বিনোদন ডেস্ক
ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খাবর থাকছে এই প্রতিবেদনে।
ঈদের দিন
চ্যানেল আই
নেকাব্বরের মহাপ্রয়াণ (বেলা ১টা ১৫ মি.): পরিচালনা মাসুদ পথিক। অভিনয় মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।
দীপ্ত টিভি
নোলক (বেলা ১টা): পরিচালনা সাকিব সনেট। অভিনয় শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী।
এটিএন বাংলা
দিন দ্য ডে (বেলা ৩টা): পরিচালনা মর্তুজা অতাশ জমজম। অভিনয় অনন্ত জলিল, বর্ষা প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন
চ্যানেল আই
সাইকো (সকাল ১০টা ১৫ মি.): পরিচালনা অনন্য মামুন, অভিনয় রোশান, পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
দীপ্ত টিভি
জ্বীন (বেলা ১টা): পরিচালনা নাদের চৌধুরী। অভিনয় পূজা চেরি, সজল, রোশান।
আরটিভি
সাপলুডু (বেলা ২টা ১০ মি.): পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয় আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।
এটিএন বাংলা
কাগজের বউ (সকাল ১০টা ২০ মি.): পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে ডি এ তায়েব, পরীমণি, আবুল হায়াত প্রমুখ।
ঈদের তৃতীয় দিন
চ্যানেল আই
পাতালঘর (সকাল ১০টা ১৫ মি.): পরিচালনা নুর ইমরান মিঠু, অভিনয়ে আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা প্রমুখ।
দীপ্ত টিভি
নবাব (বেলা ১টা): পরিচালনা জয়দীপ মুখার্জি। অভিনয় শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমুখ।
নাগরিক
হৃদিতা (বিকেল ৪টা ৩৫ মি.): পরিচালনা ইস্পাহানি আরিফ জাহান। অভিনয়ে এ বি এম সুমন, পূজা চেরি, সাবেরি আলম, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খাবর থাকছে এই প্রতিবেদনে।
ঈদের দিন
চ্যানেল আই
নেকাব্বরের মহাপ্রয়াণ (বেলা ১টা ১৫ মি.): পরিচালনা মাসুদ পথিক। অভিনয় মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।
দীপ্ত টিভি
নোলক (বেলা ১টা): পরিচালনা সাকিব সনেট। অভিনয় শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী।
এটিএন বাংলা
দিন দ্য ডে (বেলা ৩টা): পরিচালনা মর্তুজা অতাশ জমজম। অভিনয় অনন্ত জলিল, বর্ষা প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন
চ্যানেল আই
সাইকো (সকাল ১০টা ১৫ মি.): পরিচালনা অনন্য মামুন, অভিনয় রোশান, পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
দীপ্ত টিভি
জ্বীন (বেলা ১টা): পরিচালনা নাদের চৌধুরী। অভিনয় পূজা চেরি, সজল, রোশান।
আরটিভি
সাপলুডু (বেলা ২টা ১০ মি.): পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয় আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।
এটিএন বাংলা
কাগজের বউ (সকাল ১০টা ২০ মি.): পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে ডি এ তায়েব, পরীমণি, আবুল হায়াত প্রমুখ।
ঈদের তৃতীয় দিন
চ্যানেল আই
পাতালঘর (সকাল ১০টা ১৫ মি.): পরিচালনা নুর ইমরান মিঠু, অভিনয়ে আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা প্রমুখ।
দীপ্ত টিভি
নবাব (বেলা ১টা): পরিচালনা জয়দীপ মুখার্জি। অভিনয় শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমুখ।
নাগরিক
হৃদিতা (বিকেল ৪টা ৩৫ মি.): পরিচালনা ইস্পাহানি আরিফ জাহান। অভিনয়ে এ বি এম সুমন, পূজা চেরি, সাবেরি আলম, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে