মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
দোকানে পণ্যের পসরা সাজানো। রয়েছেন কয়েকজন বিক্রয়কর্মীও। ছোট থেকে বয়োজ্যেষ্ঠরা আসছেন, ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছেন পছন্দের পোশাক। তবে একজন শুধুমাত্র একটি পোশাক নিতে পারেন এ দোকান থেকে। এতে লাগে না কোনো টাকা।
ব্যতিক্রমী এ দোকান বসেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গণ মোড় সংলগ্ন কৃষি ব্যাংকের নিচে। ঈদে নতুন পোশাক কিনতে অক্ষম মানুষকে আনন্দ দিতে এবং সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এ দোকান দিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী শাকিল আহমেদ তিয়াস। তিনি কুমারখালী ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবি গার্মেন্টসের স্বত্বাধিকারী।
গতকাল বুধবার দুপুরে গণ মোড় এলাকার ব্যতিক্রমী এ দোকানে গিয়ে দেখা যায়, দোকানে শিশু থেকে সব বয়সী পুরুষের জন্য নতুন জামা, গেঞ্জি, পাঞ্জাবি ও পাদুকাসহ বিভিন্ন রকম পোশাক সাজানো। শিশু থেকে সব বয়সী মানুষের বেশ ভিড় রয়েছে। ঘুরে ঘুরে পছন্দ করছেন পোশাক। বিক্রয়কর্মীরা প্যাকেট করে দিচ্ছেন তা। তবে পছন্দের পোশাক নিতে কোনো টাকা লাগছে না।
জানা গেছে, ২০২১ সালে শাকিল আহমেদ তিয়াস ব্যতিক্রমী এ দোকান দেন। প্রথম বছর ৫৮০ জনকে বিনা মূল্যে পোশাক দিয়েছেন। এ বছরও ৬০০ জনকে টাকা ছাড়া পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আর দোকানটির নাম দেওয়া হয়েছে ‘ ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালোবাসা’। গতকাল বেলা ১১টার দিকে দোকানের শুভ উদ্বোধন করেন তিয়াসের মা সুরাইয়া পারভিন বিউটি।
ব্যতিক্রমী এ দোকান থেকে পণ্য নিয়েছেন পৌরসভার এলংগী এলাকার আব্দুল জলিল (৫৫)। তিনি বলেন, ‘বাজারে পোশাকের দাম বেশি। তাই খবর পেয়ে এখানে এসেছি। পছন্দ করে নিজের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি।’ একই এলাকার শাবানা খাতুন বলেন, ‘দোকান থেকে ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি। টাকা ছাড়াই পোশাক নিয়ে খুব খুশি। তিয়াস ভাইয়ের জন্য দোয়া করি।’
এ বিষয়ে সুরাইয়া পারভিন বিউটি বলেন, ‘ছেলের এমন ব্যতিক্রমী ও মহতী উদ্যোগে আমি খুব খুশি।’
তিয়াস বলেন, ‘সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমার এমন আয়োজন। এ বছর ৬০০ জনের জন্য আয়োজন করা হয়েছে। দুপুরের মধ্যে প্রায় ৩৫০ জন পোশাক নিয়েছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করব।’
দোকানে পণ্যের পসরা সাজানো। রয়েছেন কয়েকজন বিক্রয়কর্মীও। ছোট থেকে বয়োজ্যেষ্ঠরা আসছেন, ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছেন পছন্দের পোশাক। তবে একজন শুধুমাত্র একটি পোশাক নিতে পারেন এ দোকান থেকে। এতে লাগে না কোনো টাকা।
ব্যতিক্রমী এ দোকান বসেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গণ মোড় সংলগ্ন কৃষি ব্যাংকের নিচে। ঈদে নতুন পোশাক কিনতে অক্ষম মানুষকে আনন্দ দিতে এবং সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এ দোকান দিয়েছেন তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী শাকিল আহমেদ তিয়াস। তিনি কুমারখালী ইয়াং কালেকশন, আর এন ফার্নিচার ও রাফা পাঞ্জাবি গার্মেন্টসের স্বত্বাধিকারী।
গতকাল বুধবার দুপুরে গণ মোড় এলাকার ব্যতিক্রমী এ দোকানে গিয়ে দেখা যায়, দোকানে শিশু থেকে সব বয়সী পুরুষের জন্য নতুন জামা, গেঞ্জি, পাঞ্জাবি ও পাদুকাসহ বিভিন্ন রকম পোশাক সাজানো। শিশু থেকে সব বয়সী মানুষের বেশ ভিড় রয়েছে। ঘুরে ঘুরে পছন্দ করছেন পোশাক। বিক্রয়কর্মীরা প্যাকেট করে দিচ্ছেন তা। তবে পছন্দের পোশাক নিতে কোনো টাকা লাগছে না।
জানা গেছে, ২০২১ সালে শাকিল আহমেদ তিয়াস ব্যতিক্রমী এ দোকান দেন। প্রথম বছর ৫৮০ জনকে বিনা মূল্যে পোশাক দিয়েছেন। এ বছরও ৬০০ জনকে টাকা ছাড়া পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আর দোকানটির নাম দেওয়া হয়েছে ‘ ঈদ আনন্দ, মানুষের প্রতি ভালোবাসা’। গতকাল বেলা ১১টার দিকে দোকানের শুভ উদ্বোধন করেন তিয়াসের মা সুরাইয়া পারভিন বিউটি।
ব্যতিক্রমী এ দোকান থেকে পণ্য নিয়েছেন পৌরসভার এলংগী এলাকার আব্দুল জলিল (৫৫)। তিনি বলেন, ‘বাজারে পোশাকের দাম বেশি। তাই খবর পেয়ে এখানে এসেছি। পছন্দ করে নিজের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি।’ একই এলাকার শাবানা খাতুন বলেন, ‘দোকান থেকে ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি। টাকা ছাড়াই পোশাক নিয়ে খুব খুশি। তিয়াস ভাইয়ের জন্য দোয়া করি।’
এ বিষয়ে সুরাইয়া পারভিন বিউটি বলেন, ‘ছেলের এমন ব্যতিক্রমী ও মহতী উদ্যোগে আমি খুব খুশি।’
তিয়াস বলেন, ‘সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমার এমন আয়োজন। এ বছর ৬০০ জনের জন্য আয়োজন করা হয়েছে। দুপুরের মধ্যে প্রায় ৩৫০ জন পোশাক নিয়েছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে