আজকের পত্রিকা ডেস্ক
কুড়িগ্রাম ও পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরপি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬৪ জন। গত বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।
পঞ্চগড়: গত বুধবার রাতে পঞ্চগড় জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল বের হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ২১ পদের জন্য মোট ২১ জনসহ আরও পাঁচজনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।
সূত্র জানায়, পঞ্চগড়ে কনস্টেবল পদে চাকরিতে কোটাও মানা হয়েছে দৃঢ়ভাবে। ২১ শূন্যপদের বিপরীতে অনলাইনে আবেদন পড়ে কয়েক হাজার। সেখান থেকে বাছাই করে প্রাথমিকভাবে ৮৪৮ জনকে নির্বাচিত করা হয়। শারীরিক পরীক্ষা শেষে ২৮৩ জনকে ডাকা হয় লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা শেষে ৬৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ পুরুষ কোটায় ১০ জন, মহিলা কোটায় ৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ জন, এতিম কোটায় ২ জন ও পুলিশ পোষ্য কোটায় ১ জনসহ ২১ জন প্রার্থী মাঠপর্যায়ে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, সরকার ও পুলিশের ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় কোনো রকম তদবির, ঘুষ ছাড়া এ কার্য সম্পাদন করা হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে টিআরপি পদে নির্বাচিত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৩৭ জন পুরুষ রয়েছেন। গত বুধবার দিনভর মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা শেষে ওই দিন রাত ১১টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৪৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ লাইনস হাসপাতালে এই ৪৩ জনের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর পুলিশ বিভাগের খরচে তাঁদের আগামী ৩০ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে গিয়ে বিনা খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা (আরও) এসআই মো. রাসেল মাহমুদ।
রাসেল আরও জানান, কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এই তিন দিন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা গ্রহণ করা হয়। এতে এক হাজার ৭২০ জন আবেদনকারীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হন। এরপর ১৭ নভেম্বর মাপে ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪০ জন।
এরপর বুধবার সকাল ১০টা থেকে দিনভর মৌখিক মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চিলমারী (কুড়িগ্রাম) ও পঞ্চগড় প্রতিনিধি।
কুড়িগ্রাম ও পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরপি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬৪ জন। গত বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।
পঞ্চগড়: গত বুধবার রাতে পঞ্চগড় জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল বের হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ২১ পদের জন্য মোট ২১ জনসহ আরও পাঁচজনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।
সূত্র জানায়, পঞ্চগড়ে কনস্টেবল পদে চাকরিতে কোটাও মানা হয়েছে দৃঢ়ভাবে। ২১ শূন্যপদের বিপরীতে অনলাইনে আবেদন পড়ে কয়েক হাজার। সেখান থেকে বাছাই করে প্রাথমিকভাবে ৮৪৮ জনকে নির্বাচিত করা হয়। শারীরিক পরীক্ষা শেষে ২৮৩ জনকে ডাকা হয় লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা শেষে ৬৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ পুরুষ কোটায় ১০ জন, মহিলা কোটায় ৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ জন, এতিম কোটায় ২ জন ও পুলিশ পোষ্য কোটায় ১ জনসহ ২১ জন প্রার্থী মাঠপর্যায়ে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, সরকার ও পুলিশের ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় কোনো রকম তদবির, ঘুষ ছাড়া এ কার্য সম্পাদন করা হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে টিআরপি পদে নির্বাচিত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৩৭ জন পুরুষ রয়েছেন। গত বুধবার দিনভর মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা শেষে ওই দিন রাত ১১টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৪৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ লাইনস হাসপাতালে এই ৪৩ জনের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর পুলিশ বিভাগের খরচে তাঁদের আগামী ৩০ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে গিয়ে বিনা খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা (আরও) এসআই মো. রাসেল মাহমুদ।
রাসেল আরও জানান, কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এই তিন দিন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা গ্রহণ করা হয়। এতে এক হাজার ৭২০ জন আবেদনকারীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হন। এরপর ১৭ নভেম্বর মাপে ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪০ জন।
এরপর বুধবার সকাল ১০টা থেকে দিনভর মৌখিক মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চিলমারী (কুড়িগ্রাম) ও পঞ্চগড় প্রতিনিধি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে