বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন শিহাব শাহীন। নাম ‘বাবা সামওয়ান ফলোয়িং মি’। এ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল আফজাল হোসেন ও তাসনিয়া ফারিণের।
ফারিণকে নিয়ে প্রথম লটের শুটিং করা হলেও সিনেমাটিতে থাকছেন না আফজাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাঁর জায়গায় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।
শিহাব শাহীন বলেন, ‘গত মাসের শুরুর দিকেই আফজাল হোসেনকে নিয়ে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তা আর হয়নি। তাঁর সুস্থতার জন্য অপেক্ষা করছিলাম। তিনি এখন অনেকটা সুস্থ হলেও শুটিং করার মতো অবস্থায় নেই। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনিও চাইছেন না এই মুহূর্তে কাজ করতে। আমাদেরও কাজটি শুরু করা প্রয়োজন। তাই অন্য কাউকে নিয়ে ভাবতে বলেছেন তিনি। এরপর আমরা সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলে তাঁকে চূড়ান্ত করেছি।’
এবারই প্রথম আফজাল হোসেনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন। অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন আফজাল। তাঁর জায়গায় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম।
এবারই প্রথম আফজাল হোসেনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ নির্মাতা। কিন্তু শেষ পর্যন্ত আফজাল হোসেনের সঙ্গে কাজটি করা হয়ে উঠল না। এ নিয়ে কিছুটা মন খারাপ তাঁর। তবে বিশ্বাস করেন, শহীদুজ্জামান সেলিম সেই অভাবটা বুঝতে দেবেন না। শহীদুজ্জামান সেলিমকে নিয়ে ৮ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে বাবা সামওয়ান ফলোয়িং মি সিনেমার বাকি অংশের কাজ।
শিহাব শাহীনের মেয়ে সাফেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। একদিন রাতে সে ফোন করে বলে, বাবা সামওয়ান ফলোয়িং মি। মেয়ের মুখে বিস্তারিত শোনার পর চিন্তায় পড়ে যান নির্মাতা। সারা রাত বাবা-মেয়ের সময় কাটে ফোনের পর ফোনে। পরবর্তী সময়ে পুরো ঘটনাটি নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন শিহাব শাহীন। গত আগস্টে অস্ট্রেলিয়ায় শুটিং হয় বাবা সামওয়ান ফলোয়িং মি সিনেমার। এতে আরও অভিনয় করছেন সোহেল মণ্ডল, ইরফান সাজ্জাদ প্রমুখ।
নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন শিহাব শাহীন। নাম ‘বাবা সামওয়ান ফলোয়িং মি’। এ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল আফজাল হোসেন ও তাসনিয়া ফারিণের।
ফারিণকে নিয়ে প্রথম লটের শুটিং করা হলেও সিনেমাটিতে থাকছেন না আফজাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাঁর জায়গায় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।
শিহাব শাহীন বলেন, ‘গত মাসের শুরুর দিকেই আফজাল হোসেনকে নিয়ে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তা আর হয়নি। তাঁর সুস্থতার জন্য অপেক্ষা করছিলাম। তিনি এখন অনেকটা সুস্থ হলেও শুটিং করার মতো অবস্থায় নেই। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনিও চাইছেন না এই মুহূর্তে কাজ করতে। আমাদেরও কাজটি শুরু করা প্রয়োজন। তাই অন্য কাউকে নিয়ে ভাবতে বলেছেন তিনি। এরপর আমরা সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলে তাঁকে চূড়ান্ত করেছি।’
এবারই প্রথম আফজাল হোসেনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন। অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন আফজাল। তাঁর জায়গায় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম।
এবারই প্রথম আফজাল হোসেনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ নির্মাতা। কিন্তু শেষ পর্যন্ত আফজাল হোসেনের সঙ্গে কাজটি করা হয়ে উঠল না। এ নিয়ে কিছুটা মন খারাপ তাঁর। তবে বিশ্বাস করেন, শহীদুজ্জামান সেলিম সেই অভাবটা বুঝতে দেবেন না। শহীদুজ্জামান সেলিমকে নিয়ে ৮ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে বাবা সামওয়ান ফলোয়িং মি সিনেমার বাকি অংশের কাজ।
শিহাব শাহীনের মেয়ে সাফেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। একদিন রাতে সে ফোন করে বলে, বাবা সামওয়ান ফলোয়িং মি। মেয়ের মুখে বিস্তারিত শোনার পর চিন্তায় পড়ে যান নির্মাতা। সারা রাত বাবা-মেয়ের সময় কাটে ফোনের পর ফোনে। পরবর্তী সময়ে পুরো ঘটনাটি নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন শিহাব শাহীন। গত আগস্টে অস্ট্রেলিয়ায় শুটিং হয় বাবা সামওয়ান ফলোয়িং মি সিনেমার। এতে আরও অভিনয় করছেন সোহেল মণ্ডল, ইরফান সাজ্জাদ প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে