা প্রশাসনের আয়োজনে সারিয়াকান্দি ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে সামাল দেওয়া হয়, তার কয়েকটি মহড়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এতে উপজেলা ইউএনও মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করেন।
চৌহালী (সিরাজগঞ্জ): উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার। ইউএনও আফসানা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন।
কালাই (জয়পুরহাট): উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ-বিষয়ক মহড়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার।
আক্কেলপুর: দিবসটিতে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড-বিষয়ক মহড়া হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে