সিলেট সংবাদদাতা
সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযানে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ বাজেয়াপ্ত করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যমাণ আদালত নগরের বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের আম্বরখানা পয়েন্ট এলাকার ‘ফয়েজ স্ন্যাক্স’ নামের একটি খাবারের দোকানে অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার আইনে এবং অবৈধ ওষুধ রাখা ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এক বস্তা অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
একই এলাকার খাবার পণ্য প্রস্তুত ও বিক্রির দোকান ফুড কিং, শরীফ বেকারি এবং বিসমিল্লাহ বেকারিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধের ভোক্তা অধিকার আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় আম্বরখানা এলাকার মাংস বিক্রির দোকান আল হোসাইন মিট শপকে সরকারিভাবে মাংস বিক্রি বন্ধের দিনে বা মিড ডে না মানায় জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা মতো সিলেট মহানগরে প্রতি রোববার মাংস বিক্রি বন্ধ থাকে। এ ছাড়া বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার দায়ে আরও ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি, অবৈধ ওষুধ রাখা, রাস্তা দখল করে ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিসিকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযানে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ বাজেয়াপ্ত করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যমাণ আদালত নগরের বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের আম্বরখানা পয়েন্ট এলাকার ‘ফয়েজ স্ন্যাক্স’ নামের একটি খাবারের দোকানে অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার আইনে এবং অবৈধ ওষুধ রাখা ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এক বস্তা অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
একই এলাকার খাবার পণ্য প্রস্তুত ও বিক্রির দোকান ফুড কিং, শরীফ বেকারি এবং বিসমিল্লাহ বেকারিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধের ভোক্তা অধিকার আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় আম্বরখানা এলাকার মাংস বিক্রির দোকান আল হোসাইন মিট শপকে সরকারিভাবে মাংস বিক্রি বন্ধের দিনে বা মিড ডে না মানায় জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা মতো সিলেট মহানগরে প্রতি রোববার মাংস বিক্রি বন্ধ থাকে। এ ছাড়া বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার দায়ে আরও ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি, অবৈধ ওষুধ রাখা, রাস্তা দখল করে ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিসিকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১১ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১১ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১২ ঘণ্টা আগে