রাঙামাটি প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘বর্তমান সময়ে কিছু লোকের অপসাংবাদিকতার কারণে গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হচ্ছে। সম্মানজনক পেশাকে হেয় করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সাংবাদিকতার সম্মান রক্ষা করতে হবে। সাংবাদিকতাকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে প্রেস কাউন্সিল কাজ করছে। কেউ যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করতে না পারে সে জন্য প্রেস কাউন্সিল কাজ করছে।’
গতকাল শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিজামুল হক নাসিম এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকতার নামে কেউ অপসাংবাদিকতা করলে তাঁর জন্য শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে। অপসাংবাদিকতা করলে ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন তৈরি করা হচ্ছে। তবে হত্যা ধর্ষণসহ অন্যান্য ফৌজদারি অপরাধ করলে তাঁর বিরুদ্ধে সাধারণ আইনে বিচার করতে প্রেস কাউন্সিল সুপারিশ করবে। তবে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় এবং ন্যায়বিচার পান সে জন্য কাজ করবে প্রেস কাউন্সিল। সাংবাদিকের বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা প্রথমে প্রেস কাউন্সিলে উত্থাপন করতে হবে।’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিককে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতায় সাংবাদিক হওয়া যাবে না। তবে যাঁরা এলাকায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এমন অভিজ্ঞতা থাকলে তাঁকে সাংবাদিক হিসেবে চিহ্নিত করা হবে। প্রকৃত সাংবাদিক কারা তা নির্ধারণ করতে প্রেস কাউন্সিল একটি ডেটাবেইস তৈরি করছে। এ কাজ চলমান। শুধু একটি কার্ড রাখলে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। সাংবাদিককে অবশ্যই বৈধ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘বর্তমান সময়ে কিছু লোকের অপসাংবাদিকতার কারণে গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হচ্ছে। সম্মানজনক পেশাকে হেয় করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সাংবাদিকতার সম্মান রক্ষা করতে হবে। সাংবাদিকতাকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে প্রেস কাউন্সিল কাজ করছে। কেউ যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করতে না পারে সে জন্য প্রেস কাউন্সিল কাজ করছে।’
গতকাল শনিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিজামুল হক নাসিম এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, সাংবাদিকতার নামে কেউ অপসাংবাদিকতা করলে তাঁর জন্য শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে। অপসাংবাদিকতা করলে ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন তৈরি করা হচ্ছে। তবে হত্যা ধর্ষণসহ অন্যান্য ফৌজদারি অপরাধ করলে তাঁর বিরুদ্ধে সাধারণ আইনে বিচার করতে প্রেস কাউন্সিল সুপারিশ করবে। তবে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় এবং ন্যায়বিচার পান সে জন্য কাজ করবে প্রেস কাউন্সিল। সাংবাদিকের বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা প্রথমে প্রেস কাউন্সিলে উত্থাপন করতে হবে।’
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিককে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতায় সাংবাদিক হওয়া যাবে না। তবে যাঁরা এলাকায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এমন অভিজ্ঞতা থাকলে তাঁকে সাংবাদিক হিসেবে চিহ্নিত করা হবে। প্রকৃত সাংবাদিক কারা তা নির্ধারণ করতে প্রেস কাউন্সিল একটি ডেটাবেইস তৈরি করছে। এ কাজ চলমান। শুধু একটি কার্ড রাখলে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। সাংবাদিককে অবশ্যই বৈধ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে