ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন জায়গায় বসানো ডাস্টবিনগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে। অনেক দিন ধরে ডাস্টবিনগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ না করায় সেগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়, ডায়না চত্বর, আম বাগান, চিকিৎসা কেন্দ্র, মীর মশাররফ হোসেন ভবন এলাকাসহ বিভিন্ন হল, ভবন আবাসিক এলাকায় ডাস্টবিনগুলোতে ময়লা উপচে পড়ছে। ডাস্টবিনের আশপাশেও ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ডাস্টবিনগুলোকে ময়লার স্তূপ বলে মনে হচ্ছে।
আরও দেখা গেছে, সাদ্দাম হোসেন হল, মীর মশাররফ হোসেন ভবন, বোটানিক্যাল গার্ডেনের পার্শ্ববর্তী এলাকা, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, আবাসিক এলাকাসহ বিভিন্ন জায়গায় সেখানে আবর্জনা পোড়ানো হচ্ছে। এতে করে ক্যাম্পাসে বায়ু ও পরিবেশ দূষিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রফেসর আনিসুল কবির বলেন, ‘কর্তৃপক্ষের পাশাপাশি সুনাগরিক হিসেবে এসব বিষয়ে নিজেদের সচেতন থাকা উচিত। ময়লা-আবর্জনা যাতে কাজে লাগানো যায় এ বিষয়ে আমরা একটি ডাস্ট প্ল্যান্ট করার উদ্যোগ নিয়েছিলাম। আগের প্রশাসন আশ্বাসও দিয়েছিল। কিন্তু করোনায় ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় প্ল্যান্টের কাজ আর হয়নি। আবর্জনা যাতে একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয় সে বিষয়ের পাশাপাশি প্ল্যান্টের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান টিপু সুলতান আজকের পত্রিকাকে বলেন, ‘ডাস্টবিন তো আসলে ময়লা ফেলার জন্যই। বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকার বিষয়টি খেয়াল করা হয়নি। দুই-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন জায়গায় বসানো ডাস্টবিনগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে। অনেক দিন ধরে ডাস্টবিনগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ না করায় সেগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়, ডায়না চত্বর, আম বাগান, চিকিৎসা কেন্দ্র, মীর মশাররফ হোসেন ভবন এলাকাসহ বিভিন্ন হল, ভবন আবাসিক এলাকায় ডাস্টবিনগুলোতে ময়লা উপচে পড়ছে। ডাস্টবিনের আশপাশেও ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। ডাস্টবিনগুলোকে ময়লার স্তূপ বলে মনে হচ্ছে।
আরও দেখা গেছে, সাদ্দাম হোসেন হল, মীর মশাররফ হোসেন ভবন, বোটানিক্যাল গার্ডেনের পার্শ্ববর্তী এলাকা, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, আবাসিক এলাকাসহ বিভিন্ন জায়গায় সেখানে আবর্জনা পোড়ানো হচ্ছে। এতে করে ক্যাম্পাসে বায়ু ও পরিবেশ দূষিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রফেসর আনিসুল কবির বলেন, ‘কর্তৃপক্ষের পাশাপাশি সুনাগরিক হিসেবে এসব বিষয়ে নিজেদের সচেতন থাকা উচিত। ময়লা-আবর্জনা যাতে কাজে লাগানো যায় এ বিষয়ে আমরা একটি ডাস্ট প্ল্যান্ট করার উদ্যোগ নিয়েছিলাম। আগের প্রশাসন আশ্বাসও দিয়েছিল। কিন্তু করোনায় ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় প্ল্যান্টের কাজ আর হয়নি। আবর্জনা যাতে একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয় সে বিষয়ের পাশাপাশি প্ল্যান্টের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান টিপু সুলতান আজকের পত্রিকাকে বলেন, ‘ডাস্টবিন তো আসলে ময়লা ফেলার জন্যই। বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকার বিষয়টি খেয়াল করা হয়নি। দুই-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে