হোসাইন আহমদ, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের সরদপুর সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটি ধসে পড়েছে। দুই মাস আগে সেতুর সংযোগ সড়কটি সংস্কার করা হয়। তবে সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দ্রুত সংযোগ সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক।
স্থানীয়রা জানান, সম্প্রতি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের মাধ্যমে গত দুই মাস আগে সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটির সংস্কারকাজ করা হয়। সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে যায়। এমনকি এই সেতুর সংযোগ সড়কের একটি পাশ হেলেও পড়েছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কটি দিয়ে ছোট যানবাহন থেকে শুরু করে বড় বাস, ট্রাক ও লরি ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর পশ্চিম পাড়ের সড়কটির একপাশ ভেঙে খালে দেবে গেছে। সংযোগ সড়কটি হেলেও পড়েছে। ফলে সেতুর একপাশ দিয়ে চলাচল করছে যানবাহনসহ সাধারণ মানুষ। এদিকে সেতু দিয়ে দিনে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও রাতে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন যান চালকেরা।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে বাসচালক আরিফ আহমদ, নেছার আহমদ, সিএনজি অটোরিকশাচালক রিপন মিয়া, বিজন দাস জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন দুই লক্ষাধিক মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট যাতায়াত করে। অথচ এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাঁদের।
বাসচালক নেছার আহমদ বলেন, ‘আমি প্রতিদিন সিলেট থেকে সুনামগঞ্জ চারবার বাস নিয়ে যাতায়াত করি। সদরপুর সেতুর পশ্চিম প্রান্তের অংশটি বেশি ঝুঁকিপূর্ণ। সেতুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
শান্তিগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, সদরপুর সেতুর পশ্চিম পাড়টি ধসে গেছে। যা চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে ধসে যাওয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে মারা গেছেন এক আরোহী। সেতুর ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের প্রয়োজন। না হলে ভালো অংশটুকুও ধসে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এতে জনদুর্ভোগ দ্বিগুণ হয়ে যাবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সেতুর সংযোগ সড়কের অংশটি ইতিপূর্বে স্টিলের পিলার বসিয়ে মেরামত করা হয়েছে। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা দেবে গেছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। সপ্তাহের মধ্যে পরিদর্শন দল আসবে। আশা করছি, কাজটি দ্রুত মেরামত করা সম্ভব হবে।’
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের সরদপুর সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটি ধসে পড়েছে। দুই মাস আগে সেতুর সংযোগ সড়কটি সংস্কার করা হয়। তবে সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দ্রুত সংযোগ সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক।
স্থানীয়রা জানান, সম্প্রতি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের মাধ্যমে গত দুই মাস আগে সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটির সংস্কারকাজ করা হয়। সংস্কারের এক মাসের মধ্যেই আবারও তা ধসে যায়। এমনকি এই সেতুর সংযোগ সড়কের একটি পাশ হেলেও পড়েছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কটি দিয়ে ছোট যানবাহন থেকে শুরু করে বড় বাস, ট্রাক ও লরি ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর পশ্চিম পাড়ের সড়কটির একপাশ ভেঙে খালে দেবে গেছে। সংযোগ সড়কটি হেলেও পড়েছে। ফলে সেতুর একপাশ দিয়ে চলাচল করছে যানবাহনসহ সাধারণ মানুষ। এদিকে সেতু দিয়ে দিনে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করলেও রাতে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন যান চালকেরা।
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে বাসচালক আরিফ আহমদ, নেছার আহমদ, সিএনজি অটোরিকশাচালক রিপন মিয়া, বিজন দাস জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন দুই লক্ষাধিক মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট যাতায়াত করে। অথচ এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাঁদের।
বাসচালক নেছার আহমদ বলেন, ‘আমি প্রতিদিন সিলেট থেকে সুনামগঞ্জ চারবার বাস নিয়ে যাতায়াত করি। সদরপুর সেতুর পশ্চিম প্রান্তের অংশটি বেশি ঝুঁকিপূর্ণ। সেতুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
শান্তিগঞ্জ থানা-পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, সদরপুর সেতুর পশ্চিম পাড়টি ধসে গেছে। যা চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে ধসে যাওয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে মারা গেছেন এক আরোহী। সেতুর ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের প্রয়োজন। না হলে ভালো অংশটুকুও ধসে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এতে জনদুর্ভোগ দ্বিগুণ হয়ে যাবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সেতুর সংযোগ সড়কের অংশটি ইতিপূর্বে স্টিলের পিলার বসিয়ে মেরামত করা হয়েছে। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা দেবে গেছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। সপ্তাহের মধ্যে পরিদর্শন দল আসবে। আশা করছি, কাজটি দ্রুত মেরামত করা সম্ভব হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে