মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুরে ভেঙে ফেলা অবৈধ সেই পাঁচ ইটভাটার তিনটি ফের চালু করা হয়েছে। একই সঙ্গে ওই ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পাশাপাশি কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ভাটাসংলগ্ন এলাকার জমি ও পরিবেশ হুমকির মধ্যে পড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
জানা গেছে, গত বছর ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা উপজেলার পাঁচটি ইটভাটা ভেঙে দেয়। এ সময় ইটভাটা মালিকের প্রত্যেকের কাছ থেকে ৬ লাখ টাকা করে জরিমানা আদায় করেন। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। ভেঙে ফেলা ইটভাটাগুলো হলো উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকার ভাই ভাই ব্রিকস, দিশা-আশা ব্রিকস, রানাশাল হাকিম ব্রিকস, মির্জাপুর সদরের বাইমহাটী গ্রামের স্টার স্টাইল ও পাকুল্যা এলাকায় চৌধুরী ব্রাদার্স ইটভাটা। অভিযান চালিয়ে ইটভাটা ভেঙে ফেলার পরও তিনটি ভাটায় আগের মতোই ইট তৈরির কাজ চলছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চলতি বছর ভাই ভাই ব্রিকস, দিশা-আশা ব্রিকস ও রানাশাল এলাকার হাকিম ব্রিকস ভাটায় আবারও ইট তৈরি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, ধেরুয়া ও রানাশাল এলাকায় ইটভাটা তৈরি হওয়ার আগে তাঁদের জমিতে অনেক বেশি ফসল ফলতো। গাছে অনেক ফল ধরতো। ভাটা চালু হওয়ার পর ফসল উৎপাদন ও ফল ধরা কমে গেছে। ভাটার ধোঁয়ার কারণে আশপাশের বাড়িগুলোতে ফলের গাছেও ফল ধরছে না। তাঁরা প্রশ্ন রেখে বলেন, ভাটা ভেঙে দেওয়ার পরও আবার চালু হয়েছে কিভাবে?
ভাই ভাই ব্রিকস, দিশা-আশা ব্রিকস ও রানাশাল এলাকার হাকিম ব্রিকসের মালিক যথাক্রমে শহীদুর রহমান, শাহ-আলম ও আওলাদ হোসেন জানান, তারা উচ্চ আদালতে রিট করে পুনরায় ভাটা চালু করেছেন। এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মির্জাপুরে ১০৫টি ইটভাটার মধ্যে ৭৫টি ভাটার ২০২১ সাল পর্যন্ত অনুমোদন ও ছাড়পত্র রয়েছে। বাকি ৩৫টি ইটভাটার অনুমোদন ও ছাড়পত্র কখনোই ছিল না। ভেঙে ফেলা পাঁচটি ভাটার মধ্যে তিনটি পুনরায় চালু হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরাও শুনেছি।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট না থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসক ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। উচ্চ আদালতে ওই তিন ভাটার মালিক রিট করে ভাটা চালু করেছেন কিনা জানতে চাইলে মোজাহিদুল ইসলাম বলেন, তারা উচ্চ আদালতে রিট করেছেন। ২০২১ সাল পর্যন্ত যেসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র পায়নি তারা আর কখনো অনুমোদন ও ছাড়পত্র পাবেন না বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুরে ভেঙে ফেলা অবৈধ সেই পাঁচ ইটভাটার তিনটি ফের চালু করা হয়েছে। একই সঙ্গে ওই ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পাশাপাশি কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ভাটাসংলগ্ন এলাকার জমি ও পরিবেশ হুমকির মধ্যে পড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
জানা গেছে, গত বছর ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা উপজেলার পাঁচটি ইটভাটা ভেঙে দেয়। এ সময় ইটভাটা মালিকের প্রত্যেকের কাছ থেকে ৬ লাখ টাকা করে জরিমানা আদায় করেন। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। ভেঙে ফেলা ইটভাটাগুলো হলো উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকার ভাই ভাই ব্রিকস, দিশা-আশা ব্রিকস, রানাশাল হাকিম ব্রিকস, মির্জাপুর সদরের বাইমহাটী গ্রামের স্টার স্টাইল ও পাকুল্যা এলাকায় চৌধুরী ব্রাদার্স ইটভাটা। অভিযান চালিয়ে ইটভাটা ভেঙে ফেলার পরও তিনটি ভাটায় আগের মতোই ইট তৈরির কাজ চলছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চলতি বছর ভাই ভাই ব্রিকস, দিশা-আশা ব্রিকস ও রানাশাল এলাকার হাকিম ব্রিকস ভাটায় আবারও ইট তৈরি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, ধেরুয়া ও রানাশাল এলাকায় ইটভাটা তৈরি হওয়ার আগে তাঁদের জমিতে অনেক বেশি ফসল ফলতো। গাছে অনেক ফল ধরতো। ভাটা চালু হওয়ার পর ফসল উৎপাদন ও ফল ধরা কমে গেছে। ভাটার ধোঁয়ার কারণে আশপাশের বাড়িগুলোতে ফলের গাছেও ফল ধরছে না। তাঁরা প্রশ্ন রেখে বলেন, ভাটা ভেঙে দেওয়ার পরও আবার চালু হয়েছে কিভাবে?
ভাই ভাই ব্রিকস, দিশা-আশা ব্রিকস ও রানাশাল এলাকার হাকিম ব্রিকসের মালিক যথাক্রমে শহীদুর রহমান, শাহ-আলম ও আওলাদ হোসেন জানান, তারা উচ্চ আদালতে রিট করে পুনরায় ভাটা চালু করেছেন। এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মির্জাপুরে ১০৫টি ইটভাটার মধ্যে ৭৫টি ভাটার ২০২১ সাল পর্যন্ত অনুমোদন ও ছাড়পত্র রয়েছে। বাকি ৩৫টি ইটভাটার অনুমোদন ও ছাড়পত্র কখনোই ছিল না। ভেঙে ফেলা পাঁচটি ভাটার মধ্যে তিনটি পুনরায় চালু হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরাও শুনেছি।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট না থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসক ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। উচ্চ আদালতে ওই তিন ভাটার মালিক রিট করে ভাটা চালু করেছেন কিনা জানতে চাইলে মোজাহিদুল ইসলাম বলেন, তারা উচ্চ আদালতে রিট করেছেন। ২০২১ সাল পর্যন্ত যেসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র পায়নি তারা আর কখনো অনুমোদন ও ছাড়পত্র পাবেন না বলে তিনি জানিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে