সৈয়দ শামসুল হক
শিল্পের প্রধান একটা কাজ হলো, যা চোখে পড়ে না, তা চোখে পড়িয়ে দেওয়া। সচরাচর যা ঘটছে চোখের সামনে, কজন আর তা খেয়াল করে? দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেলে অনেক কিছুই চোখে পড়ে না।
সৈয়দ শামসুল হক গেছেন লন্ডনের টেট গ্যালারিতে। সেখানে নানা ধরনের ছবি রয়েছে। একটি ছবির দিকে চোখ আটকে গেল তাঁর। ছবির নাম, ‘নাশতার টেবিল’।
সাদামাটা ছবি: একটা ছোট চৌকো টেবিলের ওপর প্লেটে রাখা দুটো পোচ করা ডিম। একটি সসেজ। কিছু শিমবিচি, টমেটো সসে ভেজানো। পাশে একটা প্লেট। তাতে দুটো রুটি টোস্ট করে রাখা। চায়ের কাপ-পিরিচ। রয়েছে একটা অ্যাশট্রে এবং তাতে আধপোড়া একটা সিগারেট।
ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, কেউ একজন খেতে বসেছিল, কিন্তু পুরোটা খায়নি। অনেকটাই পড়ে আছে। বিচ্ছিরি রকম এঁটো হয়ে আছে খাবারটা।
যা বলা হলো, তা এতটাই সহজ-সরল ব্যাপার যে তাতে বিস্ময়ের কোনো জায়গা নেই। বিস্ময়ের জায়গাটা খুঁজতে হবে ছবিতেই। ছবিটা চিত্রকর আঁকেননি। তিনি আসল প্লেট পিরিচ কাপ সিগারেট খাবার ইত্যাদি গঁদ ও প্লাস্টিক স্প্রে দিয়ে টেবিলের ওপর সেঁটে দিয়েছেন। তারপর সেটাই ঝুলিয়ে দিয়েছেন খাড়া করে। ব্যস! হয়ে গেল চিত্রকর্ম!
প্রশ্ন উঠবে, এটাকে চিত্রশিল্পীর আঁকা ছবি বলা হচ্ছে কেন?
এ নিয়ে অনেক ভেবেছেন সৈয়দ হক। তারপর নিজের মতো করে উত্তর তৈরি করেছেন। প্রতিদিন নাশতার টেবিলে বসি আমরা, কিন্তু সামনে থাকা খাদ্যবস্তুগুলোর দিকে বিশেষভাবে নজর দিই না। কী ছিল নাশতার টেবিলে, তা মনে রাখার কোনো দায় নেই আমাদের। কিন্তু সেই জিনিসগুলোই যখন ঠিক সেভাবে রেখে দেয়ালে ঝুলিয়ে দেওয়া হলো, অমনি তা আমাদের অভিজ্ঞতার মধ্যে ঢুকে গেল। আমরা তন্ময় হয়ে তা দেখলাম!
এ ছবিটি দেখার পর নাশতার টেবিলের প্রতি কেউ নিরাসক্ত থাকবে না।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ২৩৩-২৩৪
শিল্পের প্রধান একটা কাজ হলো, যা চোখে পড়ে না, তা চোখে পড়িয়ে দেওয়া। সচরাচর যা ঘটছে চোখের সামনে, কজন আর তা খেয়াল করে? দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেলে অনেক কিছুই চোখে পড়ে না।
সৈয়দ শামসুল হক গেছেন লন্ডনের টেট গ্যালারিতে। সেখানে নানা ধরনের ছবি রয়েছে। একটি ছবির দিকে চোখ আটকে গেল তাঁর। ছবির নাম, ‘নাশতার টেবিল’।
সাদামাটা ছবি: একটা ছোট চৌকো টেবিলের ওপর প্লেটে রাখা দুটো পোচ করা ডিম। একটি সসেজ। কিছু শিমবিচি, টমেটো সসে ভেজানো। পাশে একটা প্লেট। তাতে দুটো রুটি টোস্ট করে রাখা। চায়ের কাপ-পিরিচ। রয়েছে একটা অ্যাশট্রে এবং তাতে আধপোড়া একটা সিগারেট।
ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, কেউ একজন খেতে বসেছিল, কিন্তু পুরোটা খায়নি। অনেকটাই পড়ে আছে। বিচ্ছিরি রকম এঁটো হয়ে আছে খাবারটা।
যা বলা হলো, তা এতটাই সহজ-সরল ব্যাপার যে তাতে বিস্ময়ের কোনো জায়গা নেই। বিস্ময়ের জায়গাটা খুঁজতে হবে ছবিতেই। ছবিটা চিত্রকর আঁকেননি। তিনি আসল প্লেট পিরিচ কাপ সিগারেট খাবার ইত্যাদি গঁদ ও প্লাস্টিক স্প্রে দিয়ে টেবিলের ওপর সেঁটে দিয়েছেন। তারপর সেটাই ঝুলিয়ে দিয়েছেন খাড়া করে। ব্যস! হয়ে গেল চিত্রকর্ম!
প্রশ্ন উঠবে, এটাকে চিত্রশিল্পীর আঁকা ছবি বলা হচ্ছে কেন?
এ নিয়ে অনেক ভেবেছেন সৈয়দ হক। তারপর নিজের মতো করে উত্তর তৈরি করেছেন। প্রতিদিন নাশতার টেবিলে বসি আমরা, কিন্তু সামনে থাকা খাদ্যবস্তুগুলোর দিকে বিশেষভাবে নজর দিই না। কী ছিল নাশতার টেবিলে, তা মনে রাখার কোনো দায় নেই আমাদের। কিন্তু সেই জিনিসগুলোই যখন ঠিক সেভাবে রেখে দেয়ালে ঝুলিয়ে দেওয়া হলো, অমনি তা আমাদের অভিজ্ঞতার মধ্যে ঢুকে গেল। আমরা তন্ময় হয়ে তা দেখলাম!
এ ছবিটি দেখার পর নাশতার টেবিলের প্রতি কেউ নিরাসক্ত থাকবে না।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ২৩৩-২৩৪
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৫ ঘণ্টা আগে