ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন বিনোদনের অন্যতম মাধ্যম। সারা বছরে বিভিন্ন ধরনের কনটেন্ট মুক্তি দিলেও ঈদ উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর থাকে বিশেষ প্রস্তুতি। এবার ঈদুল আজহায় দেশের প্রায় প্রতিটি ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি দিচ্ছে সিরিজ ও সিনেমা। গল্পের বৈচিত্র্যের পাশাপাশি এসব কনটেন্টে থাকছে জনপ্রিয় তারকাদের অভিনয়। ঈদের সেসব কনটেন্ট নিয়ে এই প্রতিবেদন।
চরকিতে ‘বাজি’
বয়স ও পারফরম্যান্সের কারণে দলে জায়গা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটার আবিরের। পারফরম্যান্স দিয়ে উদীয়মান অপু তার জায়গা করে নিতে প্রস্তুত। এদিকে তিনটি স্পট ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়েছে আবিরের। এর মাঝে হোটেল রুম থেকে উদ্ধার হয় অপুর মৃতদেহ। তদন্তে নামে পুলিশ। নাম উঠে আসে চার্লি নামের এক জুয়াড়ির। এমন গল্পে আরিফুর রহমান বানিয়েছেন ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় আড়াই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান খান। ক্রিকেটার আবির চরিত্রে দেখা যাবে তাহসানকে। তাঁর সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্যবিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ। ১৬ জুন ঈদের আগের দিন মুক্তি পাবে সাত পর্বের সিরিজটি।
হইচই বাংলাদেশে ‘গোলাম মামুন’
গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন। অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। আজ মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।
দীপ্ত প্লেতে ‘পয়জন’
ক্যারিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা। পরপর তিনটি সিনেমা ফ্লপ। তবে পরের সিনেমা দিয়েই ঘুরে দাঁড়ায় নায়িকা রূপা মির্জা। সিনেমা সুপারহিট, সঙ্গে জাতীয় পুরস্কার। এই সাফল্য উদ্যাপন করতে সে একটা সাকসেস পার্টির আয়োজন করে। আলোকোজ্জ্বল ওই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। গল্পটি ‘পয়জন’ ওয়েব ফিল্মের। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় নায়িকা রূপা মির্জা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আরও আছেন আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু প্রমুখ। ঈদ উপলক্ষে ১০ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি।
বঙ্গতে ‘ফিমেল ৪’
ব্যাটারি গলির গল্প নিয়ে কাজল আরেফিন অমি বানিয়েছেন ‘ফিমেল’ নাটকের তিন পর্ব। প্রতি পর্বেই দেখা গেছে মহল্লার কোনো নারীকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। এই ব্যাটারি গলির গল্প নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। নাম ‘ফিমেল ৪’। মুক্তি পাবে ঈদের দিন। চতুর্থ পর্বে উঠে আসবে এলাকার রাজনৈতিক অবস্থা। মিশু সাব্বির বাদে আগের সবাই থাকছেন এই সিনেমায়। যুক্ত হয়েছে নতুন আরও কয়েকটি চরিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ইরেশ যাকের, সাইদুর রহমান পাভেল, বাচ্চু প্রমুখ।
আইস্ক্রিনে ‘ভাগের মানুষ’
সিনেমা বা সিরিজ নয়, ঈদ আয়োজনে ১৪ জুন থেকে আইস্ক্রিনে দেখা যাবে মঞ্চনাটক ‘ভাগের মানুষ’। এটি সময় নাট্যদলের ২৬তম প্রযোজনা। ভাগের মানুষ নাটকের পটভূমি ১৯৪৭ সালে দেশভাগের কয়েক বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজ তখনো নিভে যায়নি। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। এভাবেই এগিয়ে যায় গল্প। সাদত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ভাগের মানুষ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
ওটিটি প্ল্যাটফর্মগুলো এখন বিনোদনের অন্যতম মাধ্যম। সারা বছরে বিভিন্ন ধরনের কনটেন্ট মুক্তি দিলেও ঈদ উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর থাকে বিশেষ প্রস্তুতি। এবার ঈদুল আজহায় দেশের প্রায় প্রতিটি ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি দিচ্ছে সিরিজ ও সিনেমা। গল্পের বৈচিত্র্যের পাশাপাশি এসব কনটেন্টে থাকছে জনপ্রিয় তারকাদের অভিনয়। ঈদের সেসব কনটেন্ট নিয়ে এই প্রতিবেদন।
চরকিতে ‘বাজি’
বয়স ও পারফরম্যান্সের কারণে দলে জায়গা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটার আবিরের। পারফরম্যান্স দিয়ে উদীয়মান অপু তার জায়গা করে নিতে প্রস্তুত। এদিকে তিনটি স্পট ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়েছে আবিরের। এর মাঝে হোটেল রুম থেকে উদ্ধার হয় অপুর মৃতদেহ। তদন্তে নামে পুলিশ। নাম উঠে আসে চার্লি নামের এক জুয়াড়ির। এমন গল্পে আরিফুর রহমান বানিয়েছেন ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় আড়াই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান খান। ক্রিকেটার আবির চরিত্রে দেখা যাবে তাহসানকে। তাঁর সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্যবিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার প্রমুখ। ১৬ জুন ঈদের আগের দিন মুক্তি পাবে সাত পর্বের সিরিজটি।
হইচই বাংলাদেশে ‘গোলাম মামুন’
গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন। অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। আজ মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।
দীপ্ত প্লেতে ‘পয়জন’
ক্যারিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা। পরপর তিনটি সিনেমা ফ্লপ। তবে পরের সিনেমা দিয়েই ঘুরে দাঁড়ায় নায়িকা রূপা মির্জা। সিনেমা সুপারহিট, সঙ্গে জাতীয় পুরস্কার। এই সাফল্য উদ্যাপন করতে সে একটা সাকসেস পার্টির আয়োজন করে। আলোকোজ্জ্বল ওই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। গল্পটি ‘পয়জন’ ওয়েব ফিল্মের। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় নায়িকা রূপা মির্জা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আরও আছেন আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু প্রমুখ। ঈদ উপলক্ষে ১০ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি।
বঙ্গতে ‘ফিমেল ৪’
ব্যাটারি গলির গল্প নিয়ে কাজল আরেফিন অমি বানিয়েছেন ‘ফিমেল’ নাটকের তিন পর্ব। প্রতি পর্বেই দেখা গেছে মহল্লার কোনো নারীকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। এই ব্যাটারি গলির গল্প নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। নাম ‘ফিমেল ৪’। মুক্তি পাবে ঈদের দিন। চতুর্থ পর্বে উঠে আসবে এলাকার রাজনৈতিক অবস্থা। মিশু সাব্বির বাদে আগের সবাই থাকছেন এই সিনেমায়। যুক্ত হয়েছে নতুন আরও কয়েকটি চরিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ইরেশ যাকের, সাইদুর রহমান পাভেল, বাচ্চু প্রমুখ।
আইস্ক্রিনে ‘ভাগের মানুষ’
সিনেমা বা সিরিজ নয়, ঈদ আয়োজনে ১৪ জুন থেকে আইস্ক্রিনে দেখা যাবে মঞ্চনাটক ‘ভাগের মানুষ’। এটি সময় নাট্যদলের ২৬তম প্রযোজনা। ভাগের মানুষ নাটকের পটভূমি ১৯৪৭ সালে দেশভাগের কয়েক বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজ তখনো নিভে যায়নি। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। এভাবেই এগিয়ে যায় গল্প। সাদত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ভাগের মানুষ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে