বিনোদন ডেস্ক
আজ বসছে অস্কারের আসর। অস্কার মানেই যেন এলাহি কারবার। জমকালো আয়োজনের পাশাপাশি রয়েছে আরও কত-কী!
উপহার যা থাকছে
এ বছর অস্কারে মনোনীত তারকাদের জন্য গিফট ব্যাগে থাকছে ১ লাখ ৪০ হাজার ডলার মূল্যের উপহার। প্রতিটি ব্যাগে থাকছে ৫৩টি উপহার। উপহারের মধ্যে আছে স্কটিশ ক্যাসলে তিন রাত থাকার সুযোগ (৫০ হাজার ডলার) এবং ক্যালিফোর্নিয়ার স্পা রিসোর্ট গোল্ডেন ডোরে চার রাত থাকার সুযোগের (১৫ হাজার ৬০০ ডলার) মতো বিলাসবহুল উপহার। থাকছে ৯ ডলার মূল্যের প্ল্যান্ট বেজড স্টেইন রিমুভার ও ১৫ ডলারের চিরুনির মতো স্বল্প মূল্যের উপহার। আরেকটি উপহার হলো তারকাদের বাড়িতে গিয়ে প্রশিক্ষণ দেবেন ফিটনেস লিজেন্ড ডিয়েগো সেবাস্তিয়ান।
যা খাবেনগভর্নরস বলরুমে হবে খাবারের আয়োজন। ২৮ বছর ধরে অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের জন্য রান্না করছেন শেফ ওল্ফগ্যাং পাক। এবার এই দলে যোগ দিচ্ছেন নিউইয়র্ককেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। মেন্যুতে থাকছে স্মোকড স্যামন ফিশ, স্পাইসি টুনা কোন, ফ্রাইড চিকেন, ক্রিসপি কোকোনাট রাইস-এর মতো জনপ্রিয় অনেক খাবার। থাকছে সুস্বাদু আর আকর্ষণীয় পানীয়।
ইউক্রেন প্রসঙ্গ
এবারের অস্কারে তুলে ধরা হবে ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়টি। প্রযোজকেরা বলছেন, ‘পৃথিবীর সংকট থেকে মানুষকে একটু ফুরসত দেওয়া মূল লক্ষ্য হলেও চলমান এই অস্থিরতাকে স্মরণ করাও প্রয়োজন বলে মনে করি।’
টিভি হাইপ বাড়াতে
গতবারের রেকর্ড সর্বনিম্ন টিভি রেটিংয়ের পর এবার নড়েচড়ে বসেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজকেরা। প্রথমবারের মতো এই আয়োজনের সঞ্চালনায় থাকবেন তিন নারী অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব কাজে লাগাতে সরাসরি সম্প্রচার শুরুর আগেই শুরু হবে প্রিয় চলচ্চিত্র ও দৃশ্য নিয়ে টুইটার জরিপ।
বিতর্ক
এবারের আসরে ২৩টি বিভাগের মধ্যে ৮টি বিভাগে পুরস্কার সরাসরি সম্প্রচারের আগেই প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা সম্পাদনা, শব্দ, প্রযোজনা ইত্যাদি। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে আয়োজকদের দাবি, মানুষের ব্যস্ততার কথা ভেবে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত, গতিশীল ও প্রাসঙ্গিক রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ক্যাটাগরি
একটি নতুন ক্যাটাগরি চালু হয়েছে এ বছর। ‘ফ্যান ফেভারিট’ নামের এই বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাডেমির ওয়েবসাইটে জনসাধারণের ভোটের পরিপ্রেক্ষিতে একটি সিনেমাকে সেরার পুরস্কার প্রদান করা হচ্ছে। যদিও বিজয়ী সিনেমাটি সোনার মূর্তি পাবে না, তাই এটি একটি বোনাস বিভাগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আজ বসছে অস্কারের আসর। অস্কার মানেই যেন এলাহি কারবার। জমকালো আয়োজনের পাশাপাশি রয়েছে আরও কত-কী!
উপহার যা থাকছে
এ বছর অস্কারে মনোনীত তারকাদের জন্য গিফট ব্যাগে থাকছে ১ লাখ ৪০ হাজার ডলার মূল্যের উপহার। প্রতিটি ব্যাগে থাকছে ৫৩টি উপহার। উপহারের মধ্যে আছে স্কটিশ ক্যাসলে তিন রাত থাকার সুযোগ (৫০ হাজার ডলার) এবং ক্যালিফোর্নিয়ার স্পা রিসোর্ট গোল্ডেন ডোরে চার রাত থাকার সুযোগের (১৫ হাজার ৬০০ ডলার) মতো বিলাসবহুল উপহার। থাকছে ৯ ডলার মূল্যের প্ল্যান্ট বেজড স্টেইন রিমুভার ও ১৫ ডলারের চিরুনির মতো স্বল্প মূল্যের উপহার। আরেকটি উপহার হলো তারকাদের বাড়িতে গিয়ে প্রশিক্ষণ দেবেন ফিটনেস লিজেন্ড ডিয়েগো সেবাস্তিয়ান।
যা খাবেনগভর্নরস বলরুমে হবে খাবারের আয়োজন। ২৮ বছর ধরে অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের জন্য রান্না করছেন শেফ ওল্ফগ্যাং পাক। এবার এই দলে যোগ দিচ্ছেন নিউইয়র্ককেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। মেন্যুতে থাকছে স্মোকড স্যামন ফিশ, স্পাইসি টুনা কোন, ফ্রাইড চিকেন, ক্রিসপি কোকোনাট রাইস-এর মতো জনপ্রিয় অনেক খাবার। থাকছে সুস্বাদু আর আকর্ষণীয় পানীয়।
ইউক্রেন প্রসঙ্গ
এবারের অস্কারে তুলে ধরা হবে ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়টি। প্রযোজকেরা বলছেন, ‘পৃথিবীর সংকট থেকে মানুষকে একটু ফুরসত দেওয়া মূল লক্ষ্য হলেও চলমান এই অস্থিরতাকে স্মরণ করাও প্রয়োজন বলে মনে করি।’
টিভি হাইপ বাড়াতে
গতবারের রেকর্ড সর্বনিম্ন টিভি রেটিংয়ের পর এবার নড়েচড়ে বসেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজকেরা। প্রথমবারের মতো এই আয়োজনের সঞ্চালনায় থাকবেন তিন নারী অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব কাজে লাগাতে সরাসরি সম্প্রচার শুরুর আগেই শুরু হবে প্রিয় চলচ্চিত্র ও দৃশ্য নিয়ে টুইটার জরিপ।
বিতর্ক
এবারের আসরে ২৩টি বিভাগের মধ্যে ৮টি বিভাগে পুরস্কার সরাসরি সম্প্রচারের আগেই প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা সম্পাদনা, শব্দ, প্রযোজনা ইত্যাদি। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে আয়োজকদের দাবি, মানুষের ব্যস্ততার কথা ভেবে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত, গতিশীল ও প্রাসঙ্গিক রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ক্যাটাগরি
একটি নতুন ক্যাটাগরি চালু হয়েছে এ বছর। ‘ফ্যান ফেভারিট’ নামের এই বিভাগে সামাজিক যোগাযোগমাধ্যম ও একাডেমির ওয়েবসাইটে জনসাধারণের ভোটের পরিপ্রেক্ষিতে একটি সিনেমাকে সেরার পুরস্কার প্রদান করা হচ্ছে। যদিও বিজয়ী সিনেমাটি সোনার মূর্তি পাবে না, তাই এটি একটি বোনাস বিভাগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে