বোরহানউদ্দিন ও দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার এই সহায়তা দেওয়া হয়।
রোরহানউদ্দিন প্রতিনিধি জানান, উপজেলার হাসান নগর ইউনিয়নে খাসমহল বাজারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। এ সময় আলী আজম মুকুল বলেন, ‘অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আপনাদের জন্য আমার সহায়তা অব্যাহত থাকবে।’
পরে হাসান নগর ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, হাসান নগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী প্রমুখ।
দৌলতখান প্রতিনিধি জানান, দৌলতখানে পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও ঢেউটিন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টায় চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পশু হাসপাতাল রোড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. জাকির আলম ও ফয়েজ আলমের বসত ঘরে আগুন লাগে। এতে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী মো. রুহুল আমিন বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ ঘরে আগুন দেখে আমরা চিৎকার শুরু করি। এলাকার লোকজন আমাদের চিৎসার শুনে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটে যাই। দমকলবাহিনী ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া দুই পরিবারের জন্য তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ কেজি চাল ও ২ বান ঢেউটিন দেওয়া হয়েছে।’
ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার এই সহায়তা দেওয়া হয়।
রোরহানউদ্দিন প্রতিনিধি জানান, উপজেলার হাসান নগর ইউনিয়নে খাসমহল বাজারে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। এ সময় আলী আজম মুকুল বলেন, ‘অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আপনাদের জন্য আমার সহায়তা অব্যাহত থাকবে।’
পরে হাসান নগর ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, হাসান নগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী প্রমুখ।
দৌলতখান প্রতিনিধি জানান, দৌলতখানে পুড়ে যাওয়া দুই পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও ঢেউটিন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টায় চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পশু হাসপাতাল রোড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মো. জাকির আলম ও ফয়েজ আলমের বসত ঘরে আগুন লাগে। এতে আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী মো. রুহুল আমিন বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ ঘরে আগুন দেখে আমরা চিৎকার শুরু করি। এলাকার লোকজন আমাদের চিৎসার শুনে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছুটে যাই। দমকলবাহিনী ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া দুই পরিবারের জন্য তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ কেজি চাল ও ২ বান ঢেউটিন দেওয়া হয়েছে।’
ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে