ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে সেচপাম্প চুরির হিড়িক পড়েছে। গত মঙ্গলবার রাতে তিন কৃষকের তিনটি সেচপাম্প চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরের পর ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে, ধারাবাহিকভাবে চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষক পরিবারগুলো। বোরোখেতে পানি সেচ দেওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। ওই তিনটি সেচপাম্পের আওতায় প্রায় ১৭০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের রিপন মিয়া, আমিনুল ইসলাম ও বাবুল ইসলাম বাড়ির অদূরে মাঠে বিদ্যুৎ চালিত সেচ পাম্প বসিয়ে চলতি মৌসুমে বোরো ধানখেতে পানি সেচ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর সেচ পাম্পের ঘরে তালা দিয়ে বাড়িতে যান তাঁরা। রাতের কোনো এক সময় কে বা কারা ঘরের তালা ভেঙে একই কৌশলে তিনটি সেচ পাম্প চুরি করে। বুধবার ভোরে সেচ পাম্প চুরির বিষয়টি টের পান ভুক্তভোগী কৃষকেরা।
এর আগে, নিমগাছি ইউনিয়নে গত ২০ দিনে পাঁচজন কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে একই কৌশলে ১৫টি গরু ও দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। থানা-পুলিশ এখনো পর্যন্ত চুরি যাওয়া কোনো গরু উদ্ধার করতে পারেনি। চুরি ঠেকাতে থানা-পুলিশের আয়োজনে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার রাতেই আবারও সেচপাম্প চুরির ঘটনায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, বোরো চাষের ভরা মৌসুমে এভাবে সেচ পাম্প চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি চাষাবাদ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় কৃষকেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো সুফল মিলছে না। পুলিশের নজরদারির অভাবে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন।
নিমগাছি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস বলেন, ‘সেচ পাম্প চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। সেচপাম্প উদ্ধারে চেষ্টা চলছে।’
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে সেচপাম্প চুরির হিড়িক পড়েছে। গত মঙ্গলবার রাতে তিন কৃষকের তিনটি সেচপাম্প চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরের পর ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে, ধারাবাহিকভাবে চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষক পরিবারগুলো। বোরোখেতে পানি সেচ দেওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। ওই তিনটি সেচপাম্পের আওতায় প্রায় ১৭০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের রিপন মিয়া, আমিনুল ইসলাম ও বাবুল ইসলাম বাড়ির অদূরে মাঠে বিদ্যুৎ চালিত সেচ পাম্প বসিয়ে চলতি মৌসুমে বোরো ধানখেতে পানি সেচ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর সেচ পাম্পের ঘরে তালা দিয়ে বাড়িতে যান তাঁরা। রাতের কোনো এক সময় কে বা কারা ঘরের তালা ভেঙে একই কৌশলে তিনটি সেচ পাম্প চুরি করে। বুধবার ভোরে সেচ পাম্প চুরির বিষয়টি টের পান ভুক্তভোগী কৃষকেরা।
এর আগে, নিমগাছি ইউনিয়নে গত ২০ দিনে পাঁচজন কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে একই কৌশলে ১৫টি গরু ও দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। থানা-পুলিশ এখনো পর্যন্ত চুরি যাওয়া কোনো গরু উদ্ধার করতে পারেনি। চুরি ঠেকাতে থানা-পুলিশের আয়োজনে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার রাতেই আবারও সেচপাম্প চুরির ঘটনায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, বোরো চাষের ভরা মৌসুমে এভাবে সেচ পাম্প চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি চাষাবাদ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় কৃষকেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো সুফল মিলছে না। পুলিশের নজরদারির অভাবে চুরি ঠেকানো যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন।
নিমগাছি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস বলেন, ‘সেচ পাম্প চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। সেচপাম্প উদ্ধারে চেষ্টা চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে