নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দল চাইলেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারে খেলোয়াড়দের। পাইপলাইন সমৃদ্ধ হলেই শুধু এই ‘রোটেশন’ পদ্ধতি কার্যকর করা সম্ভব।
টেস্ট ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা বাংলাদেশের কাছে বিলাসিতা। এই দুই সংস্করণে এখনো পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। তবে ওয়ানডেতে গত কয়েক বছরে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে তারা। তবু এই সংস্করণেও খুব একটা পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে দেখা যায় না বাংলাদেশকে।
এখন অবশ্য স্কোয়াড থেকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা আরও কঠিন হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ওয়ানডে সুপার লিগ চালু করে আইসিসি।
পয়েন্টের হিসাবনিকাশ থাকায় সুযোগটা আরও সংকুচিত হয়ে এসেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শেষ ওয়ানডেতে নিজেদের পুরোনো ভাবনা থেকে বের হতে পারে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেওয়ায় এ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে চায় সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডে শেষে অধিনায়ক তামিম ইকবাল নিজেই সেই পরিবর্তনের আভাস দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। পয়েন্টের হিসাবনিকাশ মাথায় রাখতে হচ্ছে না বাংলাদেশকে। বেঞ্চ পরখ করার এমন সুযোগ যেহেতু কম মেলে, তাই এটা কাজে লাগাতে চান তামিম। দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখন সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার।
সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু একটা সিরিজে যখন আপনি ২-০ ব্যবধানে জিতে যান, যারা খেলেনি বা লম্বা সময় ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত।’
দ্বিতীয় ওয়ানডে একাদশের বাইরে ছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। তাসকিন প্রথম ওয়ানডের একাদশে ছিলেন।
কন্ডিশনের ভাবনায় দ্বিতীয় ম্যাচে একাদশে রাখা হয়নি তাঁকে। আজ একাদশে দেখা যেতে পারে তাসকিনকে। একাদশে থাকা নিয়ে জোর আলোচনায় আছেন বিজয়।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড রান করে লম্বা সময় পর দলে জায়গা পেয়েছেন এই ওপেনার। তবে গত কয়েক সিরিজের স্কোয়াডের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিতে গিয়ে একাদশে জায়গা মেলেনি বিজয়ের। আজ দেখা যেতে পারে তাঁকেও।
বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে প্রয়োজনে তামিম নিজেও বসতে রাজি, ‘এটার (সুযোগ দেওয়ার) জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে। মূল একাদশের কেউ যদি চোটে পড়ে, বেঞ্চ থেকে হঠাৎ করে কেউ যদি খেলে, সেটা তার জন্য কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টিতে সুযোগটা থাকছে বাংলাদেশের সামনে। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে জিম্বাবুয়েতে নতুনদের সুযোগ দেওয়ার কথা শোনা গেলেও এখন অবশ্য সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।
সাকিব আল হাসান ছাড়া সফরে বাকিদের থাকার কথাই কদিন আগে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সম্প্রতি সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বললেন প্রায় একই কথা, ‘আমরা মূল (শক্তিশালী) দলই দিচ্ছি। যেহেতু তিনটা টি-টোয়েন্টি আছে এবং সামনে বিশ্বকাপ আছে, সে হিসেবে একটা প্রস্তুতিরও ব্যাপার আছে।’
ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দল চাইলেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারে খেলোয়াড়দের। পাইপলাইন সমৃদ্ধ হলেই শুধু এই ‘রোটেশন’ পদ্ধতি কার্যকর করা সম্ভব।
টেস্ট ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা বাংলাদেশের কাছে বিলাসিতা। এই দুই সংস্করণে এখনো পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। তবে ওয়ানডেতে গত কয়েক বছরে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে তারা। তবু এই সংস্করণেও খুব একটা পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে দেখা যায় না বাংলাদেশকে।
এখন অবশ্য স্কোয়াড থেকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা আরও কঠিন হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ওয়ানডে সুপার লিগ চালু করে আইসিসি।
পয়েন্টের হিসাবনিকাশ থাকায় সুযোগটা আরও সংকুচিত হয়ে এসেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শেষ ওয়ানডেতে নিজেদের পুরোনো ভাবনা থেকে বের হতে পারে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেওয়ায় এ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করতে চায় সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডে শেষে অধিনায়ক তামিম ইকবাল নিজেই সেই পরিবর্তনের আভাস দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। পয়েন্টের হিসাবনিকাশ মাথায় রাখতে হচ্ছে না বাংলাদেশকে। বেঞ্চ পরখ করার এমন সুযোগ যেহেতু কম মেলে, তাই এটা কাজে লাগাতে চান তামিম। দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখন সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার।
সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু একটা সিরিজে যখন আপনি ২-০ ব্যবধানে জিতে যান, যারা খেলেনি বা লম্বা সময় ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত।’
দ্বিতীয় ওয়ানডে একাদশের বাইরে ছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। তাসকিন প্রথম ওয়ানডের একাদশে ছিলেন।
কন্ডিশনের ভাবনায় দ্বিতীয় ম্যাচে একাদশে রাখা হয়নি তাঁকে। আজ একাদশে দেখা যেতে পারে তাসকিনকে। একাদশে থাকা নিয়ে জোর আলোচনায় আছেন বিজয়।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড রান করে লম্বা সময় পর দলে জায়গা পেয়েছেন এই ওপেনার। তবে গত কয়েক সিরিজের স্কোয়াডের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিতে গিয়ে একাদশে জায়গা মেলেনি বিজয়ের। আজ দেখা যেতে পারে তাঁকেও।
বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে প্রয়োজনে তামিম নিজেও বসতে রাজি, ‘এটার (সুযোগ দেওয়ার) জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে। মূল একাদশের কেউ যদি চোটে পড়ে, বেঞ্চ থেকে হঠাৎ করে কেউ যদি খেলে, সেটা তার জন্য কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের পরের গন্তব্য জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টিতে সুযোগটা থাকছে বাংলাদেশের সামনে। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে জিম্বাবুয়েতে নতুনদের সুযোগ দেওয়ার কথা শোনা গেলেও এখন অবশ্য সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।
সাকিব আল হাসান ছাড়া সফরে বাকিদের থাকার কথাই কদিন আগে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
সম্প্রতি সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বললেন প্রায় একই কথা, ‘আমরা মূল (শক্তিশালী) দলই দিচ্ছি। যেহেতু তিনটা টি-টোয়েন্টি আছে এবং সামনে বিশ্বকাপ আছে, সে হিসেবে একটা প্রস্তুতিরও ব্যাপার আছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে