পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ফসলের ক্ষতিপূরণ এবং জমি ভাড়ার টাকা না দেওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ আটকে দিয়েছেন। সে সঙ্গে তাঁরা হয়রানির প্রতিবাদে আজ সোমবার উপজেলার চেরাগপুর গ্রামে সভা ডেকেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে’ কয়েকটি প্যাকেজে ১৫০ কিলোমিটার লাইন স্থাপনের কাজ চলছে। পীরগঞ্জের কাবিলপুর, রামনাথপুর, রায়পুরসহ কয়েকটি ইউনিয়নের মধ্যে জমি খনন করে পাইপ বসানো হচ্ছে। এজন্য পাইপ বসাতে ২৬ ফুট জমি অধিগ্রহণ এবং খনন করা মাটি রাখার জন্য উভয় পাশে ২৫ ফুট করে জমির ভাড়া ও ফসলের ক্ষতিপূরণ দেওয়ার কথা।
কৃষকেরা শুরু থেকেই তাঁদের জমির মূল্য, ভাড়া ও ফসলের ক্ষতিপূরণ দাবি করে আসছেন। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক করা হলেও বছরখানেক পরও কেউ টাকা পাননি। টাকা পেতে দেড় শতাধিক মানুষ গণস্বাক্ষর দিয়ে একটি আবেদন জেলা প্রশাসকের কাছে দিয়েছেন।
অভিযোগ রয়েছে, পীরগঞ্জ এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ফাউন্ড্রি লিমিটেড কৃষকদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। চেরাগপুরে কাজে বাধা দেওয়ার ঘটনায় শনিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে করে এলাকাবাসী আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘চেরাগপুরের ঘটনাটি দেখার জন্য পুলিশ পাঠাই। এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেননি।’
তবে গ্রামের বাসিন্দা আব্দুল মণ্ডল বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা ছাড়া আমরা জমিতে কাজ করতে দেব না। সে সঙ্গে গত ইরি ধান, পটোল, আলু, পেঁপেসহ অন্যান্য ফসল, গাছপালা, বাড়ি ও অবকাঠামো ক্ষতিপূরণের টাকা চাই। জমির ভাড়ার টাকা পেতে জেলা প্রশাসকের কাছে কয়েক মাস আগে গণস্বাক্ষর দিয়ে আবেদন দিয়েছি; কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, জমির মালিক আব্দুর রশিদ ও হাফিজার রহমান জানান, ফসলের ক্ষতিপূরণ এবং জমিভাড়ার টাকা না দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় তাঁরা বাধা দিয়েছেন। তাঁদের পুলিশ দিয়ে ভয়ভীতি দেখানোয় তাঁরা আজ গ্রামে প্রতিবাদ সভা করবেন।
তবে ফাউন্ড্রি লিমিটেডের ম্যানেজার শাহরিয়ার হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণ এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে; কিন্তু (এলাকাবাসী) আমাদের কাজ করতে দিচ্ছেন না।’
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘জমি অধিগ্রহণে নোটিশ দেওয়া হয়েছে আর আমরা কৃষি বিভাগের কাছ থেকে ফসলের ক্ষতির পরিমাণ জেনে সেই মূল্য কৃষকদের দেব, সেটি পর্যায়ক্রমে হবে।’
রংপুরের পীরগঞ্জে ফসলের ক্ষতিপূরণ এবং জমি ভাড়ার টাকা না দেওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ আটকে দিয়েছেন। সে সঙ্গে তাঁরা হয়রানির প্রতিবাদে আজ সোমবার উপজেলার চেরাগপুর গ্রামে সভা ডেকেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে’ কয়েকটি প্যাকেজে ১৫০ কিলোমিটার লাইন স্থাপনের কাজ চলছে। পীরগঞ্জের কাবিলপুর, রামনাথপুর, রায়পুরসহ কয়েকটি ইউনিয়নের মধ্যে জমি খনন করে পাইপ বসানো হচ্ছে। এজন্য পাইপ বসাতে ২৬ ফুট জমি অধিগ্রহণ এবং খনন করা মাটি রাখার জন্য উভয় পাশে ২৫ ফুট করে জমির ভাড়া ও ফসলের ক্ষতিপূরণ দেওয়ার কথা।
কৃষকেরা শুরু থেকেই তাঁদের জমির মূল্য, ভাড়া ও ফসলের ক্ষতিপূরণ দাবি করে আসছেন। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক করা হলেও বছরখানেক পরও কেউ টাকা পাননি। টাকা পেতে দেড় শতাধিক মানুষ গণস্বাক্ষর দিয়ে একটি আবেদন জেলা প্রশাসকের কাছে দিয়েছেন।
অভিযোগ রয়েছে, পীরগঞ্জ এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ফাউন্ড্রি লিমিটেড কৃষকদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। চেরাগপুরে কাজে বাধা দেওয়ার ঘটনায় শনিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে করে এলাকাবাসী আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘চেরাগপুরের ঘটনাটি দেখার জন্য পুলিশ পাঠাই। এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেননি।’
তবে গ্রামের বাসিন্দা আব্দুল মণ্ডল বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা ছাড়া আমরা জমিতে কাজ করতে দেব না। সে সঙ্গে গত ইরি ধান, পটোল, আলু, পেঁপেসহ অন্যান্য ফসল, গাছপালা, বাড়ি ও অবকাঠামো ক্ষতিপূরণের টাকা চাই। জমির ভাড়ার টাকা পেতে জেলা প্রশাসকের কাছে কয়েক মাস আগে গণস্বাক্ষর দিয়ে আবেদন দিয়েছি; কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, জমির মালিক আব্দুর রশিদ ও হাফিজার রহমান জানান, ফসলের ক্ষতিপূরণ এবং জমিভাড়ার টাকা না দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় তাঁরা বাধা দিয়েছেন। তাঁদের পুলিশ দিয়ে ভয়ভীতি দেখানোয় তাঁরা আজ গ্রামে প্রতিবাদ সভা করবেন।
তবে ফাউন্ড্রি লিমিটেডের ম্যানেজার শাহরিয়ার হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণ এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে; কিন্তু (এলাকাবাসী) আমাদের কাজ করতে দিচ্ছেন না।’
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘জমি অধিগ্রহণে নোটিশ দেওয়া হয়েছে আর আমরা কৃষি বিভাগের কাছ থেকে ফসলের ক্ষতির পরিমাণ জেনে সেই মূল্য কৃষকদের দেব, সেটি পর্যায়ক্রমে হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে