এম এস রানা
এক বছরের বেশি সময় পর নতুন একক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। আজ বালাম অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে নয়না শিরোনামের গানটি। এ ছাড়া সম্প্রতি প্রথমবারের মতো সিনেমার শুটিংয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নতুন গান, অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে বালামের সঙ্গে কথা বলেছেন এম এস রানা।
আজ আপনার নতুন গান প্রকাশ পাচ্ছে। গানটি নিয়ে বলুন।
এক বছরের বেশি সময় পর নতুন একক গান প্রকাশ পাচ্ছে আমার। গানের শিরোনাম ‘নয়না’। লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান অন্তু। সে যুক্তরাজ্যে থাকে। গানটির সংগীতায়োজন আমার করা। আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানটি। সর্বশেষ গত বছর প্রকাশ পেয়েছিল ‘চুপচাপ চারিদিক’ শিরোনামের গানটি।
গানটির ভিডিও শুটিং নাকি দেশের বাইরে করেছেন?
হ্যাঁ। যুক্তরাজ্যে পুরো গানের শুটিং হয়েছে। এতে আমার সঙ্গে মডেল হয়েছেন তামান্না কবীর নিশি।
গানটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
স্যাড রোমান্টিক ঘরানার গান এটি। আমার অসম্ভব প্রিয় একটি গান। তৈরি হওয়ার পর নিজেই এখন পর্যন্ত ৫ হাজার বারের বেশি শুনেছি। কেউ শুনে খুশি হবে কি না জানি না, তবে আমি খুব খুশি। বলতে পারেন নয়না গানের প্রেমে পড়ে গেছি। আশা করছি, নয়না প্রকাশের পর আমার যেকোনো শোতে গানটির রিকোয়েস্ট থাকবে শ্রোতাদের।
নতুন আর কী গান আসছে?
অডিও গান ক্যাসেট থেকে সিডি ফরমেটে আসার পর গানে আমার দীর্ঘ বিরতি ছিল। অনেক বছর পর আবার মিউজিকে নিয়মিত হয়েছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এ বছর অনেক গান আসবে। একক গানে এক বছরের গ্যাপ হয়ে গেছে সত্যি, কিন্তু এরই মাঝে নতুন গানের কাজও করেছি। এর মধ্যে কয়েকটি গান পুরোপুরি প্রস্তুত। সুবিধাজনক সময়ে রিলিজ দেওয়া হবে।
সিনেমার গানের কী খবর?
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর ‘নীলচক্র’ সিনেমায় গাইলাম। এখানে একটি গানে কণ্ঠ দিয়েছি, আরেকটি গানের সংগীতায়োজন করেছি। সেটা গেয়েছেন সাফায়েত। এ ছাড়া ‘হান্নান’ নামের টালিউড সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি। সিনেমাটা টালিউডের হলেও গল্পটা আমাদের দেশের। অন্ধকারজগতের একজন মানুষের ওপর বেজ করে নির্মিত হবে সিনেমাটি। অভিনয়েও আমাদের দেশের অনেকে আছেন। গানটিতে আমার সঙ্গে গেয়েছেন কোনাল।
নীলচক্র সিনেমায় অভিনয় করেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান শুরুতে আমার সঙ্গে গান নিয়েই আলোচনা করেন। একদিন হঠাৎ করেই আমাকে অভিনয়ের কথা বলেন। আমার চরিত্র ও অভিনয়ের অভিজ্ঞতা এখন রিভিল করা যাচ্ছে না। শুধু এটুকু বলব, এ সিনেমায় একটি ক্যামিওতে আছি। সেটা গানের মাধ্যমেই।
অনেক শিল্পীকে স্টুডিও লাইভ কনসার্টে দেখা যায়। কিন্তু আপনি একেবারেই উল্টো। লাইভ কনসার্টে দেখা না যাওয়ার কারণ কী?
গানের কোনো অনুষ্ঠান এখন আর লাইভ করি না। এটা চিরতরে বন্ধ। যে মানসিকতায় এই অনুষ্ঠানগুলো হয়, সেটা আমার পছন্দ নয়। এ দেশে আর লাইভ স্টুডিও শো করব না। আমার কাছে মনে হয়, এ ধরনের অনুষ্ঠানের কারণে গানের ক্ষতি হয়। তাই, একমাত্র স্টেজ ছাড়া গানের অনুষ্ঠান করার ইচ্ছা নেই।
এক বছরের বেশি সময় পর নতুন একক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। আজ বালাম অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে নয়না শিরোনামের গানটি। এ ছাড়া সম্প্রতি প্রথমবারের মতো সিনেমার শুটিংয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নতুন গান, অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে বালামের সঙ্গে কথা বলেছেন এম এস রানা।
আজ আপনার নতুন গান প্রকাশ পাচ্ছে। গানটি নিয়ে বলুন।
এক বছরের বেশি সময় পর নতুন একক গান প্রকাশ পাচ্ছে আমার। গানের শিরোনাম ‘নয়না’। লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান অন্তু। সে যুক্তরাজ্যে থাকে। গানটির সংগীতায়োজন আমার করা। আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানটি। সর্বশেষ গত বছর প্রকাশ পেয়েছিল ‘চুপচাপ চারিদিক’ শিরোনামের গানটি।
গানটির ভিডিও শুটিং নাকি দেশের বাইরে করেছেন?
হ্যাঁ। যুক্তরাজ্যে পুরো গানের শুটিং হয়েছে। এতে আমার সঙ্গে মডেল হয়েছেন তামান্না কবীর নিশি।
গানটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
স্যাড রোমান্টিক ঘরানার গান এটি। আমার অসম্ভব প্রিয় একটি গান। তৈরি হওয়ার পর নিজেই এখন পর্যন্ত ৫ হাজার বারের বেশি শুনেছি। কেউ শুনে খুশি হবে কি না জানি না, তবে আমি খুব খুশি। বলতে পারেন নয়না গানের প্রেমে পড়ে গেছি। আশা করছি, নয়না প্রকাশের পর আমার যেকোনো শোতে গানটির রিকোয়েস্ট থাকবে শ্রোতাদের।
নতুন আর কী গান আসছে?
অডিও গান ক্যাসেট থেকে সিডি ফরমেটে আসার পর গানে আমার দীর্ঘ বিরতি ছিল। অনেক বছর পর আবার মিউজিকে নিয়মিত হয়েছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এ বছর অনেক গান আসবে। একক গানে এক বছরের গ্যাপ হয়ে গেছে সত্যি, কিন্তু এরই মাঝে নতুন গানের কাজও করেছি। এর মধ্যে কয়েকটি গান পুরোপুরি প্রস্তুত। সুবিধাজনক সময়ে রিলিজ দেওয়া হবে।
সিনেমার গানের কী খবর?
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর ‘নীলচক্র’ সিনেমায় গাইলাম। এখানে একটি গানে কণ্ঠ দিয়েছি, আরেকটি গানের সংগীতায়োজন করেছি। সেটা গেয়েছেন সাফায়েত। এ ছাড়া ‘হান্নান’ নামের টালিউড সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি। সিনেমাটা টালিউডের হলেও গল্পটা আমাদের দেশের। অন্ধকারজগতের একজন মানুষের ওপর বেজ করে নির্মিত হবে সিনেমাটি। অভিনয়েও আমাদের দেশের অনেকে আছেন। গানটিতে আমার সঙ্গে গেয়েছেন কোনাল।
নীলচক্র সিনেমায় অভিনয় করেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান শুরুতে আমার সঙ্গে গান নিয়েই আলোচনা করেন। একদিন হঠাৎ করেই আমাকে অভিনয়ের কথা বলেন। আমার চরিত্র ও অভিনয়ের অভিজ্ঞতা এখন রিভিল করা যাচ্ছে না। শুধু এটুকু বলব, এ সিনেমায় একটি ক্যামিওতে আছি। সেটা গানের মাধ্যমেই।
অনেক শিল্পীকে স্টুডিও লাইভ কনসার্টে দেখা যায়। কিন্তু আপনি একেবারেই উল্টো। লাইভ কনসার্টে দেখা না যাওয়ার কারণ কী?
গানের কোনো অনুষ্ঠান এখন আর লাইভ করি না। এটা চিরতরে বন্ধ। যে মানসিকতায় এই অনুষ্ঠানগুলো হয়, সেটা আমার পছন্দ নয়। এ দেশে আর লাইভ স্টুডিও শো করব না। আমার কাছে মনে হয়, এ ধরনের অনুষ্ঠানের কারণে গানের ক্ষতি হয়। তাই, একমাত্র স্টেজ ছাড়া গানের অনুষ্ঠান করার ইচ্ছা নেই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে